মাধ্যমিক ইতিহাস
সপ্তম অধ্যায়
বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তীক জনগোষ্ঠীর আন্দোলন ঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
বিভাগ 'খ'
২) যেকোনো 16 টি প্রশ্নের উত্তর দেও(প্রতিটি উপরিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপ বিভাগ: ২.১
একটি বাক্যে উত্তর দাও :
- 'ভারতমাতার' চিত্রটি অঙ্কন করেন ?
উত্তর : অবনীন্দ্রনাথ ঠাকুর 'ভারতমাতা' চিত্র টি অঙ্কন করেন ।
- 'বীরাষ্টমী ব্রত' কে প্রবর্তন করেন ?
উত্তর : 'বীরাষ্টমী ব্রত' প্রবর্তন করেন সরলা দেবী চৌধুরানী ।
- 'বঙ্গলক্ষ্মীর ব্রতকথা' কে রচনা করেন ?
উত্তর : 'বঙ্গলক্ষ্মীর ব্রতকথা' রচনা করেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ।
- 'ভারতের নাইটিঙ্গেল' বা 'ভারতের বুলবুল' নামে কে পরিচিত ?
উত্তর : সরোজিনী নাইডু 'ভারতের নাইটিঙ্গেল' নামে পরিচিত ।
- 'বি-আম্মা' নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: 'বি-আম্মা'নামে পরিচিত ছিলেন আবাদি বানু বেগম ।
- 'ভয়েস অফ ফ্রিডম' কে, কোথায় প্রতিষ্ঠা করেন ?
উত্তর : ঊষা মেহতা বোম্বাই-এ 'ভয়েস অব ফ্রিডম' প্রতিষ্ঠা করেন।
- 'গান্ধীবুড়ি' নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর : মাতঙ্গিনী হাজরা 'গান্ধীবুড়ি' নামে পরিচিত ছিলেন ।
- লীলা নাগ (রায়) কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর : লীলা নাগ (রায়) দিপালী সংঘের সঙ্গে যুক্ত ছিলেন ।
- ঝাঁসির রানী ব্রিগেডের অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তর : ঝাঁসির রানী ব্রিগেডের প্রধান কে ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন ।
- 'অ্যান্টি সার্কুলার সোসাইটি' কে গঠন করেন ?
উত্তর : 'অ্যান্টি সার্কুলার সোসাইটি' গঠন করেন শচীন্দ্র প্রসাদ বসু ।
- কলকাতায় 'রশিদ আলী দিবস' কবে পালিত হয় ?
উত্তর : কলকাতায় 'রশিদ আলী দিবস' পালিত হয় ১৯৪৬ খ্রিস্টাব্দে ১২ ফেব্রুয়ারি ।
- গান্ধীর কাছে 'হরিজন' কথার অর্থ কি ?
উত্তর : গান্ধীর কাছে 'হরিজন' কথার অর্থ ছিল ঈশ্বরের সন্তান ।
- দলিত আন্দোলনের প্রথম পর্বের দুজন নেতার নাম লেখো ?
উত্তর : দলিত আন্দোলনের প্রথম পর্বের দুজন নেতা হলেন জ্যোতিবা ফুলে, শ্রী নারায়ণ গুরু ।
- কে তার শিষ্যদের 'মতুয়া' বলে সম্বোধন করেন ?
উত্তর : শ্রী হরিচাঁদ ঠাকুর তাঁর শিষ্যদের 'মতুয়া' বলে সম্বোধন করেন ।
- গুরুচাঁদ ঠাকুরের মৃত্যুর পর কে নমঃশূদ্র আন্দোলনের নেতৃত্ব দেন ?
উত্তর : গুরুচাঁদ ঠাকুরের মৃত্যুর পর প্রথমরঞ্জন ঠাকুর নমঃশূদ্র আন্দোলনের নেতৃত্ব দেন ।
সত্য বা মিথ্যা নির্ণয় করো :
মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী ।
উত্তর : মিথ্যা
'গোলদিঘির গোলামখানা' বলা হত প্রেসিডেন্সি কলেজকে ।
উত্তর : মিথ্যা
ডিনামাইট ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন কল্পনা দত্ত ।
উত্তর : সত্য
'অলিন্দ যুদ্ধ' পরিচালনা করে বেঙ্গল ভলান্টিয়ার্স দল।
উত্তর : সত্য
গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যতভাবে মোহাম্মদ গান্ধী 'হরিজন আন্দোলন' পরিচালনা করেন ।
উত্তর : মিথ্যা
১৯১১খ্রিস্টাব্দের লোক গণনায় নমঃশূদ্ররা চন্ডাল নামে পরিচিতি লাভ করেন ।
উত্তর : সত্য
আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ