মাধ্যমিক ইতিহাস
অষ্টম অধ্যায়
উত্তর ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব
বিভাগ ক
১) সঠিক উত্তরটি নির্বাচন কর :
- ভারত বর্ষ ভেঙে পাকিস্তান রাষ্ট্র গঠনের মূল ভিত্তি ছিল -
(ক) রাজনৈতিক বিন্যাস
(খ) ভৌগলিক অবস্থান
(গ) খাদ্যভ্যাস সংস্কৃতি
(ঘ) ধর্ম ও ভাষা
উত্তর : (ঘ) ধর্ম ও ভাষা
- কাশ্মীরের মহারাজ ছিলেন -
(ক) হরি সিং
(খ) মেহের চাঁদ
(গ) ওমর আবদুল্লাহ
(ঘ) শেখ আব্দুল্লাহ
উত্তরঃ (ক) হরি সিং
- স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন -
(ক) লাল বাহাদুর শাস্ত্র
(খ) বল্লভ ভাই প্যাটেল
(গ) গুলজারিলাল নন্দ
(ঘ) ডঃ বি আর আম্বেদকর
উত্তর : (খ) বল্লভ ভাই প্যাটেল
- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন -
(ক) চক্রবর্তী রাজাগোপালাচারী
(খ) সর্বপল্লী রাধাকৃষ্ণন
(গ) রাজেন্দ্র প্রসাদ
(ঘ) বল্লভ ভাই প্যাটেল
উত্তরঃ (গ) রাজেন্দ্র প্রসাদ
- দেশীয় রাজ্য ছিল না -
(ক) বোম্বে
(খ) ভোপাল
(গ) হায়দ্রাবাদ
(ঘ) জয়পুর
উত্তর : (ক) বোম্বে
- গোয়া হবে ভারতের সঙ্গে যুক্ত হয় -
(ক) ১৯৫৪ খ্রীঃ
(খ) ১৯৫৬ খ্রীঃ
(গ) ১৯৬০ খ্রীঃ
(ঘ) ১৯৬১ খ্রীঃ
উত্তরঃ (ঘ) ১৯৬১ খ্রীঃ
- ভারতের লৌহ মানব বলা হয় -
(ক) মহাত্মা গান্ধী
(খ) সরদার বল্লভ ভাই প্যাটেল
(গ) মোহাম্মদ আলী জিন্নাহ
(ঘ) রাজেন্দ্র প্রসাদ
উত্তর : (খ) সরদার বল্লভ ভাই প্যাটেল
- সরকারি ভাষা আইন পাস হয় -
(ক) ১৯৫৩ খ্রীঃ
(খ) ১৯৫৬ খ্রীঃ
(গ) ১৯৬০ খ্রীঃ
(ঘ) ১৯৬৩ খ্রীঃ
উত্তরঃ (ঘ) ১৯৬৩ খ্রীঃ
- মহারাজা হরি সিং যে রাজ্যের রাজা ছিলেন -
(ক) বরোদা
(খ) কোচবিহার
(গ) কাশ্মীর
(ঘ) হায়দ্রাবাদ
উত্তর : (গ) কাশ্মীর
- ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন -
(ক) মহাত্মা গান্ধী
(খ) জওহরলাল নেহরু
(গ) ড. রাজেন্দ্রপ্রসাদ
(ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারী
উত্তরঃ (গ) ড. রাজেন্দ্রপ্রসাদ
- গোয়া ভারত ভুক্ত হয় -
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
- উর্দু কোন রাজ্যের প্রধান সরকারী ভাষা -
(ক) তামিলনাড়ু
(খ) উত্তরাখণ্ড
(গ) বিহার
(ঘ) জম্মু ও কাশ্মীর
উত্তরঃ (ঘ) জম্মু ও কাশ্মীর
- জহরলাল নেহেরুর মন্ত্রিসভায় পুনর্বাসন মন্ত্রী ছিলেন -
(ক) বল্লভ ভাই প্যাটেল
(খ) বি আর আম্বেদকর
(গ) মোহনলাল সাক্সেনা
(ঘ) চিন্তামন দেশমুখ
উত্তর : (গ) মোহনলাল সাক্সেনা
- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন -
(ক) লর্ড মাউন্টব্যাটেন
(খ) জহরলাল নেহরু
(গ) চক্রবর্তী রাজাগোপালাচারী
(ঘ)সর্দার বল্লভ ভাই প্যাটেল
উত্তরঃ (ক) লর্ড মাউন্টব্যাটেন
- পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন -
(ক) বিধানচন্দ্র রায়
(খ) অজয় মুখোপাধ্যায়
(গ) প্রফুল্ল ঘোষ
(ঘ) প্রফুল্ল চন্দ্র সেন
উত্তর : (গ) প্রফুল্ল ঘোষ
- 'এ ট্রেন টু পাকিস্তান' লিখেছেন -
(ক) জহরলাল নেহেরু
(খ) ভি পি মেনন
(গ) খুশবন্ত সিং
(ঘ) সালমান রুশদি
উত্তর : (গ) খুশবন্ত সিং
- 'রাজ্য পুনর্গঠন কমিশন' তৈরি করা হয়েছিল -
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
- ভারতীয় সংবিধানে প্রথম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় -
(ক) ১২ টি ভাষাকে
(খ) ১৪ টি ভাষাকে
(গ) ১৬ টি ভাষাকে
(ঘ) ১৮ টি ভাষাকে
উত্তর : ১৪ টি ভাষাকে
- স্বতন্ত্র ভাষা ভিত্তিক অন্ধ্র প্রদেশ গঠিত হয় -
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ