মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র
২০২৩
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ইসাবের বাবা পাঠান কী বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন? - (খ) বাহালি বৌদি বলে
১.২ "আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি।" - হরিদার কোন্ রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? - (গ) বিরাগী রূপ দেখে
১.৩ পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? - বর্মা ওয়েল কোম্পানিতে
১.৪ 'অসুখী একজন' কবিতার কথক ঘুমিয়েছিলেন - (গ) ঝুলন্ত বিছানায়
১.৫ 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় কবি 'অস্ত্র' রাখতে বলেছেন - (ঘ) গানের দুটি পায়ে
১.৬ "অভিষেক করিলা কুমারে।" - কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? - (গ) গঙ্গোদক দিয়ে
madhyamik bengali question paper 2023 pdf download
১.৭ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল - (খ) রিজার্ভার পেন
১.৮ Sensitized Paper -এর বাংলা অনুবাদ কী লিখলে ঠিক বলে মনে করেন লেখক - (খ) সুগ্রাহী কাগজ
১.৯ "সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র" - (ঘ) সত্যজিৎ রায়
১.১০ অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে, তাকে বলে - (খ) প্রযোজ্য কর্তা
১.১১ 'আমাদের ইতিহাস নেই' - নিম্নরেখ পদটি - (খ) কর্মকারক
১.১২ উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম - (গ) রূপক কর্মধারয়
১.১৩ 'চিরসুখী' পদটি হল - (গ) ব্যাপ্তি তৎপুরুষ
১.১৪ 'তোরা সব জয়ধ্বনি কর' - এটা কী জাতীয় বাক্য - (ঘ) অনুজ্ঞাসূচক বাক্য
১.১৫ আজকের সকালটা বেশ কাটল। - গঠনগত দিক দিয়ে বাক্যটি হল - (ক) সরল বাক্য
১.১৬ মহাশয়ের কী করা হয়। - এটি কোন্ বাচ্যের দৃষ্টান্ত? - (গ) ভাববাচ্য
১.১৭ যে বাক্য কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয়, তাকে বলে - (গ) কর্মকর্তৃবাচ্য
madhyamik bengali question paper 2023 pdf download
২। কম-বেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
২.১.১ "হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল।" - 'বুদ্ধি' টা কী ছিল?
২.১.২ "বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের।" - নদেরচাঁদের ভয় করার কারণ কী?
২.১.৩ "অপূর্ব মুদ্ধ হইয়া সেইদিকে চাহিয়া ছিল" - নদেরচাঁদের ভয় করার কারণ কী?
২.১.৪ "আক্ষেপ করেন হরিদা!" - হরিদার আক্ষেপের কারণ কী?
২.১.৫ "রত্নের মূল্য জহুরির কাছেই" - কথাটির অর্থ কী?
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
২.২.১ "যেখানে ছিল শহর" - সেখানকার কী অবস্থা হল?
২.২.২ "বলো ক্ষমা করো" - কীসের জন্য এই ক্ষমা প্রার্থনা?
২.২.৩ "হা ধিক্ মোরে" - বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন?
২.২.৪ "তথা কন্যা থাকে সর্বক্ষণ" - কন্যা কোথায় থাকে?
২.২.৫ "ধ্বংস দেখে ভয় কেন তোর" - কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন?
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
২.৩.১ 'কুইল' কাকে বলে?
২.৩.২ বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কী ত্রুটি ছিল?
২.৩.৩ "আশ্চার্য, সবই আজ অবলুপ্তির পথে।" - আজ কী অবলুপ্তির পথে?
২.৩.৪ "বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়।" - কাদের পক্ষে এই শিক্ষা সংস্কার-বিরোধী নয়?
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :
২.৪.১ বিভক্তি কাকে বলে?
২.৪.২ নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও।
২.৪.৩ 'উপগ্রহ' - কথাটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
২.৪.৪ 'আলোপ সমাস' কাকে বলে?
২.৪.৫ বিমলবাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুল যায় - বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো।
২.৪.৬ খাঁটি গোরুর দুধ খেতে হবে। - এটি বাক্য নয় কেন?
২.৪.৭ ভাববাচ্যের একটি উদাহরণ দাও।
২.৪.৮ 'কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল' - জটিল বাক্য পরিবর্তন করো।
২.৪.৯ সিঁড়ি থেকে নামা হল। - বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করো।
২.৪.১০ চাঁদের পাহাড়ের গল্প কখনও ভুলব না - বাক্যটিকে প্রশ্নসূচক বাক্য রূপান্তর করো।
অনেক সুন্দর পোষ্ট। অনেক ধন্যবাদ।
উত্তরমুছুন