LightBlog
Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - চতুর্থ অধ্যায় - সংঘবদ্ধতার গোড়ার কথা - ব্যাখ্যা নির্বাচন ও স্তম্ভ মেলানো উত্তরসহ - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - চতুর্থ অধ্যায় - সংঘবদ্ধতার গোড়ার কথা - ব্যাখ্যা নির্বাচন ও স্তম্ভ মেলানো উত্তরসহ - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২

মাধ্যমিক ইতিহাস

চতুর্থ অধ্যায়

সংঘবদ্ধতার গোড়ার কথা

 উপ বিভাগ ২.৩


** ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও:


ক স্তম্ভ

খ স্তম্ভ

২.৩.১) লর্ড ক্যানিং        

ক) প্রথম ভাইসরয়

২.৩.২) লর্ড লিটন          

খ) ইলবার্ট বিল

২.৩.৩) লর্ড রিপন           

গ) ভারত শাসন আইন

২.৩.৪) ব্রিটিশ পার্লামেন্ট

ঘ) অস্ত্র আইন

 

উত্তর : ..) লর্ড ক্যানিং- ) প্রথম ভাইসরয়

..) লর্ড লিটন - ) অস্ত্র আইন

..) লর্ড রিপন - ) ইলবার্ট বিল

..) ব্রিটিশ পার্লামেন্ট - ) ভারত শাসন আইন

 

স্তম্ভ

স্তম্ভ

..) 1836 খ্রিস্টাব্দে                    

ক) জমিদার সভা

..) 1843 খ্রিস্টাব্দে                     

খ) বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া

..) 1838 খ্রিস্টাব্দে                  

গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

..) 1867 খ্রিস্টাব্দে                  

ঘ) হিন্দু মেলা

 

উত্তর  : ..) 1836 খ্রিস্টাব্দে - গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

..) 1843 খ্রিস্টাব্দে - খ) বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া

..) 1838 খ্রিস্টাব্দে - ক) জমিদার সভা

..) 1867 খ্রিস্টাব্দঘ) হিন্দু মেলা

 

স্তম্ভ

স্তম্ভ

..) হিন্দু মেলা                         

ক) কর্নেল অলকট

..) ভারত সভা                       

খ) নবগোপাল মিত্র

..) ইন্ডিয়া লিগ                      

গ) শিশির কুমার ঘোষ

..) থিওসফিক্যাল সোসাইটি    

ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 

উত্তর : ..) হিন্দু মেলাখ) নবগোপাল মিত্র

..) ভারত সভা ক) কর্নেল অলকট

..) ইন্ডিয়া লিগঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

..) থিওসফিক্যাল সোসাইটিগ) শিশির কুমার ঘোষ

 

স্তম্ভ

স্তম্ভ

..) আনন্দমঠ

ক) স্বামী বিবেকানন্দ

..) বর্ত্তমান ভারত                           

খ) গগনেন্দ্রনাথ ঠাকুর

..) গোরা   

গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

..) অদ্ভুত লোক                             

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

উত্তর :..) আনন্দমঠগ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

..) বর্ত্তমান ভারতক) স্বামী বিবেকানন্দ

..) গোরাঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

..) অদ্ভুত লোকখ) গগনেন্দ্রনাথ ঠাকুর


উপ বিভাগ: ২.৫


** নিম্ন লিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন কর:


২.৫.১) বিবৃতি: ১৮৫৭ এর বিদ্রোহী বিদ্রোহীরা দ্বিতীয় বাহাদুর শাহ কে ভারতের সম্রাট বলে ঘোষণা করে। 

ব্যাখ্যা ১: বিদ্রোহীরা ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চেয়েছিলেন। 

ব্যাখ্যা ২: দ্বিতীয় বাহাদুর শাহ মোগল সম্রাট হয়ে ১৮৫৭ এর সিপাহী বিদ্রোহ যোগ দিতে রাজি হয়েছিলেন। 

ব্যাখ্যা ৩: দ্বিতীয় বাহাদুর শাহ বিদ্রোহী সঠিক নেতৃত্ব দিতে পারেন।

উত্তর: ব্যাখ্যা ১: বিদ্রোহীরা ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চেয়েছিলেন।


২.৫.২) বিবৃতি: উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয়। 

ব্যাখ্যা ১: উনিশ শতকের ভারতে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে। 

ব্যাখ্যা ২: ড. অনিল উনিশ শতককে সভা সমিতির যুগ বলে ঘোষণা করেন। 

ব্যাখ্যা ৩: উনিশ শতকের সভা-সমিতি গুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল জাতীয় কংগ্রেস। 

উত্তর: ব্যাখ্যা ১: উনিশ শতকের ভারতে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে। 


২.৫.৩) বিবৃতি: আধুনিক ভারতের ভারত সভার অবদান অসামান্য। 

ব্যাখ্যা ১: ভারত সভা নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটায়। 

ব্যাখ্যা ২: ভারত সভা জমিদারদের স্বার্থ রক্ষার চেষ্টা করে। 

ব্যাখ্যা ৩: ভারত সভা ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানোর উদ্যোগ নেয়। 

উত্তর: ব্যাখ্যা ৩: ভারত সভা ভারতের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানোর উদ্যোগ নেয়। 


২.৫.৪) বিবৃতি: অবনীন্দ্রনাথ তাঁর আঁকা ভারতমাতা চরিত্রে অস্ত্র রাখেননি। 

ব্যাখ্যা ১: হিন্দু দেবী লক্ষ্মীর হাতে অস্ত্র ছিল না। 

ব্যাখ্যা ২: অবনীন্দ্রনাথ স্বদেশপ্রেমের ভাবনা থেকে সন্ত্রাসবাদকে দূরে রাখতে চেয়েছিলেন। 

ব্যাখ্যা ৩: ভারতমাতা চিত্রটির ছিল স্বদেশ প্রেমের প্রতীক। 

উত্তর: ব্যাখ্যা ২: অবনীন্দ্রনাথ স্বদেশপ্রেমের ভাবনা থেকে সন্ত্রাসবাদকে দূরে রাখতে চেয়েছিলেন। 


২.৫.৫) বিবৃতি : 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে 'জাতীয় বিদ্রোহ' বলা যায় না।

ব্যাখ্যা : (১) এই বিদ্রোহের সমাজের সমস্ত শ্রেনির মানুষ যোগ দেয়নি।

ব্যাখ্যা : (২) এই বিদ্রোহ জাতীয়তাবাদ বিরোধী ছিল।

ব্যাখ্যা : (৩) এই বিদ্রোহে সামন্ত প্রভুদের দাপট ছিল।

উত্তর : ব্যাখ্যা : (১) এই বিদ্রোহের সমাজের সমস্ত শ্রেনির মানুষ যোগ দেয়নি।


২.৫.৬) বিবৃতি  : মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়।

ব্যাখ্যা : (১) সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করা অপরাধে।

ব্যাখ্যা : (২) 'মোগল সম্রাট' উপাদী খর্ব করার জন্য।

ব্যাখ্যা : (৩) তিনি ইংরেজদের সমান্তরালের সরকার পরিচালনা করেছিলেন বলে।

উত্তর : ব্যাখ্যা : (১) সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করা অপরাধে।


২.৫.৭) বিবৃতি : মহাবিদ্রোহের সময় শিক্ষিত বাঙালির সমাজ নিজেদেরকে বিদ্রোহক থেকে দূরে রেখেছিল ।

ব্যাখ্যা : (১) বিদ্রোহীদের মধ্যে জাতীয় স্বার্থের অভাব ছিল।

ব্যাখ্যা : (২) বিদ্রোহের প্রতি তাদের আস্থা ছিল না ।

ব্যাখ্যা : (৩) শ্রেণীগত স্বার্থের কারণে তাঁরা ব্রিটিশদের সমর্থন করেছিল।

উত্তর : (৩) শ্রেণীগত স্বার্থের কারণে তাঁরা ব্রিটিশদের সমর্থন করেছিল।


২.৫.৮) বিবৃতি : বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান।

ব্যাখ্যা : (১) এই সবাই ইংরেজ-বিরোধী আন্দোলনে পরিকল্পনা গৃহীত হয়।

ব্যাখ্যা : (২) এ সভায় পাশ্চাত্য সভা ও খ্রিস্টধর্ম সমালোচিত হয়।

ব্যাখ্যা : (৩) এই সভায় ধর্ম সম্পর্কিত আলোচনার পরিবর্তে রাজনৈতিক সমস্যাকে গুরুত্ব দেওয়া হয়েছিল।

উত্তর : (৩) এই সভায় ধর্ম সম্পর্কিত আলোচনার পরিবর্তে রাজনৈতিক সমস্যাকে গুরুত্ব দেওয়া হয়েছিল।


২.৫.৯) বিবৃতি : 1876 খ্রিষ্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেন ।

ব্যাখ্যা : (১) ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন করার জন্য।

ব্যাখ্যা : (২) বিভিন্ন জাতি-গোষ্ঠীর মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করে জাতীয় আন্দোলন পরিচালনা করার জন্য।

ব্যাখ্যা : (৩) ব্রিটিশ কর্তৃক কর্মচ্যুত হয়ে নিজেকে কর্মব্যস্ত রাখার জন্য। 

উত্তর : ব্যাখ্যা : (২) বিভিন্ন জাতি-গোষ্ঠীর মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করে জাতীয় আন্দোলন পরিচালনা করার জন্য।


আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close