মাধ্যমিক ইতিহাস
চতুর্থ অধ্যায়
সংঘবদ্ধতার গোড়ার কথা
বিভাগ 'ক'
সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখ :
- ঝাঁসির রানী বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন -
(ক) এফ উইলিয়ামস
(খ) স্যার হ্যাভলক
(গ) স্যার হিউরোজ
(ঘ) আর্ল স্ট্যানলি
উত্তর : স্যার হিউরোজ
- বিখ্যাত ঔপনিবেশিক ব্যঙ্গচিত্র শিল্পী ছিলেন কোন্ চিত্রকার? -
(ক) গগনেন্দ্রনাথ ঠাকুর
(খ) হেমেন্দ্রনাথ ঠাকুর
(গ) বলেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) নন্দলাল ঠাকুর
উত্তরঃ (ক) গগনেন্দ্রনাথ ঠাকুর
- মহাবিদ্রোহকে 'সিপাহী বিদ্রোহ' বলে অভিহিত করেছেন এমন একজন ইংরেজ লেখকের নাম -
(ক) ভিনসেন্ট স্মিথ
(খ) এডমান্ড বার্ক
(গ) জন কে
(ঘ) কেউ নয়
উত্তর : (গ) জন কে
- সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন -
(ক) তাঁতিয়া টোপি
(খ) রানি লক্ষ্মীবাঈ
(গ) নানা সাহেব
(ঘ) মঙ্গল পান্ডে
উত্তরঃ (ঘ) মঙ্গল পান্ডে
- 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কে 'ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলে ছিলেন -
(ক) সুভাষচন্দ্র বসু
(খ) রাজবিহারী বসু
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) বি ডি সাভারকার
উত্তর : (ঘ) বি ডি সাভারকার
- কাকে ' বাংলার মুকুটহীন রাজা ' বলা হয় -
(ক) মনমাহোন ঘোষ
(খ) রামমোহন ঘোষ
(গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায়
(ঘ) কেশবচন্দ্র সেন
উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায়
- মহারানীর ঘোষণাপত্র (1858) অনুযায়ী ভারতের 'রাজ প্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন' -
(ক) লর্ড ডালহৌসি
(খ) লর্ড বেন্টিঙ্ক
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর : (খ) লর্ড ক্যানিং
- লক্ষ্মীবাঈ সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন -
(ক) বাংলায়
(খ) কানপুরে
(গ) ঝাঁসিতে
(ঘ) বিহারে
উত্তরঃ (গ) ঝাঁসিতে
- ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে -
(ক) 1947 খ্রিস্টাব্দে
(খ) 1858 খ্রিস্টাব্দে
(গ) 1855 খ্রিস্টাব্দে
(ঘ) 1959 খ্রিস্টাব্দে
উত্তর : (খ) 1858 খ্রিস্টাব্দে
- 'বন্দেমাতরম্' সংগীতটি নেওয়া হয়েছে -
(ক) আনন্দমঠ উপন্যাস থেকে
(খ) রাজসিংহ উপন্যাস থেকে
(গ) দুর্গেশনন্দিনী উপন্যাস থেকে
(ঘ) দেবী চৌধুরানি উপন্যাস থেকে
উত্তরঃ (ক) আনন্দমঠ উপন্যাস থেকে
- ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল -
(ক) ভারত সভা
(খ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
(গ) ভারতের জাতীয় কংগ্রেস
(ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
উত্তর : (ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
- ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল -
(ক) জমিদার সভা
(খ) হিন্দু মেলা
(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(ঘ) ভারত সভা
উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
- 'আত্মীয়সভা' প্রতিষ্ঠা করেন -
(ক) দ্বারকানাথ ঠাকুর
(খ) রামমোহন রায়
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (খ) রামমোহন রায়
- জমিদার সভার সভাপতি ছিলেন -
(ক) দ্বারকানাথ ঠাকুর
(খ) প্রসন্নকুমার ঠাকুর
(গ) রাজকমল সেন
(ঘ) রাধাকান্ত দেব
উত্তরঃ (ঘ) রাধাকান্ত দেব
- সর্ব প্রথম সর্বভারতীয় রাজনৈতিক আন্দোলনের সূচনা যাঁর হাত ধরে হয়, তিনি হলেন -
(ক) দাদাভাই নওরোজি
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) রাজা রামমোহন রায়
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : (গ) রাজা রামমোহন রায়
- 'বর্তমান ভারত' রচনা করেন -
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (ঘ) স্বামী বিবেকানন্দ
- 'ভারত সভা' -র প্রথম সভাপতি ছিলেন -
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) আনন্দমোহন বসু
(গ) রেভা. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর : (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি উল্লেখযোগ্য চিত্র হল -
(ক) অদ্ভুত লোক
(খ) ভারত মাতা
(গ) বিরূপ বজ্র
(ঘ) নয়াহুল্লোড়
উত্তরঃ (গ) ভারত মাতা
- 'ভারত সভা'র কার্যক্রমে যুক্ত ছিলেন -
(ক) কেশবচন্দ্র সেন
(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
- 'রাষ্ট্রগুরু' বলা হয় -
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায়
(ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায়
- 'বন্দে মাতারম' সংগীতটি যে-উপন্যাস থেকে নেওয়া হয়েছে, সেটি হল -
(ক) গোরা
(খ) সীতারাম
(গ) পথের দাবী
(ঘ) আনন্দমঠ
উত্তর : (ঘ) আনন্দমঠ
- বঙ্কিমচন্দ্রেকে 'স্বদেশিকতার গুরু' আখ্যা দিয়েছেন -
(ক) কেশবচন্দ্র সেন
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) শ্রীঅরবিন্দ ঘোষ
উত্তর : (ঘ) শ্রীঅরবিন্দ ঘোষ
- 'ভারতমাতা' চিত্রটি আঁকেন -
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) নন্দলাল বসু
উত্তর : (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
- ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট ছিলেন -
(ক) গগেন্দ্রনাথ ঠাকুর
(খ) অনুপ সেন
(গ) শংকর ব্যানার্জি
(ঘ) চন্ডী লাহিড়ি
উত্তর : (ক) গগেন্দ্রনাথ ঠাকুর
- এখানে আলাদা গোত্রের উপাদানটি হল -
(ক) বর্তমান ভারত
(খ) গোরা
(গ) আনন্দমঠ
(ঘ) ভারতমাতা
উত্তর : (ঘ) ভারতমাতা
আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ