পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
নবম শ্রেনী
ইতিহাস সাজেশন
দ্বিতীয় একক অভীক্ষার জন্য
কিছু বড়ো গুরুত্বপূর্ণ প্রশ্ন
West Bengal class nine history second evolution suggestion some important question 2020. WB Class 9 History Second Exam Suggestion 2020. WBBSE Class 9 History Second Unit Test Suggestion 2020. Class 9 History Second Exam Suggestion Download PDF 2020. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নবম শ্রেণির ইতিহাসের দ্বিতীয় একক অভীক্ষা জন্য কিছু বিশ্লেষণধর্মী ও ব্যাখ্যা মূলক প্রশ্ন. পশ্চিমবঙ্গ নবম শ্রেণির ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর জন্য কিছু বড় প্রশ্ন. নবম শ্রেণির ইতিহাসের দ্বিতীয় ইউনিটের টেস্টের জন্য ৪ এবং ৮ 8 নম্বরের কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন.
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণির ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কিছু 4 এবং 8 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা আছে। নবম শ্রেণির ইতিহাসের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য যে তিনটি অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে সেগুলো নিম্নরূপ -
(১) ঊনবিংশ শতকের ইউরোপ
(২) শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
(৩) বিশ শতকের ইউরোপ
এখানে 4 নম্বরের অর্থাৎ বিশ্লেষণধর্মী যে প্রশ্নগুলি প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে মোট তিনটি প্রশ্ন দেওয়া হবে আর তার মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর আপনাদের করতে হবে। তারপর 8 নম্বরের অর্থাৎ ব্যাখ্যামূলক যে প্রশ্ন সেগুলি প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে মোট তিনটি প্রশ্ন দেওয়া হবে যার মধ্যে আপনাদের যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে।
নবম শ্রেণির ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর জন্য এখানে শুধুমাত্র কিছু প্রশ্ন দেয়া আছে। আর এর উত্তরসহ পিডিএফ নিতে গেলে এই আর্টিকেলের নিচের লিংকগুলো থেকে খুব সামান্য পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারেন।
বিশ্লেষণধর্মী প্রশ্ন :
- প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়লাভের কারনগুলি ব্যাখ্যা করো।
- দ্বিতীয় অহিফেন যুদ্ধ সম্পর্কে আলোচনা করো।
- জাপানের সাম্রাজ্যবাদ বিশ্লেষণ করো।
- ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা কি ছিল?
- 1929 খ্রিস্টাব্দে মহামন্দার প্রভাব আলোচনা করো।
- শিল্পজাত পণ্যের পরিবহনে সুয়েজ খালের কি ভূমিকা ছিল?
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ গুলি আলোচনা করো।
- যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলপথের ভূমিকা আলোচনা করো।
- জাতিপুঞ্জের যেকোনো দুটি বিভাগ নিয়ে আলোচনা করো।
- ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হবার কারণগুলি কি ছিল?
- মেটারনিক ব্যবস্থা কাকে বলে? মেটারনিক ব্যবস্থা ব্যর্থতার কারণগুলি কি ছিল?
- জুলাই বিপ্লবের কারণ গুলি কী ছিল?
- 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে আলোচনা করো।
- সমাজতন্ত্রের প্রসারে কাল মার্কসের ভূমিকা আলোচনা করো।
- ক্রিমিয়ার যুদ্ধের কারণ গুলি আলোচনা করো।
- "ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ছিল" - এই উক্তিটির যথার্থতা বিচার করো।
- প্যারিসের শান্তি চুক্তির (1856 খ্রিস্টাব্দে) শর্তাবলি আলোচনা করো।
- ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তগুলি আলোচনা করো।
ব্যাখ্যামূলক প্রশ্ন :
- স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি এবং তার প্রভাব পর্যালোচনা কর।
- ভার্সাই চুক্তিকে "জবরদস্তিমূলক চুক্তি" বলা হয় কেন?
- লেলিন ও তার চিন্তা সম্পর্কে আলোকপাত করে।
- ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটে তার বর্ণনা দাও।
- রুশ বিপ্লবের কারণ গুলি আলোচনা করো।
- নাৎসিবাদের উত্থানের কারণ কি ছিল?
- ভিয়েনা সম্মেলন সম্পর্কে আলোচনা করো।
- ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কীভাবে ঘটে?
- প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ লেখ।
- ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনি ও কাউন্ট ক্যাভুরের ভূমিকা লেখ।
- বিসমার্কের রক্ত ও লৌহ নীতি সম্পর্কে আলোচনা করো। তিনি কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন।
- জাতিসংঘের উদ্দেশ্য কি ছিল? জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।
History Full Suggestion : click here...
Geography Full Suggestion : click here...
Life Science Full Suggestion : click here...
Physical Science Full Suggestion : click here...
ব্রেস্ট লিটোভসেকর সন্ধি স্বাক্ষরিত হয়
উত্তরমুছুনকরে