HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 12 Solved
PHILOSOPHY
1. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও :
(i) যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে - অবরোহ যুক্তি
(ii) বৈধতার প্রশ্নটি জড়িত হয় - যুক্তির আকারের সঙ্গে
(iii) _________ কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় - O বচনে
(iv) আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল - চারটি
(v) একই উদ্দেশ্য ও বিধেয় দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় - অধীন বিপরীত বিরোধিতা
(vi) অশূন্য বা সাত্তিক শ্রেণির ভেনচিত্রটি হল - (b)
(vii) যদি A বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত E বচনের সত্যমূল্য হবে - অনিশ্চিত
(viii) প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির _________ বাক্যটি হল প্রাকল্পিক বচন। - প্রথম
(ix) যদি P মিথ্যা হয় তাহলে 'P.~q'-এর সত্যমূল্য হবে - মিথ্যা
(x) অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি হল - সামান্য সংশ্লেষক বচন
(xi) মিলের যে আরোহ পদ্ধতিটি কোন অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হল - সহ-পরিবর্তন পদ্ধতি
(xii) আরোহ অনুমানের সমস্যাটি হল - সামান্যাকরণ
(xiii) লৌকিক আরোহ অনুমানকে 'শিশুসুলভ' অনুমান বলেছেন - বেকন
(xiv) FERISON মূর্তিটি বৈধ হয় - তৃতীয় সংস্থানে
(xv) অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল - মন্দ উপমা
(xvi) এককারণবাদ কে সমর্থন করেন? - কোপি
(xvii) যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন - জন স্টুয়ার্ট মিল
(xviii) আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই - সম্ভাব্য
(xix) 'ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদানের কারণ' - এখানে 'কারণ' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? - পর্যাপ্ত আবশ্যিক শর্ত
(xx) আরোহ অনুমানের সর্ব প্রধাণ বৈশিষ্ট্য হল - আরোহমূলক লাফ
(xxi) 'Logog' শব্দটির অর্থ হল - চিন্তা
(xxii) আমরা এক বিশেষ সত্য থেকে আর এক বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ যুক্তিতে তার নাম হল - উপমা যুক্তি
(xxiii) 'বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ অনুমান' - এটি বলেছেন - জয়েস
(xxiv) যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি - বৈধ বা অবৈধ
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
(i) যুক্তির বৈধতা বলতে কি বোঝো?
উত্তরঃ যুক্তির আকারগত বৈধতা বলতে বোঝায় যে, সেই আকারের অন্তর্গত সব যুক্তিই বৈধ। অর্থাৎ যুক্তির আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকেই যুক্তির আকারগত বৈধতা বলা হয়।
অথবা,
সিদ্ধান্ত বলতে কি বোঝো?
উত্তরঃ যে বাক্যে যুক্তি প্রতিপাদ্য বিষয় উল্লেখ করা হয় তাকে সিদ্ধান্ত বলে। পরস্পর বিশেষভাবে সম্পর্কযুক্ত যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত যে বচনটির সত্যতা প্রমাণিত হয় সেই বচনটি হলো সিদ্ধান্ত।
(ii) বিবর্তনের বৈধতার গুন সংক্রান্ত নিয়মটি কি?
উত্তরঃ আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে, আর আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে।
(iii) প্রাকল্পিক ন্যায়ের Modus Poneus (M.P.) আকারের একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে।
বৃষ্টি হয়েছে,
অতএব, মাটি ভিজেছে।
অথবা,
বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো?
উত্তরঃ যখন কোন বৈকল্পিক বচনে বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয়, অর্থাৎ একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না। তখন তা হল বিসংবাদী বিকল্প। যেমন - কুকুরটি জীবিত অথবা মৃত।
(iv) একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়?
উতরঃ একটি বৈকল্পিক বচনের নিষেধ হয় সংযোগিক বচন।
অথবা,
নিবেশন দৃষ্টান্ত কাকে বলে?
উত্তরঃ যুক্তির আকারে বিষয়বস্তুর কাঠামোবিন্ন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলে।
(v) P)~P বচনাকারটি কখন মিথ্যা হবে?
উত্তরঃ P -এর মান সত্য হলে P)~P বচনাকারটি মিথ্যা।
(vi) মিল কিভাবে কারনের লক্ষণ দিয়েছেন?
উত্তরঃ তর্ক বিজ্ঞানী মিল কারণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন - কারণ হল কার্যের নিয়ত শর্তান্তর হীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা।
(vii) সামান্যীকরণ বলতে কি বোঝো?
উত্তরঃ যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই সামান্যীকরণ বলে।
(viii) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি হল - পর্যবেক্ষণ ও পরীক্ষণ।
অথবা,
প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে?
উত্তরঃ যে নীতি অনুসারে, প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে।
(ix) ভেনচিত্রে প্রকাশ করো - 'সাংবাদিকরা উপস্থিত'।
উত্তরঃ
(x) A বচনের সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত দাও।
উত্তরঃ A বচনের সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত হল -
আবর্তনীয় : সকল জীব হয় প্রাণী। (A)
আবর্তিত : সকল প্রাণী হয় জীব। (A)
(xi) পরিপূরক শ্রেণী বলতে কি বোঝায়?
উত্তরঃ মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। যেমন - "মানুষ" - এই শ্রেণীর পরিপূরক শ্রেণী হল অ-মানুষ।
(xii) গ্রাহক কি?
উত্তরঃ যে প্রতীকচিহ্নের স্থানে আমরা যে-কোনো পদ বা বচন বসাতে পারি, তাকে বলে গ্রাহক প্রতীক বা গ্রাহক। যেমন - p হল একটি প্রতীকচিহ্ন। p -এর পরিবর্তে আমরা 'মানুষ' পদটি বসাতে পারি।
(xiii) কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ কারণ হল কার্য সংঘটনের সাথে সংশ্লিষ্ট ঘটনাবলীর সমষ্টি। অন্যদিকে, শর্ত হলো কার্য সংঘটনের সাথে সংশ্লিষ্ট যে কোন ঘটনা।
(xiv) কখন একটি দ্বি-প্রাকল্পিক বচন মিথ্যা হয়?
উত্তরঃ দ্বি-প্রাকল্পিক বচনের একটি অঙ্গবাক্য সত্য এবং অন্যটি মিথ্যা হলে দ্বি-প্রাকল্পিক বচন মিথ্যা হয়।
(xv) যদি 'p' সত্য হয় এবং Q যদি মিথ্যা তাহলে P)q এর সত্যমূল্য কি হবে?
উত্তরঃ মিথ্যা হবে
(xvi) 'আরোহ সংক্রান্ত লাফ' বলতে কি বোঝায়?
উত্তরঃ আরোহ অনুমানে বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য সত্যে উপনীত হওয়াকে আরোহ অনুমান সংক্রান্ত লাফ বলা হয়।
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...
Daron lagche amr op
উত্তরমুছুন