Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষা ২০২৩ -এর জন্য জারি নতুন নিয়মগুলো! সময় নষ্ট না করে এখুনি দেখে নিন
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো প্রত্যেক বছরের মতো এবছরেও মাধ্যমিক পরীক্ষা ২০২৩ শুরু হতে যাচ্ছে। তো এই বছরের মাধ্যমিক পরীক্ষায় নতুন যে নিয়মগুলি তৈরি করা হয়েছে তার নীচে আলোচনা করা হলো -
(১) শিক্ষাজীবনের সবথেকে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। এবার সেই মাধ্যমিক পরীক্ষা কিছুটা টেট পরীক্ষার পদ্ধতি অবলম্বন করে অনুষ্ঠিত হতে চলেছে। ফলত বোঝাই যাচ্ছে যে, এবারের পরীক্ষা পদ্ধতি কঠোর হতে চলেছে।
(২) এই প্রসঙ্গে বলা যাক, প্রাইমারী টেট (Primary TET) পরীক্ষাকেন্দ্রে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। এর কারণ ছিল যাতে কোনোভাবেই প্রশ্নপত্র পাচার, টোকাটুকি সহ কোনো অবৈধ কাজকর্ম পরীক্ষাকেন্দ্রে না ঘটে। কিন্তু সেটা চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা ছিলো।
(৩) গত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষার সময় একাধিক বিশৃঙ্খলা দেখা গেছে। অনেক জেলায় বাইরে থেকে উত্তরপত্র পাচার করা থেকে শুরু করে পরীক্ষার সময় টোকা টুকির জন্য বাইরে থেকে সাহায্য করা, নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাই কোনোরকমের বিশৃঙ্খলার যাতে সৃষ্টি না হয়, সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদ এবারের মাধ্যমিক পরীক্ষায় কড়া পদক্ষেপ নিচ্ছে।
আরো পড়ুন : মাধ্যমিক সকল বিষয়ের সাজেশন একত্রে
(৪) মধ্যশিক্ষা পর্ষদ এবারে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিকে মোটামুটি একটা অত্যাধুনিক দুর্গে পরিণত করতে চলেছে। বিভিন্ন নতুন নিয়ম যেমন নজরদারি চলবে সিসিটিভিতে, পরীক্ষা কেন্দ্রের ছবি তোলা হবে জিপিএস ম্যাপিং–এর মাধ্যমে, অ্যাপ ইত্যাদি পদ্ধতি অবলম্বন করা হবে।
(৫) পর্ষদের নিয়ম অনুযায়ী, এই বছর প্রথম পরীক্ষা দেওয়া প্রার্থীদের অভিভাবকেরা প্রথম দিন পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মোবাইল ফোন ব্যবহারে। জরুরী প্রয়োজন ছাড়া পরীক্ষাকেন্দ্রে চিকিৎসা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী এবং পুলিশ কর্মীরা মোবাইল ব্যবহার করতে পারবেন না।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ