LightBlog
West Bengal class 9 Geography second exam suggestion 2020 3/5 Marks WBBSE
Type Here to Get Search Results !

West Bengal class 9 Geography second exam suggestion 2020 3/5 Marks WBBSE


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
নবম শ্রেণী
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
ভূগোল সাজেশন
 
Class 9 Geography Second Unit Test Suggestion 

     WBBSE Class 9 Geography second unit test some important question. West Bengal class 9 Geography second exam suggestion 2020. WB Class 9 Geography second evolution some important question. মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু বড় প্রশ্ন. 


     পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ভূগোল এর দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু তিন নম্বর এবং পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা আছে। মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ভূগোল এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর জন্য যে অধ্যায়গুলি আপনাদের সিলেবাসে আছে সেগুলি হল -
প্রাকৃতিক ভূগোল : 
(১) পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়
(২) ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
(৩) আবহবিকার
আঞ্চলিক ভূগোল : 
(১) পশ্চিমবঙ্গ

     পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভূগোলের যে সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উৎপাদনে প্রশ্ন এবং দীর্ঘ উত্তর ধরনের প্রশ্ন আসে এই পোস্টে সেগুলোর কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা আছে। তবে এই প্রশ্নগুলির উত্তর সহ পিডিএফ নিতে গেলে নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো।


History Full Suggestion : click here...

Geography Full Suggestion : click here...

Life Science Full Suggestion : click here...

Physical Science Full Suggestion : click here...



সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর ধর্মী প্রশ্ন :

  1. কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য 12 ঘন্টা - ব্যাখ্যা করো।
  2. আগ্নেয় পর্বত ও লাভা মালভূমির তিনটি সাদৃশ্য লেখো।
  3. আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখ।
  4. স্তুপ পর্বত ও ক্ষয়জাত পর্বতের তিনটি পার্থক্য লেখ।
  5. মহীভাবক ও গিরিজনি আলোড়নের পার্থক্য লেখ।
  6. পৃথিবীপৃষ্ঠে অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা কি?
  7. ব্যবচ্ছিন্ন মালভূমি ও পর্বত বেষ্টিত মালভূমির তুলনা করো।
  8. পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব সম্বন্ধে লেখ।
  9. 'প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা' বলতে কী বোঝো?
  10. শিলাই মরচে ধরে কেন যুক্তিসহ ব্যাখ্যা করো।
  11. রেগোলিথ ও মৃত্তিকার পার্থক্য লেখ।
  12. ভঙ্গিল পর্বত অঞ্চলে প্রায়শই ভূমিকম্প হয় যুক্তিসহ বিচার করো।
  13. ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফল গুলি লেখ।
  14. আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থানে স্থানে বাঁকানো হয় কেন?
  15. প্রমাণ সময় ও স্থানীয় সময়ের তিনটি পার্থক্য লেখ।
  16. মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ গুলি উল্লেখ কর।
  17. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য উল্লেখ করো।
  18. পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।
  19. পেডিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য লেখ।
  20. রেগোলিথ থেকে কিভাবে মৃত্তিকা সৃষ্টি হয়?
  21. সঞ্জয়জাত ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য লেখ।
  22. পশ্চিমবঙ্গের প্রধান নদীর গতিপথের বিবরণ দাও।
  23. দ্রাঘিমা রেখার তিনটি বৈশিষ্ট্য লেখ।
  24. উন্নত ও অবনত সমভূমি কিভাবে সৃষ্টি হয় তা উদাহরণসহ লেখ।
  25. পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির তুলনামূলক আলোচনা করো।
  26. মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন?
  27. গ্রস্ত পতাকা বলতে কি বোঝো উদাহরণসহ বুঝিয়ে দাও।
  28. স্তুপ পর্বতের উৎপত্তির কারণ লেখ।
  29. অভিসারী পাত সীমানায় ভূমিকম্প হয় কেন?
  30. সক্রিয়তা অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ কর।
  31. প্লাবন সমভূমি কিভাবে গড়ে ওঠে?
  32. মানব জীবনে সমভূমির প্রভাব বর্ণনা করো।
  33. অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে প্রধান তিনটি পার্থক্য লেখ।
  34. পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব সংক্ষেপে উল্লেখ করো।
  35. উৎস অনুসারে পশ্চিমবঙ্গের নদনদী শ্রেণীবিভাগ কর।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন :

  1. নিউ ইয়র্কে (74°পশ্চিম) যখন 2014 সালের 31 ডিসেম্বর বুধবার রাত 8টা 30মিনিট মিনিট তখন কলকাতার (88°30' পূর্ব) স্থানীয় সময়, বার ও তারিখ কি কি হবে?
  2. সিডনিতে অনুষ্ঠিত (151°30 পূর্ব) অলিম্পিকে সকাল 6 টায় অনুষ্ঠিত হকি ম্যাচ দূরদর্শনে সরাসরি সম্প্রচার হয়েছিল। কলকাতায় (88°30 পূর্ব) কোন সময় সেটি দেখা গিয়েছিল?
  3. পৃথিবী তার কক্ষপথে 13 ডিগ্রী পূর্ব ও 13 ডিগ্রী উত্তর অবস্থানে 1 ঘন্টা 20 মিনিট থেমে পুনরায় আবর্তিত হলো। পৃথিবীর না থামলে, কোন দ্রাঘিমায় অবস্থান করত?
  4. সকাল 8 টার সময় গ্রিনিচ থেকে প্রচারিত কোন সংবাদ কোন একটি স্থানে দুপুর 2 টা 30 মিনিটে শোনা গেলে স্থানটি দ্রাঘিমা কত?
  5. চেন্নাই যখন সকাল 6টা 32 মিনিট নিউইয়র্ক এর সময় তখন পূর্ব রাত্রির 8টা 15 মিনিট চেন্নাইয়ের দ্রাঘিমা 80° 15 মিনিট পূর্ব হলে নিউইয়র্কের দ্রাঘিমা কত?
  6. পাত সঞ্চালন তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ আলোচনা করো।
  7. রাসায়নিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া গুলি আলোচনা করো।
  8. যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া গুলি চিত্রসহ আলোচনা কর।
  9. ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ এবং উদাহরণসহ ব্যাখ্যা করো।
  10. পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য গুলি সংক্ষেপে লেখ।
  11. পশ্চিমবঙ্গের পার্বত্য মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি তুলনামূলক বিবরণ দাও।
  12. মানুষের কার্যকলাপের ফলে কিভাবে ভৌম জলের পরিমাণ হ্রাস পাচ্ছে।
  13. পশ্চিমবঙ্গের ঋতুচক্র বর্ণনা করো।
  14. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ও স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা করো।
  15. উত্তরবঙ্গের নদনদী এবং দক্ষিণবঙ্গের নদনদীর মধ্যে পার্থক্য লেখ।

History Full Suggestion : click here...


Geography Full Suggestion : click here...

Life Science Full Suggestion : click here...

Physical Science Full Suggestion : click here...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close