LightBlog
Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - অষ্টম অধ্যায় - উত্তর ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব - ব্যাখ্যা নির্বাচন ও স্তম্ভ মেলাও - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - অষ্টম অধ্যায় - উত্তর ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব - ব্যাখ্যা নির্বাচন ও স্তম্ভ মেলাও - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২

মাধ্যমিক ইতিহাস

অষ্টম অধ্যায়

উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪)

উপ বিভাগ: ২.৩

** 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মিলাওঃ 

স্তম্ভ

স্তম্ভ

..) লৌহমানব                        

() কে এস দর

..) রাজ্য পুর্নগঠন কমিশনের প্রধান                  

() বল্লভ ভাই প্যাটেল

..) ভাষাভিত্তিক প্রদেশ কমিশন       

(গ) ফজল আলি

..) সরকারি ভাষা কমিশন            

() সুনীতিকুমার চট্টোপাধ্যায়

 

উত্তর : ..) লৌহমানব - () বল্লভ ভাই প্যাটেল

..) রাজ্য পুর্নগঠন কমিশনের প্রধান - (গ) ফজল আলি

..) ভাষাভিত্তিক প্রদেশ কমিশন - () কে এস দর

..) সরকারি ভাষা কমিশন- () সুনীতিকুমার চট্টোপাধ্যায়

 

স্তম্ভ

স্তম্ভ

..) সিরিল র‍্যাডক্লিফ

() সীমানা কমিশনের প্রধান

..) সরদার বল্লভভাই প্যাটেল

() সামরিক বিভাগের প্রধান

..) জওহরলাল নেহেরু

(গ) দেশীয় রাজ্য দপ্তরের প্রধান

..) জয়ন্ত নাথ রায়

() ভারতের প্রধানমন্ত্রী

 

উত্তর : ..) সিরিল র‍্যাডক্লিফ - () সীমানা কমিশনের প্রধান

..) সরদার বল্লভভাই প্যাটেল - (গ) দেশীয় রাজ্য দপ্তরের প্রধান

..) জহরলাল নেহেরু - () ভারতের প্রধানমন্ত্রী

..) জয়ন্ত নাথ রায় - () সামরিক বিভাগের প্রধান

 

স্তম্ভ

স্তম্ভ

..) পট্টভি সীতারামাইয়া

() রাজ্য পুনর্গঠন কমিশনের প্রধান

..) পট্টি শ্রীরামালু

() কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য

..) চিন্তামন দেশমুখ

(গ) জনপ্রিয় তেলুগু নেতা

..) ফজল আলী

() জে. ভি. পি. কমিটি সদস্য

 

উত্তর : ..) পট্টভি সীতারামাইয়া - () জে. ভি. পি. কমিটি সদস্য

..) পট্টি শ্রীরামালু - (গ) জনপ্রিয় তেলেগু নেতা

..) চিন্তামন দেশমুখ - () কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য

..) ফজল আলী - () রাজ্য পুনর্গঠন কমিশনের প্রধান

 

স্তম্ভ

স্তম্ভ

..) স্বাধীনতা ভারতের প্রথম প্রধানমন্ত্রী

() বি. আর. আম্বেদকর

..) স্বাধীনতা ভারতের প্রথম রাষ্ট্রপতি

() বল্লভভাই প্যাটেল

..) স্বাধীনতা ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী

(গ) ড. রাজেন্দ্র প্রসাদ

..) স্বাধীনতা ভারতের প্রথম আইনমন্ত্রী

() জওহরলাল নেহেরু

 

উত্তর : ..) স্বাধীনতা ভারতের প্রথম প্রধানমন্ত্রী - () জওহরলাল নেহেরু

..) স্বাধীনতা ভারতের প্রথম রাষ্ট্রপতি - (গ) ড. রাজেন্দ্র প্রসাদ

..) স্বাধীনতা ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী - () বল্লভভাই প্যাটেল

..) স্বাধীনতা ভারতের প্রথম আইনমন্ত্রী - () বি. আর. আম্বেদকর


নিম্নলিখিত বিকৃতি গুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :


  • বিবৃতি : দেশভাগের ফলে ভারত ও পাকিস্তান নামক দুটি পৃথক স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয় ।

ব্যাখ্যা : (১) দেশভাগ ছিল 'পাকিস্তান দাবি'র ফলশ্রুতি

ব্যাখ্যা : (২) শুরু থেকেই দেশভাগের পশ্চাতে কংগ্রেসের পরোক্ষ সমর্থন ছিল

ব্যাখ্যা : (৩) ভৌগোলিক কারণে দেশ ভাগ করা হয়

উত্তর : ব্যাখ্যা : (১) দেশভাগ ছিল 'পাকিস্তান দাবি'র ফলশ্রুতি


  • বিবৃতি: ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়। 

ব্যাখ্যা ১: এর মাধ্যমে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। 

ব্যাখ্যা ২: এর মাধ্যমে ইংরেজি পরাজয় হয়। 

ব্যাখ্যা ৩: এর মাধ্যমে শোষণের অবসান ঘটে। 

উত্তর: ব্যাখ্যা ১: এর মাধ্যমে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। 


  • বিবৃতি : দেশীয় রাষ্ট্রগুলির স্বাধীন অস্তিত্ব ভারতের জাতীয় সংহতির পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে ।

ব্যাখ্যা : (১) দেশীয় রাষ্ট্রগুলির অধিকাংশ পাকিস্তানের যোগ দিতে চেয়েছিলেন ।

ব্যাখ্যা : (২) দেশীয় রাজ্যগুলি অধিকাংশ স্বাধীন থাকতে চেয়েছিল ।

ব্যাখ্যা : (৩) দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব ভারতের ভূমিকা অখন্ডতার পক্ষে বাধা হয়ে দাঁড়ায় ।

উত্তর : ব্যাখ্যা : (৩) দেশীয় রাষ্ট্র গুলির স্বাধীন অস্তিত্ব ভারতের ভূমিকা অখণ্ডতার পক্ষে বাধা হয়ে দাঁড়ায় ।


  • বিবৃতি: রাজ্য দপ্তর গঠিত হয় ১৯৪৭ খ্রিস্টাব্দে। 

ব্যাখ্যা ১: এই ঘটনা ছিল স্বাধীনতার ফলশ্রুতি। 

ব্যাখ্যা ২: দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তি ব্যাপারে এই দপ্তর গঠিত হয়। 

ব্যাখ্যা ৩: এই দপ্তরের মাধ্যমে নানা অর্থনৈতিক পরিকল্পনা নেয়া হয়। 

উত্তর: ব্যাখ্যা ২: দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তি ব্যাপারে এই দপ্তর গঠিত হয়।


  • বিবৃতি : মহারাজা হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন।

ব্যাখ্যা : (১) মনেপ্রাণে তিনি ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে চেয়ে ছিলেন ।

ব্যাখ্যা : (২) পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে ভারতের সামরিক সাহায্য লাভের জন্য ।

ব্যাখ্যা : (৩) কাশ্মীরবাসীর গণভোটের ফলাফল মেনে নিতে ।

উত্তর : ব্যাখ্যা : (২) পাকিস্তানি হানাদার দের বিরুদ্ধে ভারতের সামরিক সাহায্য লাভের জন্য ।


  • বিবৃতি: ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হিন্দি ভাষা প্রচলন করতে চেয়েছিলেন। 

ব্যাখ্যা ১: তিনি সারা ভারতে একই ভাষা প্রচলন করতে চেয়েছিলেন। 

ব্যাখ্যা ২: তিনি ভাষাভিত্তিক রাজ্য গঠনের পক্ষপাতী ছিলেন। 

ব্যাখ্যা ৩: তিনি ভাষার ব্যাপারে দেশীয় রাজ্যগুলিকে স্বাধীনতা দেওয়া পক্ষপাতী ছিলেন। 

উত্তর: ব্যাখ্যা ১: তিনি সারা ভারতে একই ভাষা প্রচলন করতে চেয়েছিলেন। 


  • বিবৃতি :  নেতৃত্বে 'সীমানা কমিশন'-এর রিপোর্টের ভিত্তিতেই বাংলা ও পাঞ্জাব বিভক্ত করা হয় ।

ব্যাখ্যা :  (১) 'মাউন্টব্যাটেন রোয়েদাদ' ছিল বাংলা ও পাঞ্জাব বিভাজনের মূল ভিত্তি ।

ব্যাখ্যা : (২) বাংলা ও পাঞ্জাবকে বিভক্ত করতে  নেতৃত্ব 'সীমানা কমিশন' গঠিত হয়

ব্যাখ্যা : (৩) সম্প্রদায়িক দাঙ্গার কারণেই বাংলা ও পাঞ্জাব বিভক্ত করা হয় ।

উত্তর : ব্যাখ্যা : (২)বাংলা ও পাঞ্জাবকে বিভক্ত করতে রেড ক্রিসেন্ট নেতৃত্ব 'সীমানা কমিশন' গঠিত হয় ।


  • বিবৃতি: ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর পূনর্বাসনের যুগ নামে পরিচিত। 

ব্যাখ্যা ১: এই সময় উদ্বাস্তুদের  ত্রাণ ও পুনর্বাসন এর ওপর জোর দেয়া হয়। 

ব্যাখ্যা ২: এই সময় পুনর্বাসনের পরিকল্পনা রচিত হয়। 

ব্যাখ্যা ৩: স্বাধীনতার পরের পাঁচ বছরে গৃহহীন ভারতীয়দের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। 

উত্তর: ব্যাখ্যা ১: এই সময় উদ্বাস্তুদের  ত্রাণ ও পুনর্বাসন এর ওপর জোর দেয়া হয়।


  • বিবৃতি : ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন প্রক্রিয়া ছিল আন্দোলনের ফলশ্রুতি ।

ব্যাখ্যা : (১) কংগ্রেস ১৯২০-র দশকেই এর প্রস্তাব দেয় ।

ব্যাখ্যা : (২) জে. ভি. পি. রিপোর্টের এটি সমর্থিত হয় ।

ব্যাখ্যা : (৩) তেলুগুভাষীদের ভাষাভিত্তিক অন্ধের দাবিই ছিল এই মূল কারণ ।

উত্তর : ব্যাখ্যা : (৩) তেলুগু ভাষীদের ভাষাভিত্তিক অন্ধের দাবিই ছিল এই মূল কারণ ।


  • বিবৃতি : ভাষা-ভিত্তিক রাজ্য পুনর্গঠন বাস্তবসম্মত ছিল ।

ব্যাখ্যা : (১) দেশের স্থায়িত্বের পক্ষে বহু ভাষাভাষী প্রদেশ জরুরি ছিল ।

ব্যাখ্যা : (২) রাজ্যের শিক্ষা- সংস্কৃতির উন্নয়নের জন্য এটি ছিল জরুরি ।

ব্যাখ্যা : (৩) বহু ভাষাভাষী রাজ্য কেন্দ্রীয় শক্তির সহতির পক্ষে জরুরি ছিল ।

উত্তর : ব্যাখ্যা : (২) রাজ্যের শিক্ষা- সংস্কৃতির উন্নয়নের জন্য এটি ছিল জরুরি ।


আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close