LightBlog
Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - পঞ্চম অধ্যায় - বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম ইতিহাস ইতিহাস সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - পঞ্চম অধ্যায় - বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম ইতিহাস ইতিহাস সাজেশন ২০২২

 মাধ্যমিক ইতিহাস

পঞ্চম অধ্যায়

বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

 বিভাগ 'ক'


১। সঠিক উত্তরটি নির্বাচন করঃ


  • ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত কৃতিত্ব ছিল -

(ক) ফরাসিদের

(খ) ইংরেজদের

(গ) পর্তুগীজদের

(ঘ) ভারতীয়দের

উত্তর : (গ) পর্তুগীজদের


  • শ্রীরামপুরের ছাপাখানার প্রতিষ্টা করেন -

(ক) উইলিয়াম কেরি 

(খ) চার্লস উইলকিনস 

(গ) অগাস্টাস হিকি 

(ঘ) মার্শম্যান

উত্তরঃ (ক) উইলিয়াম কেরি


  • ছেনিকাটা বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে যিনি সাহায্য করেছিলেন -

(ক) পঞ্চানন কর্মকার

(খ) উইলিয়াম কেরি

(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

(ঘ) জন অ্যান্ড্রুজ

উত্তর : (ক) পঞ্চানন কর্মকার


  • কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্টিত হয় - 

(ক) ১৮৫৩ খ্রীঃ 

(খ) ১৮৩৫ খ্রিঃ 

(গ) ১৮৩০ খ্রিঃ 

(ঘ) ১৮৭০ খ্রিঃ

উত্তরঃ (খ) ১৮৩৫ খ্রিঃ


  • 'বাংলার গুটেনবার্গ' নামে পরিচিত ছিলেন -

(ক) চার্লস ফেয়ার

(খ) চার্লস উইলকিন্স

(গ) ব্রাসি হ্যালহেড

(ঘ) ওয়ারেন হেস্টিংস

উত্তর : (খ) চার্লস উইলকিন্স


  • ছাপাখানার প্রথম বাঙালী ব্যবসায়ী ছিলেন - 

(ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য 

(খ) পঞ্চানন কর্মকার 

(গ) সুরেশচন্দ্র মজুমদার 

(ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

উত্তরঃ (ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য


  • ভারতের প্রথম সংবাদপত্র হলো -

(ক) বেঙ্গল গেজেট

(খ) দিকদর্শন

(গ) সমাচার দর্পণ

(ঘ) সংবাদ প্রভাকর

উত্তর : (ক) বেঙ্গল গেজেট


  • বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন -

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর 

(খ) রথীন্দ্রনাথ ঠাকুর 

(গ) তারকনাথ পালিত 

(ঘ) সুবোধচন্দ্র মল্লিক

উত্তরঃ (খ) রথীন্দ্রনাথ ঠাকুর


  • ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৮১০ খ্রিস্টাব্দে

(খ) ১৮১৬ খ্রিষ্টাব্দে

(গ) ১৮১৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮১৮ খ্রিষ্টাব্দে

উত্তর : (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে


  • 'জাতীয় বিজ্ঞানচর্চার জনক' বলে -

(ক) আশুতোষ মুখোপাধ্যায়কে 

(খ) জগদীশচন্দ্র বসুকে 

(গ) মহেন্দ্রলাল সরকারকে 

(ঘ) প্রফুল্লচন্দ্র রায়কে

উত্তরঃ (খ) জগদীশচন্দ্র বসুকে


  • প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হল -

(ক) হিতোপদেশ

(খ) পঞ্চতন্ত্র

(গ) অন্নদামঙ্গল

(ঘ) বিল্বমঙ্গল

উত্তর : (গ) অন্নদামঙ্গল


  • 'গোলদিঘির গোলামখানা' নামে পরিচিত ছিল -

(ক) বসু বিজ্ঞান মন্দির 

(খ) কলকাতা বিজ্ঞান কলেজ 

(গ) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট 

(ঘ) কলকাতা বিশ্ব বিদ্যালয়

উত্তরঃ (ঘ) কলকাতা বিশ্ব বিদ্যালয়


  • 'শিশুশিক্ষা' গ্রন্থটি রচনা করেন -

(ক) রামরাম বসু

(খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

(গ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) মদনমোহন তর্কালঙ্কার

উত্তর : (ঘ) মদনমোহন তর্কালঙ্কার


  • 'জাতীয় শিক্ষা' কথাটি প্রথম ব্যবহার করেছিলেন -

(ক) প্রসন্ন কুমার ঠাকুর 

(খ) রবীন্দ্রথান ঠাকুর 

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর 

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) প্রসন্ন কুমার ঠাকুর


  • 'সংবাদ কৌমুদী' পত্রিকার সম্পাদক ছিলেন -

(ক) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়

(খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

(গ) রামমোহন রায়

(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তর : (গ) রামমোহন রায়


  • ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন -

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(খ) সুকুমার রায়

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) চার্লস উইলকিন্স

উত্তর : (ক)  উপেন্দ্রকিশোর রায়চৌধুরী


  • ইউ এন রায় এন্ড সন্স ভূমিকা নিয়েছিল -

(ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে

(খ) বাংলায় চিকিৎসাবিদ্যার প্রসারে

(গ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে

(ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে

উত্তর : (ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে


  • 'ছেলেদের রামায়ণ' গ্রন্থটি রচনা করেন -

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(খ) যোগীন্দ্রনাথ সরকার

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) রাধাকান্ত দেব

উত্তর : (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী


  • 'প্রবাসী' পত্রিকার সম্পাদনা করেন -

(ক) রামানন্দ চট্টোপাধ্যায়

(খ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর : (ক) রামানন্দ চট্টোপাধ্যায়


  • 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স' এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন -

(ক) জগদীশচন্দ্র বসু

(খ) সি ভি রমন

(গ) প্রফুল্ল চন্দ্র রায়

(ঘ) সত্যেন্দ্রনাথ বসু

উত্তর : (খ) সি ভি রমন


  • কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৯১২ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৩ খ্রিস্টাব্দে

(গ) ১৯১৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে

উত্তর : (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে


  • 'হিন্দু রসায়ন শাস্ত্র' বইটির লেখক হলেন -

(ক) সি ভি রমন

(খ) মেঘনাথ সাহা

(গ) প্রফুল্ল চন্দ্র রায়

(ঘ) জগদীশচন্দ্র বসু

উত্তর : (গ) প্রফুল্ল চন্দ্র রায়


  • বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন -

(ক) জগদীশচন্দ্র বসু

(খ) সত্যেন্দ্রনাথ বসু

(গ) আনন্দমোহন বসু

(ঘ) চন্দ্রমুখী বসু

উত্তর : (ক) জগদীশচন্দ্র বসু


  • বাংলা ভাষায় প্রথম ছাপা বইটির নাম হল -

(ক) এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ

(খ) বর্ণপরিচয়

(গ) অন্নদামঙ্গল

(ঘ) মঙ্গল সমাচার মতিয়ের

উত্তর : (ক) এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ


  • বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন -

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তর : (খ) রবীন্দ্রনাথ ঠাকুর


  • জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় -

(ক) ১৯০৩ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৪ খ্রিস্টাব্দে

(গ) ১৯০৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯০৬ খ্রিস্টাব্দে

উত্তর : (ঘ) ১৯০৬ খ্রিস্টাব্দে


আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close