Madhyamik ABTA Test Papers
2022-2023
Bengali
Page 462
Answer
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ বিরাগীর মতে রাগ হ’ল - রিপু
১.২ অপূর্ব জাতিতে ছিল - ব্রাহ্মণ
১.৩ “রত্নের মূল্য জহুরির কাছেই”- এখানে জহুরি হলেন - ছোটো মেসোমশাই
১.৪ কবি কিসের বর্ম পরে বুলেট তাড়ান? - গানের বর্ম
১.৫ আমাদের আরও বেঁধে বেঁধে থাকা প্রয়োজন, কারণ - আমাদের বাঁচার আর কোনো পথ নেই।
১.৬ ‘অসুখী একজন’ কবিতাটি বাংলায় অনুবাদ করেন - নবারুণ ভট্টাচার্য
১.৭ কত ধরনের পাঠকের কথা ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধে বলা হয়েছে? - দু–ধরনের
১.৮ পার্কার, শেফার্ড, ওয়াটার ম্যান, সোয়ান, এগুলি হ’ল - কলম তৈরির কয়েকটি কোম্পানীর নাম
১.৯ ‘লাঠি তোমার দিন ফুরাইয়াছে’ – বলেছিলেন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১.১০ বিভক্তি - সর্বদা শব্দের পরে যুক্ত হয়
১.১১ আমি অপরাধ করেছি - কর্তৃবাচ্য
১.১২ “হায়, বিধি বাম মম প্রতি” - বাক্যটিআবেগসূচক বাক্য
১.১৩ ‘দিনের অন্তিমকাল‘ – চিহ্নিত পদটি হ’ল - কর্মধারয় সমাস
১.১৪ “ইসাবের মেজাজ চড়ে গেল” – চিহ্নিত পদটি হ’ল - কর্মকারকে শূন্য বিভক্তি
১.১৫ “খড়কুটো” পদের ব্যাসবাক্য - খড় ও কুটো
১.১৬ নদেরচাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল- চিহ্নিত পদটি হ’ল - কর্তৃকারকে শূন্য বিভক্তি
১.১৭ হেঁটে গেল গীর্জার এক নান - সম্বন্ধ পদে ‘র’ বিভক্তি
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ