LightBlog
প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য | বাংলা সাহিত্যের ইতিহাস | একাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২৩ | WB Class 11 Bengali Suggestion 2023 WBCHSE
Type Here to Get Search Results !

প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য | বাংলা সাহিত্যের ইতিহাস | একাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২৩ | WB Class 11 Bengali Suggestion 2023 WBCHSE

প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

বাংলা সাহিত্যের ইতিহাস

প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য | বাংলা সাহিত্যের ইতিহাস | একাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২৩ | WB Class 11 Bengali Suggestion 2023 WBCHSE
প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য | বাংলা সাহিত্যের ইতিহাস | একাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২৩ | WB Class 11 Bengali Suggestion 2023 WBCHSE


(১) নিচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ

১.১ বাংলাদেশের প্রথম বাঙালি সাহিত্যিকের নাম - অভিনন্দ

১.২ শ্রীধরদাস সংকলিত গ্রন্থটির নাম - সদুক্তি-কর্ণামৃত

১.৩ হর্ষবর্ধনের সভাকবি ছিলেন - বাণভট্ট

১.৪ গোবর্ধন আচার্য রচিত কাব্যের নাম - আর্যাসপ্তশতী

১.৫ চর্যাপদ আবিষ্কৃত হয় - ১৯০৭ খ্রিস্টাব্দে

১.৬ হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুথিটির নাম - চর্যাচর্যবিনিশ্চয়

১.৭ চর্যাপদের মোট রচনাকার ছিলেন - কুড়ি জন

১.৮ চর্যাপদে ব্যবহৃত ভাষাকে বলা হয় - সন্ধ্যাভাষা

১.৯ চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদের রচিয়তার নাম এবং তাঁর রচিত পদগুলির সংখ্যা হল - কাহ্নপাদ, ১২টি

১.১০ লক্ষ্ণণসেনের সভায় শ্রেষ্ঠ কবি ও তাঁর কাব্যের নাম - জয়দেব, রচিত গ্রন্থ "গীতগোবিন্দম্‌"

১.১১ যুগসন্ধির সময় বলা হয় যে সময়কে, তা হল - দশম থেকে দ্বাদশ

১.১২ চর্যাচর্যবিনিশ্চয়ে গান ছাড়াও ছিল - সরোজবজ্র ও কৃষ্ণাচর্যের দোহা

১.১৩ লুইপাদের পদ পাওয়া যায় - ২টি

১.১৪ চর্যার পদগুলির মূল বিষয় ছিল - সাধনতত্ত্বের প্রকাশ

১.১৫ মাগধী অপভ্রংশ প্রচলিত ছিল - গৌড় বঙ্গীয় অঞ্চলে

১.১৬ চর্যাপদের টীকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন - লুইপাদ

See More : Full Class 11 Bengali Suggestion 2023

(২) নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ

প্রশ্ন : চর্যাপদের সাহিত্যমূল্য আলোচনা কর।
উত্তর : সহজিয়াপন্থী নামে পরিচিত একশ্রীর বৌদ্ধ সাধক তাদের সাধনার গুড়তত্ত্বকে লৌকিক জীবনের আরাধে রূপক ও সংকেত এর সাহায্যে প্রকাশ করতেই চর্যাপদ রচনা করেছিলেন। তাই চর্যাপদ ধর্ম বিষয়ক রচনা হলেও চর্যের গানগুলি সাহিত্যমূল্যকে কিন্তু একেবারে উপেক্ষা করা যায় না। বহু বিচিত্র অনুভব ও অভিজ্ঞতার প্রতিফলন লক্ষ্য করা যায় চর্যাপদের যার কোন কোনটি মানবিক আবেদনে শিক্ত।
কুক্কুরিপদ রচিত একটি ঘপদে আছে -
"ফেটলিউ গো মাত্র অন্তউড়ি চাহি"।
এর অর্থ হল মাগো আমি প্রসব করেছি এখন দরকার একটি আঁতুড় ঘরের। দুঃখিনী নারীর এই কাতর আরটি একালের পাঠকের মনকে ছুঁয়ে যায়। ঢেণ্ঢনপাদ রোজিত একটি পদে আমরা দেখতে পাই নিঃসঙ্গ অথচ বিরম্বিত জীবনের বেদনা -
"কারণ মোর ঘর নাহি পড়বেষী।
হাড়ীত ভাত নাঁহি নিয়তি আবশী।।"
      চর্যাপদ গুলি মূলত গান হওয়ার ছন্দের ক্ষেত্রে কোথাও কোথাও এর শীতলতা আছে। তা সত্বেও প্রাকৃত পাদাকুলক ছন্দের আদর্শকে যথাসম্ভব অনুসরণের চেষ্টা এই পথ গুলির মধ্যে লক্ষ্য করা যায়। কাজেই পদের আঙ্গিক সম্পর্কে পদকর্তারা যে সচেতন ছিলেন এ কথা বলা যেতেই পারে। সবমিলিয়ে চর্যাপদ কে উৎকৃষ্ট মানের কাব্যের মর্যাদা না দিয়েও বলা যায় ধর্মতত্ত্বের কাঠিন্য ভেদ করে তার মধ্যে কাব্য রাশের উচ্চ ধারা প্রবাহিত হয়েছেন।

See More : Full Class 11 Bengali Suggestion 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close