LightBlog
প্রশ্নঃ পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো? HS History Suggestion WBCHSE
Type Here to Get Search Results !

প্রশ্নঃ পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো? HS History Suggestion WBCHSE

প্রশ্নঃ পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো?

পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো?
পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো?


উত্তরঃ- সমাজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো ইতিহাস। তবে ইতিহাস গুরুত্বপূর্ণ হয়ে ওঠেতে গেলে ওই ইতিহাস অবশ্যই সংশ্লিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে রচিত হওয়া উচিত। আর এই বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে পেশাদারি শাখা আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতির মধ্যে অন্যতম।ইতিহাস থেকে আমরা অতীতের কোনো দেশ বা জাতির অতীত সম্পর্কে জানতে পারি। HS History Question And Answer

     সমাজ বিজ্ঞানের অন্যতম শাখা হিসেবে ইতিহাসের বিভিন্ন গুরুত্ব পেশাদারী সরকার সম্পর্কে নিচে আলোচনা করা হল -

(ক) অতীত কাহিনী সংরক্ষণঃ-

     অতীতে ঘটে যাওয়া কাহিনীগুলি সযত্নে সংরক্ষণ করে রাখে ইতিহাস। বিভিন্ন সভ্যতার ক্রমবিকাশ বিভিন্ন জাতির উত্থান পতন বিভিন্ন রাষ্ট্র ও রাজা বাদশার কর্মকাণ্ড প্রভৃতি সব ঘটনা ইতিহাসে সংরক্ষিত হয়। সংরক্ষিত ইতিহাসের কল্যাণকর দিক গুলি অনুসরণ করে বর্তমান প্রজন্ম সুপথে পরিচালিত হতে পারে। HS History Suggestion WBCHSE

(খ) ধারাবাহিকতাঃ-

     সুদূর অতীত থেকে শুরু করে বর্তমান এই দীর্ঘ যাত্রাপথে মানব ইতিহাসে নানা পরিবর্তন ঘটে গেছে। পৃথিবীতে মানুষের আবির্ভাব তাদের বণ্য বা অসভ্যদশা, অসভ্য জীবন থেকে ক্রমে সভ্যতায় পদার্পণ সভ্যতার ধারাবাহিক অগ্রগতি প্রভৃতি সবকিছুই আমরা ইতিহাস থেকে জানতে পারি।

(গ) জ্ঞানের বিকাশঃ-

     সমাজ জীবনের বিভিন্ন শাখা থেকে আমরা প্রতিনিয়ত জ্ঞান সঞ্চয় করে থাকি। তবে এই সব শাখা গুলির মধ্যে বড় জ্ঞানের ভান্ডার হল ইতিহাস। জ্ঞানের জগতের প্রায় সব দিকই ইতিহাস আলোচনা করে থাকে, যেমন মানুষের সমাজের বিবর্তন বিভিন্ন রাজবংশের উত্থান ও পতন অর্থনীতি রাজনীতি ধর্মনীতি সমাজনীতি সংস্কৃতি প্রভৃতি। HS History Question And Answer

(ঘ) রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়নঃ-

     ইতিহাস থেকে অতীতে বিভিন্ন দেশে বিভিন্ন শাসনে রাজনৈতিক ও প্রশাসনিক কার্যকলাপ সম্পর্কে জানা যায়। কোন শাসকের কোন রাজনৈতিক পদক্ষেপ ভুল ছিল বা কোন ত্রুটিপূর্ণ প্রশাসনিক পদক্ষেপের ফলে সেখানকার জাতীয় জীবনে বিপদ ঘনিয়ে এসেছিল অথবা কোন শাসক কোন পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক উন্নতি করতে পেরেছিলেন তার বিস্তৃত ব্যাখ্যা ইতিহাসে পাওয়া যায়। HS History Suggestion WBCHSE

(ঙ) দুর্যোগ সম্পর্কে সতর্কতাঃ- 

     বিভিন্ন দুর্যোগের ফলে অতীতকালে বহু জনজাতির সীমাহীন ক্ষতি হয়েছিল। উদাহরণস্বরূপ বলা যায় যে উপনিবেশিক ভারতে ব্রিটিশ দেশ ত্রুটিপূর্ণ ও শোষণমূলক অর্থনৈতিক ব্যবস্থার ফলে বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর এবং পঞ্চাশের মন্বন্তর নামে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। এতে অনাহারে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়। পরবর্তীকালে বিভিন্ন ঐতিহাসিক তাদের গবেষণা উক্ত দুর্যোগের কারণ এবং কিভাবে তা প্রতিরোধ করা যেতে পারে তার উপায় গুলি উল্লেখ করেন। HS History Question And Answer

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close