Madhyamik ABTA Test Papers
2022-2023
History
Page 308
Answer
বিভাগ ‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ মল্লিকা সারাভাই কিসের জন্য খ্যাতি লাভ করেছেন - নৃত্য
১.২ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন - রণজিৎ গুহ
১.৩ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল - ১৮২৩ খ্রিস্টাব্দ
১.৪ উনিশ শতকের নারী শিক্ষার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল - বিটন (বেথুন) স্কুল
১.৫ ‘গ্রামবার্তা পত্রিকা‘ প্রকাশিত হত - কুষ্ঠিয়া থেকে
১.৬ ‘বারাসত বিদ্রোহ‘-এর সময় বাংলার গভর্নর ছিলেন - লর্ড বেন্টিঙ্ক
১.৭ খুৎকাটি প্রথা যে সমাজে প্রচলিত ছিল - মুণ্ডা সমাজে
১.৮ ‘বন্দেমাতরম্’ সংগীতটি রচিত হয় - ১৮৭৫ খ্রিস্টাব্দে
১.৯ বাংলার ‘মুকুটহীন রাজা‘ বলা হতো - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
১.১০ কার্টুনের মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন - গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১১ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল - এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
১.১২ বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় - ১৯২১ খ্রিস্টাব্দে
১.১৩ একা আন্দোলন ঘটেছিল - অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে
১.১৪ কংগ্রেস সমাজতন্ত্রী দল (সোশ্যালিস্ট পার্টি) প্রতিষ্ঠিত হয়েছিল - বোম্বাইতে
১.১৫ ‘গিরনি কামগার ইউনিয়ন’ কোন্ শ্রমিকদের সংগঠন ছিল - রেলওয়ে শিল্প শ্রমিক
১.১৬ ‘অ্যান্টি সার্কুলার সোসাইটি‘-এর সম্পাদক ছিলেন - শচীন্দ্রপ্রসাদ বসু
১.১৭ ‘ঝাঁসির রানি’ ব্রিগেডের নেতৃত্বে ছিলেন - লক্ষ্মী স্বামীনাথন
১.১৮ ‘জাস্টিস পার্টি‘ গঠিত হয়েছিল - ১৯১৭ খ্রিস্টাব্দে
১.১৯ দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন - বল্লভভাই প্যাটেল
১.২০ নীচের কোনটি দেশীয় রাজ্য ছিল না - হায়দরাবাদ
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ ‘খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ কোন্ গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়?
উত্তরঃ লর্ড ডালহৌসি
২.১.২ বয়কট আন্দোলনের মূল দাবি কী ছিল?
উত্তরঃ ‘বয়কট’ কথার অর্থ হল বর্জন। ব্রিটিশ-বিরোধী প্রতিবাদী আন্দোলনের মুখ্য কর্মসূচি ছিল বয়কট। বয়কটের উদ্দেশ্য ছিল ব্রিটিশ পণ্য বর্জনের দ্বারা ব্রিটিশ পুঁজির উপর আঘাত হানা। তাহলে ব্রিটিশ পুঁজিপতিরা সরকারের উপর বঙ্গভঙ্গ রদের জন্য চাপ সৃষ্টি করবে।
২.১.৩ কোন্ প্রেক্ষাপটে ‘গোরা’ উপন্যাস লেখা হয়েছিল?
উত্তরঃ 1857 সালে মহাবিদ্রোহের প্রেক্ষাপটে ‘গোরা’ উপন্যাস লেখা হয়েছিল।
২.১.৪ ‘বর্ণপরিচয়’ কে রচনা করেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উপবিভাগ ২.২
ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব।
উত্তরঃ ভুল
২.২.২ ‘বীরাষ্টমী ব্রত’ শুরু করেন সরলাদেবী চৌধুরানী।
উত্তরঃ ঠিক
২.২.৩ সারদারঞ্জন রায় ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ তৈরি করেন।
উত্তরঃ ভুল
২.২.৪ হরিপুরা কংগ্রেসে সভাপতিত্ব করেছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু।
উত্তরঃ ভুল
উপবিভাগ ২.৩
‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ
২.৩.১ গগনেন্দ্রনাথ ঠাকুর
২.৩.২ উইলিয়াম কেরি
২.৩.৩ ফজলুল হক
২.৩.৪ রশিদ আলি
‘খ’ স্তম্ভ
(১) কৃষক প্রজাপার্টি
(২) ব্যঙ্গ চিত্র
(৩) আজাদ হিন্দ ফৌজ
(৪) শ্রীরামপুর ছাপাখানা
উত্তরঃ ২.৩.১ গগনেন্দ্রনাথ ঠাকুর - (২) ব্যঙ্গ চিত্র
২.৩.২ উইলিয়াম কেরি - (৪) শ্রীরামপুর ছাপাখানা
২.৩.৩ ফজলুল হক - (১) কৃষক প্রজাপার্টি
২.৩.৪ রশিদ আলি - (৩) আজাদ হিন্দ ফৌজ
উপবিভাগ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা।
২.৪.২ মহাবিদ্রোহের কেন্দ্র – ব্যারাকপুর।
২.৪.৩ দেশীয় রাজ্য মহীশূর।
২.৪.৪ চুয়াড় বিদ্রোহের এলাকা।
উত্তরঃ
উপবিভাগ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল -
ব্যাখ্যা ১ : এই আন্দোলনের কোনো সংগঠন ছিল না।
ব্যাখ্যা ২ : এই আন্দোলন ছিল শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ।
ব্যাখ্যা ৩ : এই আন্দোলনে ব্রিটিশদের সঙ্গে বোঝাপড়া ছিল।
উত্তরঃ ব্যাখ্যা ২ : এই আন্দোলন ছিল শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ।
২.৫.২ বিবৃতি : আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে শামিল হয়েছিল।
ব্যাখ্যা ১ : কৃষকদের স্বার্থরক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচিভুক্ত হয়
ব্যাখ্যা ২ : কৃষক সম্প্রদায় এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়।
ব্যাখ্যা ৩ : আন্দোলনে কৃষিকর মুকুবের বিষয়টিতে জোর দেওয়া হয়।
উত্তরঃ ব্যাখ্যা ১ : কৃষকদের স্বার্থরক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচিভুক্ত হয়
২.৫.৩ বিবৃতি : ১৯৩২ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন।
ব্যাখ্যা ১ : র্যামসে ম্যাকডোনাল্ড–এর ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা‘ তাঁরা মেনে নেন।
ব্যাখ্যা ২ : লন্ডনে অনুষ্ঠিত তৃতীয় গোলটেবিল বৈঠকে যোগদানের বিষয়ে তারা সহমত হন।
ব্যাখ্যা ৩ : হিন্দু ও দলিতের যৌথ নির্বাচন প্রক্রিয়া তাঁরা মেনে নেন।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : হিন্দু ও দলিতের যৌথ নির্বাচন প্রক্রিয়া তাঁরা মেনে নেন।
২.৫.৪ বিবৃতি : দুদুমিঞার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে।
ব্যাখ্যা ১ : ব্রিটিশ সরকারের দমন নীতির আশ্রয় নেওয়ার কারণে।
ব্যাখ্যা ২ : ফরাজি আন্দোলন ছিল ধর্মের মোড়কে আবৃত কৃষক বিদ্রোহ।
ব্যাখ্যা ৩ : দুদুমিঞার উত্তরাধিকারীগণ ধর্মসংস্কারে মনোনিবেশ করেছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা ১ : ব্রিটিশ সরকারের দমন নীতির আশ্রয় নেওয়ার কারণে।
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ