MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 BENGALI PAGE 249 SOLVED
BENGALI
Page - 249
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ বাড়িতে তপনের নাম হয়েছে - কবি, সাহিত্যিক, কথাশিল্পী
১.২ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল - আট টাকা দশ আনা
১.৩ গ্রাম প্রধান অমৃতের নাম দিয়েছিল - অদল
১.৪ 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে। - দুইবার
১.৫ শিশুরা খেলছিল __________ (শূন্যস্থান) - মায়ের কোলে
১.৬ 'সিন্ধুতীরে' পদ্যাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি হল - পদ্মাবতী
১.৭ 'অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন।' - তিনি হলেন - অন্নদাশঙ্কর রায়
১.৮ লেখক প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তাঁর নাম হল - জাপানি পাইলট
১.৯ 'হিমালয় যেন পৃথিবীর মানদন্ড' - এটি যার উক্তি, তাঁর নাম হল - কালিদাস
১.১০ কলমে কায়স্থ চিনি। নিম্নরেখ পদটি - করণকারক
১.১১ বাক্যের মধ্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়া যদি ভিন্ন হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে - নিরপেক্ষ কর্তা
১.১২ টি, টা, খানা, খানি - হল - নির্দেশক
১.১৩ 'মনমাঝি' যে প্রকার সমাসের উদাহরণ - রূপক কর্মধারয়
১.১৪ 'সমাস' কথাটির অর্থ হল - সংক্ষেপ
১.১৫ 'গতকাল তোমার বাড়িতেই যাচ্ছি - যোগ্যতা
১.১৬ ক্রিয়ার ভাব প্রকাশ পায় - ভাববাচ্যে
১.১৭ তোমার জীবন সফল হোক - বাক্যটি হল - প্রার্থনা সূচক
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ