LightBlog
রাজনীতির বিবর্তন-শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা | তৃতীয় অধ্যায় | একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন ২০২৩ | WB Class 11 History Suggestion 2023
Type Here to Get Search Results !

রাজনীতির বিবর্তন-শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা | তৃতীয় অধ্যায় | একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন ২০২৩ | WB Class 11 History Suggestion 2023

রাজনীতির বিবর্তন-শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা

তৃতীয় অধ্যায়

একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন ২০২৩

WB Class 11 History Suggestion 2023

রাজনীতির বিবর্তন-শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা | তৃতীয় অধ্যায় | একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন ২০২৩
রাজনীতির বিবর্তন-শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা | তৃতীয় অধ্যায় | একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন ২০২৩


(১) নীচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :


১.১ 'পলিটিক্স' গ্রন্থের রচয়িতা হলেন - প্লেটো

১.২ স্পার্টার ম্যাজিস্ট্রেটরা যে নামে পরিচিত ছিল, তা হল - ইফর

১.৩ এথেন্সের ক্রীতদাসরা যে নামে পরিচিত ছিল, তা হল - থিটিস

১.৪ প্লেটোর মতে, একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত - ৫০০০ জন

১.৫ এক্রোপলিস কী? - গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র

১.৬ কোশল মহাজনপদটির রাজধানী ছিল - শ্রাবস্তী

১.৭ ষোড়শ মহাজনপদের অধিকাংশ রাজ্য ছিল - রাজতান্ত্রিক

১.৮ মহাজনপদগুলির যে শহর জলবেষ্টিত নিরাপত্তার জন্য 'জলদুর্গ' নামে পরিচিত ছিল, তা হল - পাটলিপুত্র

১.৯ চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মৌর্য সাম্রাজ্য প্রদেশ ছিল - চারটি

১.১০ মৌর্যবংশের পতন ঘটান - পুষ্যমিত্র শুঙ্গ

১.১১ প্রাচীন মৌর্যযুগে - গ্রিক দূত মেগাস্থিনিস ভারতে আসেন

১.১২ কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম হল - ইস্তানবুল

১.১৩ ভারতের নেপোলিয়ন বলা হয় - সমুদ্রগুপ্তকে

১.১৪ রোমের শিক্ষিত ও অভিজাত লোকেরা যে ভাষায় কথা বলত, তা হল - গ্রিক

১.১৫ প্রাচীন রোমে যে ধর্ম প্রচলিত ছিল, তা হল - বহুত্ববাদী ধর্ম

১.১৬ সর্বপ্রথম খ্রিস্টধর্ম গ্রহণ করেন যে, রোমান সম্রাট - কনস্টানটাইন

১.১৭ এলাহাবাদ প্রশস্তি রচনা করেন - হরিষেণ

১.১৮ বিশাখদত্তের লেখা গ্রন্থটির নাম হল - মুদ্রারাক্ষস

১.১৯ গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন - কালিদাস

১.২০ গুপ্ত যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন - আর্যভট্ট

১.২১ বৃহৎসংহিতা গ্রন্থটি রচনা করেন - বরাহমিহির

১.২২ আমির খসরু রচিত গ্রন্থটির নাম হল - কিরান-উস-সদাইন

১.২৩ অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন - সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট

১.২৪ দি ম্যাগনিফিসেন্ট নামে কোন্‌ অটোমান সুলতান পরিচিত? - সুলতান সুলেমান

১.২৫ অটোমান শাসনকালের শ্রেষ্ঠ স্থপতি ছিলেন - মিরার সিনান

See More : WB Class 11 History Full Suggestion 2023 WBCHSE

(২) নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ


২.১ নগর-রাষ্ট্র কাকে বলে?

উত্তরঃ খ্রিস্টপূর্ব পঞ্চম-চতুর্থ শতকের মধ্যে গ্রিসে বেশ কিছু ছোটো ছোটো রাষ্ট্রের অস্তিত্ব ছিল যেসব রাষ্ট্রে নাগরিকরা প্রত্যক্ষভাবে রাষ্ট্রের কাজকর্মে অংশগ্রহণ করতে পারত। এসব ছোটো রাষ্ট্রগুলিকে বাংলায় নগর-রাষ্ট্র ও গ্রিক ভাষায় পলিস বলে।

২.২ জনপদ বলতে কী বোঝো?

উত্তরঃ সংস্কৃত 'জন' শব্দের অর্থ হল 'উপজাতি' এবং 'পদ' শব্দের অর্থ হল 'পা'। অর্থাৎ নির্দিষ্ট কোনো উপজাতিগোষ্ঠীর নির্দিষ্ট কোনো বসতিই হল জনপদ।

২.৩ দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো।

উত্তরঃ বৃজি ও মল্ল

২.৪ সাম্রাজ্য কালে বলে?

উত্তরঃ কোনো শক্তিশালী রাজতান্ত্রিক বা অভিজাততান্ত্রিক শাসকগোষ্ঠীর সুবৃহৎ রাষ্ট্রকে সাম্রাজ্য বলা হয়।

২.৫ ম্যাসিডনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে কয়েকটি সাদৃশ্য উল্লেখ করো।

উত্তরঃ ম্যাসিডনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে কয়েকটি সাদৃশ্য হল - 

প্রথমত, মৌর্য ও ম্যাসিডনীয় উভয় সাম্রাজ্যই আয়তনের দিক থেকে সুবিশাল ছিল।

দ্বিতীয়ত, উভয় সাম্রাজ্যেরই প্রকৃতি ছিল বংশানুক্রমিক রাজতান্ত্রিক।

২.৬ কবে কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয়?

উত্তরঃ ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে জ্বরে আক্রান্ত হয়ে ব্যাবিলনে আলেকজান্ডারের মৃত্যু হয়।

২.৭ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরঃ শ্রীগুপ্ত

২.৮ গুপ্তযুগের শেষভাগে নগরগুলির অবক্ষয়ের একটি কারণ নির্ণয় করো।

উত্তরঃ গুপ্ত যুগে শিল্প ও বাণিজ্যের অবক্ষয়ের ফলে নগরজীবনের অবক্ষয় শুরু হয়েছিল।

২.৯ চন্ডাল কাদের বলা হত?

উত্তরঃ গুপ্ত যুগে ব্রাহ্মণ নারী ও শূদ্র পুরুষের বিবাহজাত সন্তান চন্ডাল নামে পরিচিত হত।

২.১০ জাস্টিনিয়ান কোড কী?

উত্তরঃ শান্তিপ্রতিষ্ঠার জন্য প্রণীত প্রাচীন রোমান আইন প্যাক্স রোমানা নামে পরিচিত ছিল। মধ্যযুগের ইউরোপের সমাজ ও রাষ্ট্রের পুনর্গঠনে এই আইন কানুনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই আইনগুলির ভিত্তিতে সম্রাট জাস্টিনিয়ান পরে প্রায় চার হাজার আইন সংবলিত 'জাস্টিনিয়ান কোড নামে এক আইনবিধি রচনা করেন, যা 'জাস্টিনিয়ান কোড' নামে পরিচিত।

২.১১ 'গ্রহণ পরিমোক্ষ নীতি' কী?

উত্তরঃ সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের বারো জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্য দখল করেও পরাজিত রাজাদের রাজ্য ফিরিয়ে দেন। তার এই নীতি 'গ্রহণ পরিমোক্ষ নীতি' নামে পরিচিত।

২.১২ অ্যামফিথিয়েটার কী?

উত্তরঃ রোমান সাম্রাজ্যে চার তলা বিশিষ্ট ক্রীড়াক্ষেত্রে পঞ্চাচ হাজার দর্শক বসে গ্ল্যাডিয়েটরের যুদ্ধ, রথের দৌড় প্রভৃতি দেখতে পারত। এই ক্রীড়াক্ষেত্র অ্যাফিথিয়েটার নামে পরিচিত।

২.১৩ ভারতে কোন্‌ যুগকে 'সুবর্ণ যুগ' বলা হয়?

উত্তরঃ ভারতে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়।

২.১৪ মুদ্রারাক্ষস ও পঞ্চতন্ত্র কে রচনা করেন?

উত্তরঃ বিশাখদত্ত 'মুদ্রারাক্ষস' এবং বিষ্ণশৰ্মা 'পঞ্চতন্ত্র' রচনা করেন।

২.১৫ কে, কাকে ভারতের রক্ষাকারী বলেছেন?

উত্তরঃ ঐতিহাসিক ড. রমেশচন্দ্র মজুমদার গুপ্তসম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলেছেন।

২.১৬ কে কাবুলিয়ৎ ও পাট্টা প্রথার প্রবর্তন করেন?

উত্তরঃ শেরশাহ

২.১৭ কে তাজমহল নির্মাণ করান? এর প্রধান স্থপতি কে ছিলেন?

উত্তরঃ মোগল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করান। 

তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ ঈশা খান।

২.১৮ কবে মোগল ও অটোমান সাম্রাজ্যের পতন হয়?

উত্তরঃ ১৮৫৮ খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্যের এবং ১৯২২ খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের পতন হয়।

২.১৯ কোন্ যুদ্ধজয়ের মাধ্যমে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়?

উত্তরঃ ১৫২৬ খ্রিস্টাব্দে পাণিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর দিল্লিতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন।

২.২০ খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঃ খানুয়ার যুদ্ধ ১৫২৭ খ্রিস্টাব্দে বাবর ও সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল।

See More : WB Class 11 History Full Suggestion 2023 WBCHSE

(৩) নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ

(১) পলিসগুলির আয়তন ও জনসংখ্যা নিয়ে বিভিন্ন মতবাদ্গুলি বিশ্লেষণ করো।

উত্তরঃ

প্রাচীন গ্রিক পলিসের আয়তন ও জনসংখ্যা

      প্রাচীন গ্রিকে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নগর-রাষ্ট্রের উন্থান ঘটে, তা পলিস নামে পরিচিত। পলিসগুলির আয়তন যেমন ক্ষুদ্র হত তেমনি এগুলির জনসংখ্যাও বেশ কম হত। বেশির ভাগ পলিসগুলিতে জনসংখ্যা হত পাঁচ হাজার বা তার কম। 

   প্লেটোর অভিমতঃ গ্রিক দার্শনিক প্লেটো পলিসগুলির ক্ষুদ্র আয়তন ও সীমিত লোকসংখ্যাকে সমর্থন করেন। তিনি তাঁর 'রিপাবলিক' গ্রন্থে বলেছেন যে একটি আদর্শ পলিসের লোকসংখ্যা হওয়া উচিত পাঁচ হাজার।

অ্যারিস্টটলের অভিমতঃ দার্শনিক অ্যারিস্টটল তাঁর 'পলিটিকস্‌' গ্রন্থে বলেছেন যে, অত্যধিক জনসংখ্যা নিয়ে পলিস গঠন করা সম্ভব নয়। পলিসের আয়তন ক্ষুদ্র হওয়া উচিত, যেখানে প্রতিটি নাগরিক একে-অপরকে চেনে। তিনি অত্যন্ত ক্ষুদ্র বা বৃহৎ উভয় পলিসের অস্তিত্বের বিরোধিতা করেন। তিনি বলেন, ১০ জন নাগরিক নিয়ে গঠিত পলিস যেমন স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, তেমনি ১ লক্ষ নাগরিক নিয়ে গঠিত পলিসও সুদক্ষ শাসন পরিচালনা করতে পারবে না।

হিপপোডামাসের অভিমতঃ সমকালীন পণ্ডিত হিপপোডামাস পলিসের ক্ষুদ্রত্বকেই সমর্থন করেন। তিনি মনে করেন যে, একটি পলিসের আদর্শ জনসংখ্যা হওয়া উচিত অনূর্ধ্ব ১০ হাজার। 

বাস্তব পরিসংখ্যা

প্রাচীন গ্রিক পলিসগুলির আয়তন কতটা ক্ষুদ্র ছিল বা সেগুলির প্রকৃত জনসংখ্যা কেমন ছিল তা সঠিকভাবে নির্ণয় করা কষ্ঠসাধ্য। বিভিন্ন পরিসংখ্যান থেকে বিভিন্ন আয়তন ও জনসংখ্যা সম্পর্কে কিছুটা আভাস পাওয়া যেতে পারে -

আয়তনঃ বাণিজ্য-নগরী করিন্থ-এর আয়তন ছিল মাত্র ৩৩০ বর্গমাইল। কিওস-এর ক্ষুদ্রতম দ্বীপ চারটি পলিসে বিভক্ত ছিল। কয়েকটি পলিস আয়তনে বড়ো হলেও অধিকাংশ পলিসই ক্ষুদ্র ছিল। তবে স্পার্টা-র জনসংখ্যা অনেক কম হলেও এর আয়তন অনেক বেশি ছিল।

জনসংখ্যাঃ কিট্টো বলেছেন যে, পেলোপনেসীয় যুদ্ধের শুরুতে অ্যাটিকার জনসংখ্যা ছিল প্রায় ৩ লক্ষ ৫০ হাজার। ঐতিহাসিকবিদ ফিনলে বলেছেন যে, এথেন্সে জনসংখ্যা প্রায় ২ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ ৭৫ হাজার। তবে অধিকাংশ পলিসের জনসংখ্যা বেশির ভাগটাই ছিল অনাগরিক।


(২) এথেন্সের গণতন্ত্রের ভিত্তির প্রতিষ্ঠা কীভাবে হয়েছিল?

উত্তরঃ এথেন্সে নগররাষ্ট্রগুলিতে কোথাও গণতন্ত্র বা কোথাও অভিজাত তন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর এই গনতন্ত্রের পীঠস্থান ছিল এথেন্সে। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কারের মাধ্যমে এথেন্সে গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছিল। 

এথেন্সের গণতন্ত্রের ভিত্তি

বিভিন্ন সংস্কারের মাধ্যমে

সোলনের সংস্কারঃ গণতান্ত্রিক এথেন্সের প্রথম রাষ্ট্রপতি ছিলেন সোলেন। তিনি আর্কন শাসন সংস্কারের মাধ্যমে এথেনীয় গণতন্ত্রকে সুদৃঢ় করেন। তিনিই প্রথম বংশকৌলিন্যের বদলে সম্পদের ভিত্তিতে এথেন্সের নগরগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন।

পেরিক্লিসের সংস্কারঃ পেরিক্লিস বেশকিছু গুরুত্বপূর্ণ সংস্কার সাধনের মধ্য দিয়ে এথেন্সে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করেন। তিনি লটারির মাধ্যমে প্রথম সমস্ত নাগরিককে শাসন কার্যের অংশগ্রহণ করার সুযোগ দেন। এছারাও আর্কন পদের অধিকারী রাষ্ট্রের বেতনভুক কর্মীতে পরিনত করেন।

বিশেষ পদ্ধতির দ্বারা

লটারির মাধ্যমে নির্বাচন : এথেন্সে লটারির মাধ্যমে জনসাধারণের মধ্যে থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য শাসনকর্তাদের নির্বাচিত করা হতো। এর ফলে সাধারণ শ্রেণীর প্রতিনিধিদের অনেকেই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেতো। এভাবেই দরিদ্ররাও পরিষদে এবং জুরি আন্দোলনে বসার অধিকার পেয়েছিল। তবে এক্ষেত্রে এক ব্যক্তির একাধিকবার নির্বাচিত হতে পারত না।

গণবিতর্ক : এথেন্সে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহায্য করেছিল গণবিতর্ক ব্যবস্থা, রাষ্টীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে একলেসিয়ার অধিবেশনে বিতর্ক হতো। কোন একটি প্রস্তাব উঠলে তার পক্ষে-বিপক্ষে বিতর্কের পর তা নির্বাচিত হতে পারে উপস্থিত নাগরিকদের সংখ্যাগরিষ্ঠ ভোটের দ্বারা।


(৩) ষোড়শ মহাজনপদের বিভিন্ন রাজ্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। মহাজনপদগুলির মধ্যে মগধের উন্থানের প্রধান কারণগুলি কী ছিল?


উত্তরঃ 

ষোড়শ মহাজনপদের বিভিন্ন রাজ্য

ষোড়শ মহাজনপদের রাজ্যগুলির অবস্থান ছিল আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতে গোদাবরী নদীর উপকূলের মধ্যবর্তী অঞ্চলে। রাজ্যগুলি হল - 

(১) কাশী, (২) কোশল, (৩) অঙ্গ, (৪) মগধ, (৫) অবন্তী, (৬) বৎস, (৭) বৃজি, (৮) মল্ল, (৯) কুরু, (১০) পাঞ্চাল, (১১) চেদি, (১২) মৎস্য, (১৩) শুরসেন, (১৪) অস্মক, (১৫) গান্ধার, (১৬) কম্বোজ।


মগধের উন্থানের কারণ

হর্ষঙ্ক, শৈশুনাগ, নন্দ ও মৌর্য - এই চারটি রাজবংশের আমলে মগধকে কেন্দ্র করে উত্তর ভারতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল।

(১) ভৌগলিক অবস্থানঃ মগধের ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের উপদ্রুত অঞ্চল থেকে অনেক দূরে হওয়ায় বিদেশি আক্রমণকারীদের পক্ষে ভারতের অভ্যন্তরে এত দূরে আক্রমণ করা সহজ ছিল না।

(২) সুযোগ্য নেতৃত্বঃ হর্ষঙ্ক বংশের বিম্বিসার, অজাতশত্রু; শৈশুনাগ বংশের শিশুনাগ; নন্দ বংশের মহাপদ্মানন্দ; মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক প্রমুখ রাজন্যবর্গের দক্ষ নেতৃত্ব মগধের সাম্রাজ্যবাদ সফলভাবে পরিচালিত হয়েছিল।

(৩) উর্বর কৃষিজমিঃ গঙ্গা ও অন্যান্য নদীবিধৌত মগধের কৃষিজমি ছিল খুবই উর্বর। কৃষিতে প্রচুর উৎপাদনের ফলে প্রভূত পরমাণ রাজস্ব আদায় সম্ভব হত। ফলে মগধে সৈন্যদের ভরণ-পোষণে সুবিধা ও রাজকোশের আর্থিক সমৃদ্ধি ঘটেছিল।

(৪) বৈদেশিক বাণিজ্যঃ বিভিন্ন দূর দেশের সঙ্গে মগধের রপ্তানি বাণিজ্য চলত। মগধের সমৃদ্ধ বৈদেশিক বাণিজ্যের ফলে সেখানকার অর্থনীতি মজবুত হয়েছিল। এই আর্থিক শক্তি মগধের সামরিক শক্তির ভিতও শক্ত হয়েছিল।

See More : WB Class 11 History Full Suggestion 2023 WBCHSE

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close