LightBlog
WB Class 9 Life Science Second Exam Suggestion Download PDF 2020
Type Here to Get Search Results !

WB Class 9 Life Science Second Exam Suggestion Download PDF 2020

নবম শ্রেনী
জীবন বিজ্ঞান
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
কিছু বড়ো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন 


Life Science Full Suggestion : click here...

     WB Class 9 Life Science Second Exam Suggestion Download PDF 2020. West Bengal Class 9 Life Science 2nd Exam Suggestion Download PDF. WBBSE Class 9 Life Science Second Unit Test Suggestion Download PDF. Class 9 Life Science Second Exam Suggestion Download PDF. Class 9 Life Science Model Question Paper PDF Download WBBSE. নবম শ্রেণির জীবন বিজ্ঞানের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু বড়ো প্রশ্ন. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য জীবন বিজ্ঞানের বড়ো প্রশ্নের সাজেশন ২০২০.

     পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর জন্য জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া থেকে কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা আছে। নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য চিত্র বা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন থাকে সেগুলোর জন্য কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা আছে।

     পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় একক অভীক্ষা জন্য জৈবনিক প্রক্রিয়ার জন্য এই আর্টিকেলে শুধুমাত্র প্রশ্নগুলি দেওয়া আছে। তবে এই প্রশ্নগুলো উত্তর সহ নিতে গেলে এই পোষ্টের একদম শেষে কিছু পিডিএফ লিংক দেয়া আছে যেগুলি থেকে খুব সামান্য পেমেন্ট করে প্রশ্ন উত্তরসহ পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন।

  1. মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো - (১) গ্রাসনালী (২) পাকস্থলী (৩) ক্ষুদ্রান্ত (৪) বৃহদন্ত্র
  2. মানবদেহে নেফ্রনের চিহ্নিত চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো - (১) বাওম্যান ক্যাপসুল (২) হেনলির লুপ (৩) সংগ্রাহী নালি (৪) গ্লোমেরুলাস
  3. মানুষের রেচন তন্ত্রের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো - (১) বৃক্ক (২) গবিনী (৩) রেনাল ধনী (৪) মূত্রাশয়
  4. মানবদেহের হৃদপিন্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো - (১) ডান অলিন্দ (২) ফুসফুসীয় শিরা (৩) দ্বিপত্র কপাটিকা (৪) অন্ত:নিলয় পর্দা
  5. মানুষের বৃক্কের লম্বচ্ছেদ এর চিত্র অঙ্কন করে যে কোন চারটি অংশ চিহ্নিত করো।
  6. রসের উৎস সম্পর্কিত ডিক্সন ও জলির মতবাদটি ব্যাখ্যা করো।
  7. শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য লেখ।
  8. রক্ত তঞ্চনের বিভিন্ন ধাপ গুলি উল্লেখ করো।
  9. স্বভোজী ও পরভোজী পুষ্টি বলতে কি বোঝো উদাহরণসহ লেখ।
  10. সালোকসংশ্লেষ ও শ্বসন পরস্পরকে বিপরীতমুখী প্রক্রিয়া বলা হয় কেন? শ্বসন ও দহনের মধ্যে প্রধান তিনটি পার্থক্য লেখ।
  11. সবাত শ্বসনের প্রধান পর্যায়টি সংক্ষেপে বর্ণনা করো।
  12. সালোকসংশ্লেষের আলোক দশা গুলি সংক্ষেপে বর্ণনা করো।
  13. গ্লাইকোলাইসিসকে EMP পথ বলা হয় কেন? এর পর্যায়ে গুলি ছকের সাহায্যে উল্লেখ করো।
  14. উদ্ভিদের যে কোন পাঁচটি রেচন পদার্থের নাম লেখ এবং তার উৎস ও একটি কার্যকরী গুরুত্ব লেখ।
  15. ছকের সাহায্যে উদ্ভিদ পুষ্টি শ্রেণীবিভাগ উদাহরণসহ উল্লেখ করো।
  16. সালোকসংশ্লেষের আলোক নির্ভর দশার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
  17. সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে প্রধান পাঁচটি পার্থক্য লেখ।
  18. শিরা ও ধমনীর মধ্যে প্রধান পাঁচটি পার্থক্য লেখ।
  19. কেলভিন চক্র এর বিক্রিয়া গুলি শব্দ ছকের মাধ্যমে দেখাও।
  20. সালোকসংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লেখো। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কাঁচামাল হিসাবে সূর্যালোক, জল ও কার্বন ডাই অক্সাইডের ভূমিকা লেখ।
  21. সন্ধান বলতে কি বোঝো? সন্ধানে তিনটি অর্থকারী গুরুত্ব লেখ।
  22. মুক্ত সংবহন ও বদ্ধ সংবহন কাকে বলে উদাহরণসহ লেখ। রক্তের শ্রেণীবিভাগ এর দুটি গুরুত্ব লেখ।

History Full Suggestion : click here...

Geography Full Suggestion : click here...

Life Science Full Suggestion : click here...

Physical Science Full Suggestion : click here...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close