Madhyamik abta Test Paper 2022-23
History
Page 517
Answer
বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল - ১৯১১ খ্রিস্টাব্দে
১.২ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন - চলচ্চিত্রের সঙ্গে
১.৩ গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো - কুষ্ঠিয়া থেকে
১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় - ১৮৫৭ খ্রিস্টাব্দে
১.৫ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন - ড. এম জে ব্রামলি
১.৬ তিতুমিরের প্রকৃত নাম ছিল - মীর নিসার আলি
১.৭ সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন - দেবী চৌধুরানী
১.৮ ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয় - ১৮৭৫ খ্রিস্টাব্দে
১.৯ ‘বর্তমান ভারত‘ গ্রন্থটি রচনা করেন - স্বামী বিবেকানন্দ
১.১০ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন - ব্যঙ্গচিত্র শিল্পী
১.১১ ভারতের ‘হাফ টোন’ প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
১.১২ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন - রবীন্দ্রনাথ ঠাকুর
১.১৩ ‘একা’ আন্দোলনের নেতা ছিলেন - মাদারি পাসি
১.১৪ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল - ১৯২০ খ্রিস্টাব্দে
১.১৫ বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল - গুজরাটে
১.১৬ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল - ১৯০৫ খ্রিস্টাব্দে
১.১৭ মাতঙ্গিনী হাজরা ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে - তমলুক
১.১৮ বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন - বীণা দাস
১.১৯ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় - জুনাগড়
১.২০ ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় - ১৯৬০ খ্রিস্টাব্দে
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ-‘খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ গোরা উপন্যাসটি কে রচনা করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২.১.২ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?
উত্তরঃ মহাফেজ খানায়
২.১.৩ বাংলায় কোন শতককে ‘নবজারগরণের শতক’ বলা হয়?
উত্তরঃ উনিশ শতককে
২.১.৪ কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1800 খ্রিস্টাব্দ
উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
উত্তরঃ ভুল
২.২.২ ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।
উত্তরঃ ঠিক
২.২.৩ বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী।
উত্তরঃ ঠিক
২.২.৪ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত।
উত্তরঃ ভুল
উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
---|---|
২.৩.১ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | (১) হিন্দু বালিকা বিদ্যালয় |
২.৩.২ নবগোপাল মিত্র | (২) কৃষক আন্দোলন |
২.৩.৩ বীরেন্দ্রনাথ শাসমল | (৩) হিন্দু মেলা |
২.৩.৪ ড্রিংক ওয়াটার বেথুন | (৪) বঙ্গদর্শন |
উত্তরঃ ২.৩.১ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - (৪) বঙ্গদর্শন
২.৩.২ নবগোপাল মিত্র - (৩) হিন্দু মেলা
২.৩.৩ বীরেন্দ্রনাথ শাসমল - (২) কৃষক আন্দোলন
২.৩.৪ ড্রিংক ওয়াটার বেথুন - (১) হিন্দু বালিকা বিদ্যালয়
উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫) এলাকা।
২.৪.২ বারাসাত বিদ্রোহের এলাকা।
২.৪.৩ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর।
২.৪.৪ দেশীয় রাজ্য হায়দরাবাদ।
উত্তরঃ
উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৫.১ বিবৃতি : রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন (১৮২৩ খ্রিস্টাব্দে)।
ব্যাখ্যা-১ সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে।
ব্যাখ্যা-২ ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে।
ব্যাখ্যা-৩ ভারতে সংস্কৃত শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে।
উত্তরঃ ব্যাখ্যা-২ ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে।
২.৫.২ বিবৃতি: স্বামী বিবেকানন্দ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন।
ব্যাখ্যা-১ তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।
ব্যাখ্যা-২ তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা।
ব্যাখ্যা-৩ তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা।
উত্তরঃ ব্যাখ্যা-১ তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।
২.৫.৩ বিবৃতি: ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
ব্যাখ্যা-১ এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা-২ এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।
ব্যাখ্যা-৩ এর উদ্দেশ্য ছিল সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
উত্তরঃ ব্যাখ্যা-৩ এর উদ্দেশ্য ছিল সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
২.৫.৪ বিবৃতি: গান্ধীজী জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি।
ব্যাখ্যা-১ গান্ধীজী ছিলেন জমিদারদের প্রতিনিধি।
ব্যাখ্যা-২ গান্ধীজী হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন।
ব্যাখ্যা-৩ গান্ধীজী শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণিসমন্বয়ে বিশ্বাসী ছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা-২ গান্ধীজী হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন।
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ