LightBlog
Higher Secondary ABTA Test Paper 2023 Biological Science SC Page 37
Type Here to Get Search Results !

Higher Secondary ABTA Test Paper 2023 Biological Science SC Page 37

HS ABTA Test Paper 2023 Biological Science SC Page 37

hs abta test paper 2022-23 Biology SC page 37 solved
hs abta test paper 2022-23 Biology SC page 37 solved


1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

(i) একবীজপত্রী উদ্ভিদে গ্রাফটিং সম্ভব নয়, কারণ - এদের ক্যাম্বিয়াম নেই

(ii) দুদ্ধ নিঃসরণে সহায়ক হরমোন হলো - অক্সিটোসিন

(iii) পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বকরন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় - পেরোগ্যামি

(iv) যখন দুটি প্রকট জিন একটি ক্রোমোজোমে অবস্থান করে এবং তার সমসংস্থ ক্রোমোজোম প্রচ্ছন্ন জিন দুটি থাকে তাকে বলা হয় - কাপলিং

(v) ইন্ডাস্টিয়াল মেলানিজমের কারণ হলো - নির্দেশিত নির্বাচন

(vi) হার্ডি উইনবার্গের ভারসাম্যকে বিঘ্নিত করে - সবকটি

(vii) নীচের কোন্‌টি ত্রপ ও মানুষের মধ্যবর্তী পর্যায় - Homo Habilis

(viii) LSD হলো এক ধরনের - হ্যালুসিনোজেন

(ix) নীচের কোন্‌টি SCP হিসাবে ব্যবহৃত হয় না? - Penicillium Notatum

(x) কোন্‌টি নিয়ন্ত্রণের জন্য Bacillus Thuringiensis-এর ব্যবহার করা হয় - ক্ষতিকারক পতঙ্গ

(xi) PCR-এর জন্য প্রয়োজন হয় - উপরোক্ত সবকটি

(xii) লাল পান্ডা হলো - বিপন্ন প্রজাতি

(xiii) নীচের কোন্‌টি বাস্তুতন্ত্রের পর্যায়ক্রমের ক্ল্যাইম্যাক্স দশা? - বৃক্ষ

(xiv) বাস্তুতন্ত্রের কোন্‌ প্রজাতির কার্যগত ভূমিকাকে বলে - নিচ

HS ABTA  Test Paper All Subject Solved : Click Here...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close