LightBlog
Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - চতুর্থ অধ্যায় - সংঘবদ্ধতার গোড়ার কথা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - চতুর্থ অধ্যায় - সংঘবদ্ধতার গোড়ার কথা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২

মাধ্যমিক ইতিহাস

চতুর্থ অধ্যায়

সংঘবদ্ধতার গোড়ার কথা

বিভাগ 'খ' 


২) যেকোনো 16 টি প্রশ্নের উত্তর দাও: 


উপ বিভাগ ২.১


** একটি বাক্যে উত্তর দাও:


  • ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তর : ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং।


  • কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয় ?

উত্তর : ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে (26 জুলাই)।


  • ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? 

উত্তর: ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন


  • জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তর : জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব।


  • বাংলার 'মুকুটহীন রাজা' নামে কে পরিচিত ছিলেন ?

উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 'মুকুটহীন রাজা' নামে পরিচিত ছিলেন।


  • হিন্দুমেলার অপর নাম কি?

উত্তর: চৈত্র মেলা


  • হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন ?

হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর।


  • 'বন্দেমাতরম' সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে ?

উত্তর : 'বন্দেমাতরম' সংগীতটি 'আনন্দমঠ' উপন্যাস থেকে নেওয়া হয়েছে।


  • কোন সিপাহি প্রথম বিদ্রোহ ঘোষণা করেন?

উত্তর: মঙ্গল পান্ডে


  • 'বর্ত্তমান ভারত'কার লেখা ?

উত্তর : 'বর্ত্তমান ভারত' স্বামী বিবেকানন্দের লেখা।


  • 'গোরা' উপন্যাস কবে প্রকাশিত হয়?

উত্তর : 'গোরা' উপন্যাস প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে।


  • স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখ? 

উত্তর: বর্তমান ভারত ও পরিব্রাজক


  • গগেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ব্যাংক কোন চিত্রের নাম লেখ।

উত্তর : গগেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি বিখ্যাত ব্যঙ্গ চিত্রের হলো 'শিক্ষার কারখানা' ।


 উপ বিভাগ: ২.২


সত্য বা মিথ্যা নির্ণয় করোঃ 


  • মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি।

উত্তর : মিথ্যা


  • বিদ্রোহী সেপাইরা দিল্লি দখল করে করে নেয় এবং মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ কে ভারতের সম্রাট বলে ঘোষণা করে।

উত্তর: সত্য


  • সিপাহী বিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল ।

উত্তর : মিথ্যা


  • ১৮৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। 

উত্তর: সত্য


  • বি ডি সভারকর বিদ্রোহকে ভারতের 'প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলেছেন।

উত্তর : সত্য


  • ভারত সভার নেতৃবৃন্দের উদ্যোগ কলকাতায় ১৮৮৩ সালে সর্বভারতীয় জাতীয় সম্মেলন নামে মহাসভা অনুষ্ঠিত হয়। 

উত্তর: সত্য


  • সিপাহী বিদ্রোহের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে।

উত্তর : সত্য


  • 'সংবাদ প্রভাকর' পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।

উত্তর : সত্য


  • 'গোরা' উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থ করেছিলেন।

উত্তর : মিথ্যা


  • বিপ্লবী অরবিন্দ ঘোষ বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। 

উত্তর: সত্য


আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close