LightBlog
ইতিহাস চেতনা | প্রথম অধ্যায় | একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন ২০২৩ | WB Class 11 History Suggestion 2023
Type Here to Get Search Results !

ইতিহাস চেতনা | প্রথম অধ্যায় | একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন ২০২৩ | WB Class 11 History Suggestion 2023

একাদশ শ্রেণি

প্রথম অধ্যায়

ইতিহাস চেতনা

ইতিহাস চেতনা | প্রথম অধ্যায় | একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন ২০২৩
ইতিহাস চেতনা | প্রথম অধ্যায় | একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন ২০২৩


(ক) নীচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও ঃ


(১) প্রাক-ইতিহাস শব্দটির অর্থ কী? - যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না


(২) ইতিহাস যুগের একটি সভ্যতার নিদর্শন হল - বৈদিক আর্য সভ্যতা


(৩) সবচেয়ে পুরোনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে - আফ্রিকায়


(৪) মায়া সভ্যতার নিদর্শন মিলেছে - আমেরিকায়


(৫) কিউনিফর্ম লিপির অপর নাম হল - কোণাক্ষর লিপি


(৬) ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন - থুকিডিডিস


(৭) আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয় - র‍্যাঙ্কেকে


(৮) ইন্ডিকা-র রচয়িতা হলেন - মেগাস্থিনিস


(৯) তহকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন - আলবিরুনি


(১০) সৃষ্টির আদিলগ্নে মানুষ - পাথরের হাতিয়ার ব্যবহার করত


(১১) সিন্ধু সভ্যতার যুগের মানুষ - চাষবাস করত

See More : WB Class 11 History Full Suggestion 2023 WBCHSE

(খ) নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও ঃ


(১) প্রায় ইতিহাস কাকে বলা হয়?

উত্তরঃ যে ঐতিহাসিক যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, সেই যুগের ইতিহাসকে প্রায়-ইতিহাস বলে। যেমন - হরপ্পা সভ্যতা


(২) লেখমালা কাকে বলে?

উত্তরঃ লিপিসহ খননকার্যে ইট, পাথর ও ধাতু ফলকগুলিকে লেখমালা বলে।


(৩) এপিগ্রাফি কাকে বলে?

উত্তরঃ শিলালিপি উৎকীর্ণ বিষয়ক পঠনপাঠনকে ইংরেজিতে এপিগ্রাফি বলে।


(৪) প্যাপিরাস কী?

উত্তরঃ প্রাচীন মিশরীয়রা প্যাপিরাস নামে শর জাতীয় গাছের ছালে লিখত। এই ছালকে প্যাপিরাস বলে। 


(৫) হায়ারোগ্লিফিক কাকে বলে?

উত্তরঃ হায়ারোগ্লিফিক শব্দের সাধারণ অর্থ হল দেবভাষা বা পবিত্র ভাষা।


(৬) ইতিহাস পুরাণ কে?

উত্তরঃ প্রাচীন ভারতীয়, গ্রিকসহ বিভিন্ন প্রাচীন সভ্যতার বিভিন্ন পুরাণ অর্থাৎ পৌরাণিক কাহিনীর প্রচলন রয়েছে। ঐতিহাসিক উপাদান-সমৃদ্ধ এসব পুরাণকে ইতিহাস-পুরাণ বলা হয়।


(৭) হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়?

উত্তরঃ আমির খসরুকে


(৮) যুগচক্র কাকে বলে?

উত্তরঃ সত্য, ক্রেতা, দ্বাপর ও কলি এই চারটি যুগের পর্যায়ক্রমিক আবর্তনকে যুগচক্র বলে।


(৯) প্রবাহমান কাল বলতে কি বোঝো?

উত্তরঃ কাল নদীর স্রোতের মতো বয়ে যায়, ইতিহাসের ক্ষেত্রেও তা লক্ষণীয় । এই বয়ে যাওয়া কালকে প্রবহমান কাল বলে।

 

(১০) কোন্‌ সময়কাল আদি মধ্যযুগ হিসাবে চিহ্নিত?

উত্তরঃ আধুনিক ঐতিহাসিকগণ ভারতের মধ্যযুগকে আদিমধ্য ও অন্তমধ্য এই দুই ভাগে ভাগ করে থাকে। আনুমানিক ৬০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আদি মধ্যযুগ বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close