পঞ্চম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র বাংলা
মডেল প্রশ্নপত্র ১
১। ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো : (যে-কোনো চারটি)
১.১ 'থুত্থড়ে' শব্দটির অর্থ - (জড়সড়ো/জ্ঞানী/নড়বড়ে)
১.২ হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো - (আরাবল্লী/আন্দিজ/রকি)
১.৩ হাবু ও তার দাদাদের পোষা মোট পশুপাখির সংখ্যা - (১৭৫/১৫০/১৭০)
১.৪ 'ফণীমনসা ও বনের পরি' - র লেখক - (বীর চট্টোপাধ্যায়/ আশোকবিজয় রাহা/ রবীন্দ্রনাথ ঠাকুর)
১.৫ হাবু থানায় গিয়েছিল - (ভোরবেলা/দুপুরবেলা/রাতের বেলা)
২। বাক্য বাড়াও : (যে কোনো তিনটি)
২.১ শীতকালে হাওয়া বইছে (কেমন হাওয়া)।
২.২ পাহাড়ের বরফ গলতে শুরু করল (কোথাকার পাহাড়)।
২.৩ হাবুর পায়রা উড়ে যাবে (কয়টি)।
২.৪ গাছের পাতা আর ফুলের কুঁড়ি ধরল (কেমন গাছে)।
৩। নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৩.১ কৈকেয়ী কয়টি বর চেয়েছিল এবং কী কী?
৩.২ ভরত স্বপ্নে কী দেখেছিল?
৪। সন্ধিবিচ্ছেদ করো : (যে কোনো একটি)
৪.১ পরিষ্কার
৪.২ সংস্কৃত
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ