HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 75 Solved
1. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
(i) অবরোহ যুক্তির সিদ্ধান্ত যুক্তিবাক্যের চেয়ে - কম ব্যপাক
(ii) যুক্তি বাক্য ও সিদ্ধান্ত উভয়ই সত্য হলে যুক্তি হবে - বৈধ ও অবৈধ উভয়ই হতে পারে
(iii) কেবলমাত্র বৈধ বা অবৈধ হয় কোনটি - যুক্তি
(iv) সামান্য বচনের - উদ্দেশ্য পদ ব্যাপ্য
(v) শুধুমাত্র উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় - A বচনে
(vi) 'E' বচন সত্য হলে 'O' বচন হবে - সত্য
(vii) বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে - A এবং E বচনে
(viii) DISAMIS যে সংস্থানের বৈধ মূর্তি তা হল - তৃতীয়
(ix) যে সংস্থানে হেতুপদ উভয় যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তা হল - তৃতীয়
(x) প্রাকল্পিক ন্যায়ে অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করলে যুক্তিটি হবে - ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়
(xi) মিশ্রযুক্তির অপর নাম হল - যৌগিক যুক্তি
(xii) কোনো শিক্ষক নয় অ-শিক্ষিত - বচনটির বুলীয় ভাষ্য হবে - (b) SP=0
(xiii) SP=0 এই বুলীয় ভাষ্যের ভেনচিত্র হবে - (c)
(xiv) এমন নয় p এবং q বচনটির প্রতীকায়িত রূপ হবে - ~(p.q)
(xvi) ☰ ধ্রুবক দ্বারা বচন সত্য হয় - উভয় অঙ্গবাক্য সত্য অথবা মিথ্যা হলে
(xvii) উপমা যুক্তির ভিত্তি হল - সাদৃশ্য
(xviii) আরোহ অনুমানের সিদ্ধান্ত - সম্ভাব্য
(xix) আরোহ অনুমান হল - দুই প্রকার
(xx) 'ক' হল 'খ' এর আবশ্যিক শর্ত - এ কথার অর্থ হল - 'ক' না ঘটলে 'খ' ঘটবে না
(xxi) এককারণবাদের সমর্থক হলেন - কোপি
(xxii) অক্সিজেনের উপস্থিতি দহনের - আবশ্যিক
(xxiii) মিলের পরীক্ষামূলক পদ্ধতি - পাঁচটি
(xxiv) মিল এর কোন পদ্ধতিকে শ্রেষ্ঠ প্রমাণপদ্ধতি বলা হয় - ব্যতিরেকী
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
(i) যুক্তি বিজ্ঞান কাকে বলে?
উত্তরঃ যে শাস্ত্র অশুদ্ধ যুক্তি থেকে বৈধ বা শুদ্ধ যুক্তিকে পৃথক করার নিয়ম পদ্ধতি আলোচনা করে তাকে যুক্তি বিজ্ঞান বলে।
(ii) বচনের বিরোধিতা কাকে বলে?
উত্তরঃ একই উদ্দেশ্য - বিধেয়যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ কিংবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয় ক্ষেত্রেই প্রভেদ থাকে, তাহলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বচনের বিরোধিতা বলা হয়।
অথবা,
বিরোধানুমান কাকে বলে?
উত্তরঃ বিরোধানুমান হল একপ্রকার অমাধ্যম অনুমান যেখানে একটি বচন এর সত্যতা বা মিথ্যা থেকে তার বিরূপ আরেকটি বচন এর সত্যতা বা মিথ্যা অনুমান করা হয়।
(iii) 'কোন দেবতা নয় মানব' - বচনটির বিপরীত বিরোধী বচনটি লেখো।
উত্তরঃ সকল দেবতা হয় মানব।
(iv) সরল আবর্তন কাকে বলে?
উত্তরঃ যে আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত ও আশ্রয়বাক্যের পরিমাণ এক হয়, তাকে সরল আবর্তন বলে। অর্থাৎ যুক্তিবাক্য যদি সামান্য বচন হয় তবে সিদ্ধান্তটিও সামান্য বচন হবে।
অথবা,
বস্তুগত বিবর্তনের একটি উদাহরণ দাও।
উত্তরঃ যুদ্ধ হয় অমঙ্গলসূচক। (হেতুবাক্যে উদ্দেশ্য)
ஃ শান্তি হয় মঙ্গলসূচক। (সিদ্ধান্ত)
(v) প্রাকল্পিক বচনের কয়টি অংশ ও কি কি?
উত্তরঃ দুইটি। যেমন - পূর্বগ ও অনুগ।
(vi) অবিসংবাদী অর্থে বিকল্প শব্দের অর্থ কি?
উত্তরঃ দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে।
অথবা,
বিসংবাদী বৈকল্পিক বচনের উদাহরণ দাও।
উত্তরঃ মানুষটি জীবিত অথবা মৃত মানুষটি জীবিত।
(vii) পরিপূরক শ্রেণী কাকে বলে?
উত্তরঃ মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। যেমন - 'মানুষ' - এই শ্রেণীর পরিপূরক শ্রেণী হল অ-মানুষ।
অথবা,
সাত্ত্বিক শ্রেণী কাকে বলে?
উত্তরঃ যে শ্রেণির অন্তর্গত অন্তত একজন সদস্যের একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে তাকে অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী বলে।
(viii) 'কোন্ পশু নয় অ-পাখি' - বভনটির বুলীয়োভাষ্য ও ভেনচিত্র দেখাও।
উত্তরঃ SP = 0
(ix) স্বতঃসত্য বচনাকার কাকে বলে?
উত্তরঃ যে বচনাকারের প্রধান স্তম্ভের প্রধান যোজকের সবকটি সারিই সত্য হয়, তাকে স্বতঃসত্য বা স্বতঃসিদ্ধ বচনাকার বলে।
অথবা,
স্বতঃসত্য বচনাকারের একটি উদাহরণ দাও।
উত্তরঃ p v ~p
(x) P ⊃ P মিথ্যা হলে q এর সত্যমূল্য কি হবে?
উত্তরঃ মিথ্যা হবে
(xi) অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের সংজ্ঞা দাও।
উত্তরঃ মূল যে আরোহ অনুমানে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করার কোনো চেষ্টা না করে, কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত গণনার মাধ্যমে একটি সামান্য সংশ্লেষক বচন সিদ্ধান্ত হিসাবে প্রতিষ্ঠা করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বা অপূর্ণ গণোনামূলক আরোহ বা লৌকিক আরোহ অনুমান বলা হয়।
(xii)ভাল ও মন্দ উপমা যুক্তির পার্থক্য কি?
উত্তরঃ যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের সাদৃশ্য প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ তাকে ভালো বা উত্তম উপমা যুক্তি বলে।
অপরপক্ষে যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের সাদৃশ্য অপ্রসাঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ তাকে মন্দ বা দুষ্টু উপমা যুক্তি বলে।
অথবা,
ভাল ও মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও।
উত্তরঃ ভাল উপমা যুক্তি : যদু ও মধু ম্যালেরিয়া রোগী।
যদু কুইনাইনে ভালো হয়েছে।
ஃ মধুও কুইনাইন খেলে ভালো হবে।
মন্দ উপমা যুক্তিঃ গরুর চারটি পা আছে চেয়ারেরও চারটি পা আছে।
গরু দুধ দেই।
ஃ চেয়ারও দুধ দেবে।
(xiii) সামান্যীকরণ বলতে কি বোঝো?
উত্তরঃ যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই সামান্যীকরণ বলে।
(xiv) বহুকারণবাদ বলতে কি বোঝো?
উত্তরঃ বহুকারকবাদ কথাটির সাধারণ অর্থ হল একই কার্যের বহু কারণ থাকতে পারে। অপর কোথায় এই মতবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় কারণে দ্বারা উৎপন্ন হতে পারে।
(xv) কারনের পর্যাপ্ত শর্তের সংজ্ঞা দাও।
উত্তরঃ যে শর্তটি উপস্থিত থাকলে আলোচ্য ঘটনাই ঘটবেই, সেই শর্তকে উক্ত ঘটনার পর্যাপ্ত শর্ত বলা হয়।
অথবা,
আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও।
উত্তরঃ যদি অক্সিজেন না থাকে তবে আগুন জ্বলবে না। কিন্তু যদি অক্সিজেন থাকে তবে আগুন নাও জ্বলতে পারে, তাই অক্সিজেন হলয়াগুন জ্বলার আবশ্যিক শর্ত।
(xvi) কারণ ও শর্তের সম্বন্ধ কি?
উত্তরঃ কারণ হল শর্তের সমষ্টি এবং শর্ত হল কারণের অংশ।
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ