MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 BENGALI PAGE 270 SOLVED
BENGALI
Page - 270
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ "গল্প শুনে তাঁদের বুক ভরে গেল।" - গল্পটি ছিল - অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প
১.২ 'নদীর বিদ্রোহ' গল্পটির কেন্দ্রে রয়েছে - নদেরচাঁদের নদীপ্রেম
১.৩ সন্ধ্যার আলো-আঁধারে হরি সজ্জিত হয় যে সাজে - বাইজির
১.৪ 'সমুদ্র নৃপতি সুতা' - 'সুতা' শব্দের অর্থ হল - কন্যা
১.৫ "মাথায় কত শকুন বা চিল" - 'শকুন' বা 'চিল' বলতে বোঝানো হয়েছে - সভ্যতা ধ্বংসকারী শক্তি
১.৬ "এ কলঙ্ক, পিতাঃ ঘুষিবে জগতে।" বক্তা হলেন - মেঘনাদ
১.৭ 'হিমালয় যেন পৃথিবীর মানদন্ড' - উক্তিটি করেছেন - কালিদাস
১.৮ পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান - নগন্য
১.৯ যারা ওস্তাদ কলমবাজ তাদের বলে - ক্যালিগ্রাফিস্ট
১.১০ কারক হল ক্রিয়াপদের সঙ্গে - নামপদের সম্পর্ক
১.১১ 'রাজায় রাজায় যুদ্ধ হয়' - বাক্যের কর্তাটি হল - ব্যতিহার কর্তা
১.১২ সমাসের ব্যাসবাক্যে সমস্যমান পদের সংখ্যা কমপক্ষে - দুটি
১.১৩ 'তেলেভাজা' শব্দটির ব্যাসবাক্য হল - তেল দ্বারা ভাজা
১.১৪ 'খেয়ে সব ভাত সে নিল।' - বাক্যটিতে বাক্য গঠনের যে শর্ত লঙ্ঘিত হয়েছে? - আসত্তি
১.১৫ যারা পরিশ্রম করে তারাই জীবনে উন্নতি করতে পারে। বাক্যটি হল - জটিল বাক্য
১.১৬ ভাববাচ্যে সাধারণত যার প্রাধান্য থাকে - ক্রিয়ার
১.১৭ সাধারণত যে বাচ্যের বাচ্যান্তর হয় না - কর্মকর্তৃবাচ্য
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ