Madhyamik ABTA Test Papers
2022-2023
History
Page 286
Answer
বিভাগ ‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল - গ্রিসে
১.২ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা হল - সোমপ্রকাশ
১.৩ ‘এশিয়াটিক সোসাইটি‘ প্রতিষ্ঠা করেন - উইলিয়াম জোন্স
১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন - লর্ড ক্যানিং
১.৫ ‘তিন আইন পাশ হয় - ১৮৭২ খ্রিস্টাব্দে
১.৬ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন - কোল বিদ্রোহে
১.৭ ‘বাংলার নানা সাহেব‘ নামে পরিচিত - রামরতন মল্লিক
১.৮ ‘মহারানীর ঘোষণাপত্র’টি রচনা করেন - ডারবি
১.৯ সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন - রামতনু লাহিড়ী
১.১০ ‘গোরা‘ উপন্যাসটি প্রথমে প্রকাশিত হয় - দেশ পত্রিকায়
১.১১ ভারতে সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে - পর্তুগীজরা
১.১২ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন - রথীন্দ্রনাথ ঠাকুর
১.১৩ বখস্ত আন্দোলন শুরু হয়েছিল - বিহারে
১.১৪ সর্বভারতীয় কিষান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় - লক্ষ্ণৌ–এ
১.১৫ ‘কংগ্রেস সমাজতন্ত্রী দল‘ প্রতিষ্ঠিত হয় - ১৯৩৪ খ্রিস্টাব্দে
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
১.১৬ অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন - সতীশচন্দ্র মুখোপাধ্যায়
১.১৭ ‘ভারতের বিপ্লববাদের জনক’ বলা হয় - বাসুদেব বলবন্ত ফাদক–কে
১.১৮ ‘সত্যশোধক সমাজ‘–এর মুখপত্রের নাম - দীনমিত্র
১.১৯ ‘সেদিনের কথা‘ গ্রন্থটি রচনা করেন - মণিকুন্তলা সেন
১.২০ ‘রাজ্য পুনর্গঠন কমিশন’-এর সভাপতি ছিলেন - ফজল আলি
বিভাগ ‘খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ ফ্রাঙ্ক ওরেল
২.১.২ কাকে ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর‘ বলা হয়?
উত্তরঃ বীরশালিঙ্গম পান্তলু
২.১.৩ কত খ্রিস্টাব্দে সন্ন্যাসী–ফকির বিদ্রোহ শুরু হয়?
উত্তরঃ ১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ
২.১.৪ হিন্দুমেলার পত্রিকার নাম কী?
উত্তরঃ ন্যাশনাল পেপার
উপবিভাগ ২.২
ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি প্রকাশক।
উত্তরঃ ঠিক
২.২.২ মোপলা আন্দোলন ছিল শ্রমিক আন্দোলন।
উত্তরঃ ভুল
২.২.৩ ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি‘ ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড।
উত্তরঃ ঠিক
২.২.৪ ‘রাজাকার‘ হল কাশ্মীরের একটি দাঙ্গা বাহিনী।
উত্তরঃ ভুল
উপবিভাগ ২.৩
‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ
২.৩.১ বিদ্যোৎসাহিনী সভা
২.৩.২ তত্ত্ববোধিনী সভা
২.৩.৩ বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা
২.৩.৪ ভারত সভা
‘খ’ স্তম্ভ
(১) গৌরীশঙ্কর ভট্টাচার্য
(২) আনন্দমোহন বসু
(৩) কালীপ্রসন্ন সিংহ
(৪) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ২.৩.১ বিদ্যোৎসাহিনী সভা - (৩) কালীপ্রসন্ন সিংহ
২.৩.২ তত্ত্ববোধিনী সভা - (৪) দেবেন্দ্রনাথ ঠাকুর
২.৩.৩ বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা - (১) গৌরীশঙ্কর ভট্টাচার্য
২.৩.৪ ভারত সভা - (২) আনন্দমোহন বসু
উপবিভাগ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ চুয়াড় বিদ্রোহের প্রধান কেন্দ্র - মেদিনীপুর।
২.৪.২ ফরাজি আন্দোলনের সূচনাস্থল - ফরিদপুর।
২.৪.৩ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের কেন্দ্র - বারদৌলি।
২.৪.৪ সূর্য সেন কর্তৃক অস্ত্রাগার লুণ্ঠনের স্থান - চট্টগ্রাম।
উত্তরঃ
উপবিভাগ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : ইতিহাস নিছক অতীতের গল্প নয়।
ব্যাখ্যা ১ : ইতিহাস অতীতের লোককথা মাত্র।
ব্যাখ্যা ২ : ইতিহাস বিভিন্ন কালের চিত্রকলা।
ব্যাখ্যা ৩ : ইতিহাস প্রমাণিত উপাদানের ওপর প্রতিষ্ঠিত অতীতের বিবরণ।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : ইতিহাস প্রমাণিত উপাদানের ওপর প্রতিষ্ঠিত অতীতের বিবরণ।
২.৫.২ বিবৃতি : শ্রীরামপুর ছাপাখানা মুদ্রন ইতিহাসে গুরুত্বপূর্ণ।
ব্যাখ্যা ১ : এর ফলে ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধিতা করা হয়েছিল।
ব্যাখ্যা ২ : এর ফলে জাতীয় শিক্ষা আন্দোলন গড়ে উঠেছিল।
ব্যাখ্যা ৩ : এর ফলে বাংলার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : এর ফলে বাংলার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল।
২.৫.৩ বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
ব্যাখ্যা ১ : এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা ২ : এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
ব্যাখ্যা ৩ : এর উদ্দেশ্য ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলন দমন করা।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : এর উদ্দেশ্য ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলন দমন করা।
২.৫.৪ বিবৃতি : বাংলার নমঃশূদ্ররা ‘দলিত’ আন্দোলনে শামিল হয়েছিলেন।
ব্যাখ্যা ১ : তাঁরা সামাজিক অবস্থানের উন্নয়ন চেয়েছিলেন।
ব্যাখ্যা ২ : তাঁরা নিজেদের ব্রাহ্মণত্বের দাবি আদায় করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ৩ : তাঁরা রাজনৈতিক ক্ষমতাসহ সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা চেয়েছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : তাঁরা রাজনৈতিক ক্ষমতাসহ সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা চেয়েছিলেন।
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ