মাধ্যমিক ইতিহাস
উপবিভাগ - ২.৩
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
২.৩.১) ১৯২৮ খ্রিস্টাব্দে |
(ক) লাহোর ষড়যন্ত্র মামলা |
২.৩.২) ১৯২৯ খ্রিস্টাব্দে |
(খ) পুনা চুক্তি |
২.৩.৩) ১৯৩২ খ্রিস্টাব্দে |
(গ) সূর্যসেনর ফাঁসি |
২.৩.৪) ১৯৩৪ খ্রিস্টাব্দে |
(ঘ) সন্ডর্স হত্যা |
উত্তরঃ ২.৩.১) ১৯২৮ খ্রিস্টাব্দে - (খ) পুনা চুক্তি
২.৩.২) ১৯২৯ খ্রিস্টাব্দে - (গ)
সূর্যসেনর ফাঁসি
২.৩.৩) ১৯৩২ খ্রিস্টাব্দে -
(ঘ) সন্ডর্স হত্যা
২.৩.৪) ১৯৩৪ খ্রিস্টাব্দে -
(ক) লাহোর ষড়যন্ত্র মামলা
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
২.৩.১) প্রীতিলতা ওয়াদ্দেদার |
(ক) মতুয়া সম্প্রদায় |
২.৩.২) শচীন্দ্র প্রসাদ বসু |
(খ) ঝাঁসির রানী ব্রিগেড |
২.৩.৩) লক্ষী স্বামীনাথন |
(গ) অ্যান্টি সার্কুলার সোসাইটি |
২.৩.৪) হরিচাঁদ ঠাকুর
|
(ঘ) চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব
আক্রমণ |
উত্তর :
২.৩.১) প্রীতিলতা ওয়াদ্দেদার - (ঘ) চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ
২.৩.২) শচীন্দ্র প্রসাদ বসু - (গ)
অ্যান্টি সার্কুলার সোসাইটি
২.৩.৩) লক্ষী স্বামীনাথন - (খ) ঝাঁসির রানী ব্রিগেড
২.৩.৪) হরিচাঁদ ঠাকুর - (ক) মতুয়া সম্প্রদায়
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
২.৩.১) অ্যান্টি সার্কুলার সোসাইটি |
(ক) সূর্যসেন |
২.৩.২) বেঙ্গল ভলান্টিয়ার্স |
(খ) বিনয় বসু |
২.৩.৩) অলিন্দ যুদ্ধ |
(গ) শচীন্দ্র প্রসাদ বসু |
২.৩.৪) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন |
(ঘ) হেমচন্দ্র ঘোষ |
উত্তর :
২.৩.১) অ্যান্টি সার্কুলার সোসাইটি
- (গ) শচীন্দ্র প্রসাদ বসু
২.৩.২) বেঙ্গল ভলান্টিয়ার্স - (ঘ) হেমচন্দ্র ঘোষ
২.৩.৩) অলিন্দ যুদ্ধ - (খ) বিনয় বসু
২.৩.৪) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
- (ক) সূর্যসেন
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
২.৩.১) বীরাষ্টমী ব্রত |
(ক) মুথুলক্ষ্মী রেড্ডি |
২.৩.২) দেবদাসী প্রথা বিলোপ |
(খ) কল্পনা দত্ত |
২.৩.৩) ভয়েস অফ ফ্রিডম |
(গ) সরলা দেবী চৌধুরানী |
২.৩.৪) ডিনামাইট ষড়যন্ত্র |
(ঘ) উষা মেহতা |
উত্তর :
২.৩.১) বীরাষ্টমী ব্রত - (গ) সরলা দেবী চৌধুরানী
২.৩.২) দেবদাসী প্রথা বিলোপ - (ক) মুথুলক্ষ্মী রেড্ডি
২.৩.৩) ভয়েস অফ ফ্রিডম - (ঘ) উষা মেহতা
২.৩.৪) ডিনামাইট ষড়যন্ত্র - (খ) কল্পনা দত্ত
উপ বিভাগ: ২.৫
** নিম্ন লিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন করঃ
বিবৃতি : ভারতের নারীরা জাতীয় আন্দোলনে অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়।
ব্যাখ্যা ১ : কারণ তারা গান্ধীজীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
ব্যাখ্যা ২ : কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারা অনুপ্রাণিত হয়েছিল।
ব্যাখ্যা ৩ : কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল।
উত্তর : ব্যখ্যা ৩ : কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল।
বিবৃতিঃ সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন।
ব্যাখ্যা ১ তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানো।
ব্যাখ্যা ২ তাঁর উদ্দেশ্য ছিল দরিদ্রদের দান করা।
ব্যাখ্যা ৩ উদ্দেশ্য ছিল লক্ষীদেবীর পূজার আয়োজন করা।
উত্তরঃ ব্যাখ্যা ১ তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানো।
বিবৃতি : সরলা দেবী চৌধুরানী লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন।
ব্যাখ্যা ১ : শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ।
ব্যাখ্যা ২ : আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।
ব্যাখ্যা ৩ : স্বদেশী পণ্য বিক্রির জন্য।
উত্তর : ব্যাখ্যা ৩ : স্বদেশী পণ্য বিক্রির জন্য।
বিবৃতিঃ মাতঙ্গিনী হাজরা তে গান্ধী বুড়ি বলা হয়।
ব্যাখ্যা ১ মাতঙ্গিনী হাজরা গান্ধীজির মত বৃদ্ধ বয়সেও আন্দোলনে যোগ দিয়েছিলেন।
ব্যাখ্যা ২ মাতঙ্গিনী হাজরা গান্ধীজির অহিংস উপায় অবলম্বন করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
ব্যাখ্যা ৩ মাতঙ্গিনী হাজরা মিছিলে গুলি বিদ্ধ হওয়ার আগে গান্ধীজির জয়ধ্বনি দিচ্ছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা ২ মাতঙ্গিনী হাজরা গান্ধীজির অহিংস উপায় অবলম্বন করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
বিবৃতি : প্রীতিলতার আত্মত্যাগ তরুণীদের বিপ্লববাদের আদর্শে অনুপ্রাণিত করে।
ব্যাখ্যা ১ : তিনি দিপালী সংঘের সদস্যা ছিলেন।
ব্যাখ্যা ২ : চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সাহায্য করেন।
ব্যাখ্যা ৩ : পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে বিষ খেয়ে আত্মহত্যা করেন।
উত্তর : ব্যাখ্যা ৩ : পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে বিষ খেয়ে আত্মহত্যা করেন।
বিবৃতিঃ বিনয়-বাদল-দীনেশ অলিন্দ যুদ্ধে অংশগ্রহণ করেন।
ব্যাখ্যা ১ এই যুদ্ধে সন্ডাস সাহেব নিহত হন।
ব্যাখ্যা ২ এই যুদ্ধে জ্যাকশন সাহেব নিহত হন।
ব্যাখ্যা ৩ এই যুদ্ধে সিম্পশন সাহেব নিহত হন।
উত্তরঃ ব্যাখ্যা ৩ এই যুদ্ধে সিম্পশন সাহেব নিহত হন।
বিবৃতি : সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন।
ব্যাখ্যা ১ : সূর্যসেন জাতীয় বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
ব্যাখ্যা ২ : সূর্য সেন ছিলেন জনপ্রিয় গৃহশিক্ষক।
ব্যাখ্যা ৩ : তার ডাকনাম ছিল লিটিল মাস্টার।
উত্তর : ব্যাখ্যা ১ : সূর্যসেন জাতীয় বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
বিবৃতিঃ সূর্যসেন ফাঁসিতে প্রাণ বিসর্জন দেন।
ব্যাখ্যা ১ তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন।
ব্যাখ্যা ২ তিনি অলিন্দ যুদ্ধে অংশ নেন।
ব্যাখ্যা ৩ তিনি আলিপুর বোমা মামলায় অভিযুক্ত ছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা ১ তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন।
বিবৃতি : গান্ধীজী হরিজন আন্দোলনে সামিল হন।
ব্যাখ্যা ১ : গান্ধীজী বর্ণবৈষম্য প্রথা দূর করতে চেয়ে ছিলেন।
ব্যাখ্যা ২ : গান্ধীজী স্বাধীনতা আন্দোলনে হরিজনদের টানতে ছিলেন।
ব্যাখ্যা ৩ : তিনি হরিজনদের বিদ্রোহের পর থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ১ : গান্ধীজী বর্ণবৈষম্য প্রথা দূর করতে চেয়ে ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ