Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - অষ্টম অধ্যায় - উত্তর ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - অষ্টম অধ্যায় - উত্তর ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২

 মাধ্যমিক ইতিহাস

অষ্টম অধ্যায়
উত্তর ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব

বিভাগ খ

২) যেকোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও(প্রতিটি উপজেলা থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে)

উপ বিভাগ:২.১ 

** একটি বাক্যে উত্তর দাও ঃ

  • স্বাধীনতার প্রাক্কালে ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল?
উত্তর : ৫২৬ টি দেশীয় রাজ্য ছিল।

  • গোয়া কাদের উপনিবেশ ছিল?
উত্তরঃ পর্তুগালের

  • দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটির নাম কি ছিল?
উত্তর : ইন্সট্রুমেন্ট অফ এক্সপ্রেশন 

  • ভারত বর্ষ কবে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ১৯৪৭ খ্রী ১৫ ই আগস্ট

  • কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম কি?
উত্তর : ন্যাশনাল কনফারেন্স

  • অপারেশন পোলো কি?
উত্তরঃ ভারতীয় সেনার হায়দ্রাবাদ অভিযানকে

  • হায়দ্রাবাদের শাসক কি নামে পরিচিত?
উত্তর : নিজাম

  • ভারত কবে সমগ্র হায়দ্রাবাদ দখল করে?
উত্তর : ১৯৪৮ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে

  • পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কি?
উত্তরঃ বাংলা

  • ভারত বিভাজনের উদ্দেশ্যে গঠিত সীমানা কমিশনের সভাপতি কে ছিলেন?
উত্তর : স্যার সিরিল রেডক্লিফ

  • মহাত্মা গান্ধী দেশভাগজনিত হিংসার প্রেক্ষিতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোথায় অনশন করেন?
উত্তর : কলকাতায় বেলেঘাটার বাড়িতে

  • নেহেরু লিয়াকৎ চুক্তি কালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল?
উত্তর : লিয়াকৎ আলি খান

  • রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?
উত্তর : ১৯৫৩ খ্রিস্টাব্দে

  • ভারতের কনিষ্ঠতম রাজ্য কোনটি?
উত্তর : তেলেঙ্গানা

  উপ-বিভাগ: ২.২

** ঠিক বা ভুল নির্ণয় কর

  • ২১৬ টি দেশীয় রাজ্য সন্নিহিত প্রতিযোগীর সঙ্গে যুক্ত হয়।
উত্তরঃ ঠিক 

  • দেশভাগের পর গঠিত পাকিস্তানের মূলত মূলত দুটি অংশ ছিল - পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান।
উত্তরঃ ঠিক

  • সরকারি ভাষা কমিশন সিদ্ধান্ত নেয় যে ১৯৬৫ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি পর্যন্ত সরকারি কাজে ইংরেজি ভাষার ব্যবহার চলবে।
উত্তরঃ ঠিক

  • ভারতের স্বাধীনতা লাভের সময় আয়তনে সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল হয়দ্রাবাদ।
উত্তরঃ ঠিক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close