LightBlog
প্রশ্নঃ অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তির ভূমিকা আলোচনা করো। HS History Suggestion WBCHSE
Type Here to Get Search Results !

প্রশ্নঃ অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তির ভূমিকা আলোচনা করো। HS History Suggestion WBCHSE

প্রশ্নঃ অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তির ভূমিকা আলোচনা করো।

প্রশ্নঃ অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তির ভূমিকা আলোচনা করো।
প্রশ্নঃ অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তির ভূমিকা আলোচনা করো।

উত্তরঃ-

কিংবদন্তিঃ-

    পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য কিংবদন্তি চরিত্র ও ঘটনাগুলি ছড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ, হারকিউলিস প্রমুখ কিংবদন্তি চরিত্রের সঙ্গে বহু কল্পকাহিনী মিশে থাকলে বাস্তবে এই সব চরিত্র যে জীবিত ছিলেন এবং তাদের জীবনে সংঘটিত কিছু কিছু ঘটনার বাস্তব অস্তিত্ব ছিল তা ঐতিহাসিকগণ স্বীকার করেছেন। HS History Question And Answer

কিংবদন্তির গুরুত্বঃ-  

     মৌখিক ইতিহাসের উপাদান হিসেবে কিংবদন্তির গুরুত্ব গুলি নিয়ে আলোচনা করা হল -

(ক) ঐতিহাসিক তথ্যের সূত্রঃ-

     বিভিন্ন কিংবদন্তির উপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সভ্যতার নিরুপন করা সম্ভব হয়। উদাহরণস্বরূপ সীতার কোট বেহুলার বাসরঘর অরুনধাপ ঢিবি টুঙ্গির শহর ঢিবি প্রভৃতি স্থানে যথাক্রমে 1968 এবং 1972 খ্রিস্টাব্দে এবং অন্যান্য স্থানগুলিতে 1978 খ্রিস্টাব্দে পরীক্ষামূলক ভাবে খনন কার্য চালিয়ে প্রাচীন বৌদ্ধবিহারের অস্তিত্ব পাওয়া গেছে। HS History Suggestion WBCHSE

(খ) আনন্দ দানঃ-

     কিংবদন্তীর ঘটনাগুলি অতীতকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে লোকসমাজকে আনন্দ দিয়ে যাচ্ছেন। কিংবদন্তিতে আনন্দদায়ক উপাদান আছে বলেই এগুলি বংশপরম্পরায় বর্তমানকালে এসে পৌঁছেছে। সেই সূত্রেই কিংবদন্তীর মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক সূত্র বর্তমানে আমরা জানতে পারি। HS History Question And Answer

(গ) শিক্ষাদানঃ-

      বর্তমানকালের মানুষকে কিংবদন্তির ঘটনাগুলি অতীতের নৈতিকতা বীরত্ব প্রভৃতি বিষয়ে তথ্য সরবরাহ করে। এগুলি থেকে বর্তমান কালের মানুষ নৈতিকতার শিক্ষা লাভ করতে পারে এবং জীবনে চলার পথে সাবধানতা অবলম্বন করতে পারে। HS History Suggestion WBCHSE

(ঘ) ঐতিহাসিক ভিত্তিঃ-

     কিংবদন্তীর কাহিনী রূপকথার কাহিনীর মত সম্পূর্ণ কাল্পনিক নয়। বহু ক্ষেত্রে কিংবদন্তির কাহিনীগুলির বাস্তব ভিত্তি আছে। বাংলার কিংবদন্তি চরিত্র হাতের কালীপুজোর ভিত্তিতে আজ একটি কালী মন্দিরকে চিহ্নিত করা হয়। HS History Question And Answer

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close