LightBlog
Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - সপ্তম অধ্যায় - বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - সপ্তম অধ্যায় - বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২

 মাধ্যমিক ইতিহাস

সপ্তম অধ্যায়

বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ


বিভাগ ক


সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : 


  • বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল -

১৯০৪ খ্রিস্টাব্দে

১৯০৫ খ্রিস্টাব্দে

১৯০৬ খ্রিস্টাব্দে

১৯১১ খ্রিস্টাব্দে

উত্তর : ১৯০৫ খ্রিস্টাব্দে


  •  গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন -

(ক) মাতঙ্গিনী হাজরা 

(খ) সরোজিনী নাইডু 

(গ) বীণা দাস 

(ঘ) কস্তুরবা গান্ধী

উত্তরঃ (ক) মাতঙ্গিনী হাজরা


  • নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন -

উর্মিলা দেবী

বাসন্তী দেবী

লীলা রায়

কল্পনা দত্ত

উত্তর : বাসন্তী দেবী


  • বুড়ি বালামের যুদ্ধে অংশ নেন -  

(ক) সূর্য সেন 

(খ) ভগৎ সিং 

(গ) বাঘা যতীন 

(ঘ) অরবিন্দ ঘোষ

উত্তরঃ (গ) বাঘা যতীন


  • আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন -

বীণা দাস

কমলাদেবী চট্টোপাধ্যায়

রোকেয়া সাখাওয়াত হোসেন

কল্পনা দত্ত

উত্তর : কমলাদেবী চট্টোপাধ্যায়


  •  'মাস্টারদা' নামে পরিচিত ছিলেন - 

(ক) বাদল গুপ্ত 

(খ) অনন্ত সেন 

(গ) সূর্য সেন 

(ঘ) রশিদ আলী

উত্তরঃ (গ) সূর্য সেন


  • মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে -

তমলুক

সুতাহাটা

বরিশাল

পুরুলিয়া

উত্তর : তমলুক


  • গদর পার্টি প্রতিষ্ঠা করেন -

(ক) লালা হরদয়াল 

(খ) সুফি অন্বা প্রসাদ 

(গ) অজিত সিং 

(ঘ) শ্যামজি কৃষ্ণবর্মা

উত্তরঃ (ক) লালা হরদয়াল


  • দিপালী সংঘ প্রতিষ্ঠা করেন -

লীলা রায়

কল্পনা দত্ত

বীণা দাস

বাসন্তী দেবী

উত্তর : লীলা রায়


  • দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন -

(ক) জ্যোতিবা ফুলে 

(খ) গোপালহরি দেশমুখ 

(গ) বীরেশলিঙ্গম পান্তুলু 

(ঘ) গোবিন্দ রানার রাণাডে

উত্তরঃ (গ) বীরেশলিঙ্গম পান্তুলু


  • সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দল -

অনুশীলন সমিতি

গদর পার্টি

ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

বেঙ্গল ভলেন্টিয়ার

উত্তর : ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি


  • ভারতের বিপ্লবী বাদের জননী বলা হয় -

(ক) সরোজিনী নাইডুকে 

(খ) মাদাম কামাকে 

(গ) প্রীতিলতা ওয়াদ্দেদারকে 

(ঘ) কল্পনা দত্তকে

উত্তরঃ (খ) মাদাম কামাকে


  • অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন -

সতীশচন্দ্র বসু

শচীন্দ্রপ্রসাদ বসু

প্রমথনাথ বসু

হেমচন্দ্র সরকার

উত্তর : শচীন্দ্রপ্রসাদ বসু


  • চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন -

ভগৎ সিং

বিনয় বসু

সূর্যসেন

রাজবিহারী বসু

উত্তর : সূর্যসেন


মতুয়া ধর্মের প্রবর্তন করেন -

(ক) গুরুচাঁদ ঠাকুর 

(খ) প্রমোদরঞ্জন ঠাকুর 

(গ) হরিচাঁদ ঠাকুর 

(ঘ) বীনাপানি ঠাকুর

উত্তরঃ (গ) হরিচাঁদ ঠাকুর


  • দলিতদের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছেন -

বি আর আম্বেদকর

রাজবিহারী বসু

মহাত্মা গান্ধী

যোগেন্দ্রনাথ মণ্ডল

উত্তর : মহাত্মা গান্ধী


আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close