ভারতের সেনাবাহিনীর বিরত্যের জন্য প্রদত্ত সম্মান গুলি / পৃথিবীর কতগুলি ভৌগোলিক উপনাম
Type Here to Get Search Results !

ভারতের সেনাবাহিনীর বিরত্যের জন্য প্রদত্ত সম্মান গুলি / পৃথিবীর কতগুলি ভৌগোলিক উপনাম

 ভারতের সেনাবাহিনীর বিরত্যের জন্য প্রদত্ত সম্মান গুলি

পৃথিবীর কতগুলি ভৌগোলিক উপনাম
পৃথিবীর কতগুলি ভৌগোলিক উপনাম


১) পরম বীর চক্র : সেনাবাহিনীতে এটি সর্বোচ্চ সম্মান ও পুরস্কার। স্থল যুদ্ধে জল যুদ্ধে বা আকাশে বিমান যুদ্ধে শত্রুর বিরুদ্ধে অসাধারণ সৌর্য, বীর্য, সাহস, প্রদর্শন ও আত্মবলিদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

২) মহাবীর চক্র : এটি সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ও পুরস্কার। স্থল জল বা আকাশ যুদ্ধে শত্রুর বিরুদ্ধে অসাধারণ সাহস বিরত্ব ও আত্মবলিদানের জন্য দেওয়া হয়।

৩) বীরচক্র : এটি সেনাবাহিনীর তৃতীয় সর্বোচ্চ সম্মান ও পুরস্কার। জল, স্থল বা আকাশযুদ্ধে উল্লেখযোগ্য সাহস বিরত্ব ও আত্মবলিদানের জন্য দেওয়া হয়।

     ১৯৮৮ থেকে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীতে আরও দুটি বীরত্বের স্বীকৃতি সূচক পুরস্কার প্রবর্তন করেছেন। সেগুলি হল -

ক) উত্তম যুদ্ধ সেবা পদক

খ) যুদ্ধ সেবা পদক

৪) অশোক চক্র : জলে, স্থলে বা আকাশে অসাধারণ বীর্য, সৌর্য, বীরত্ব, আত্মত্যাগের সাহসের স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হয়। যোগ্যতা ও নাম অনুসারে এই পুরস্কার তিনটি স্তরে ভাগ করা হয়েছে -

ক) অশোক চক্র

খ) কীর্তি চক্র

গ) শৌর্য চক্র 


পৃথিবীর কতগুলি ভৌগোলিক উপনাম

  1. ভূস্বর্গ - কাশ্মীর
  2. প্রাসাদ নগরী - কলকাতা
  3. পঞ্চ নদীর দেশ - পাঞ্জাব
  4. সূর্যোদয়ের দেশ - জাপান
  5. শ্বেত হস্তির দেশ - থাইল্যান্ড
  6. পান্নার দেশ - আয়ারল্যান্ড
  7. সোনার ভেড়ার লোমের দেশ - অস্ট্রেলিয়া
  8. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ - আফ্রিকা
  9. পৃথিবীর ছাদ - পামির মালভূমি
  10. মুক্তার দ্বীপ - বাহরিন দ্বীপ
  11. নির্জন দ্বীপ - মধ্য আটলান্টিকের ত্রিস্তান দা টুন্ডা
  12. লবঙ্গ হ্রদ - জাঞ্চিবার
  13. চীনের দুঃখ - হোয়াংহো
  14. দাক্ষিণাত্যের কাশি - মাদুরাই
  15. গোলাপি রঙের শহর - জয়পুর
  16. ভারতের প্রবেশদ্বার - মুম্বাই
  17. সাম্রাজ্য নগরী - নিউইয়র্ক
  18. নীলনদের দান - মিশর
  19. নিশীথ সূর্যের দেশ - নরওয়ে
  20. হাজার হ্রদের দেশ - ফিনল্যান্ড
  21. গ্রানাইট পাথরের দেশ - অ্যাবাডিনা
  22. ভোরের নিস্তব্ধতার দেশ - কোরিয়া
  23. নিষিদ্ধ নগর - নাসা
  24. ইউরোপীয় ক্রীড়াভূমি - সুইজারল্যান্ড
  25. চিনির পাত্র - কিউবা
  26. পবিত্র ভূমি - প্যালেস্টাইন
  27. স্বর্ণরেণু নদী - ইয়াংসিকিয়া
  28. মধ্যরাতে চাবি - জিব্রাল্টার
  29. ইউরোপের মরু - বোজায়ান
  30. শ্বেতাঙ্গের কবর - গিনিকোস্ট
  31. উত্তরের ভেনিস - স্টক হোম


Gktoday Current Affairs 2022

     Gk today Bengali Job Alert. Govt Job vacancy available Now. GK Today Bengali. West Bengal Current Affairs 2022. Gktoday Job. GK Bengali. Gk in bengali 2022. Gktoday Current Affairs. জেনারেল নলেজ কুইজ. বাংলা general knowledge pdf. জিকে সাধারণ জ্ঞান. সাধারণ জ্ঞান mcq pdf. বাংলা General knowledge class 2. বাংলা general knowledge class 8. বাংলা general knowledge class 5. Gk questions bengali 2022.

Download : ভারতের সেনাবাহিনীর বিরত্যের জন্য প্রদত্ত সম্মান গুলি / পৃথিবীর কতগুলি ভৌগোলিক উপনাম

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close