নবম শ্রেণী
ইতিহাস
প্রথম ইউনিট টেস্ট
মডেল এক্টিভিটি সেট ৫
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ 'দ্য ওয়েলথ অফ নেশন' গ্রন্থটি রচনা করেন -
(ক) অ্যাডাম স্মিথ
(খ) জন স্মিথ
(গ) ভলতেয়ার
(ঘ) ম্যাক্সিন গোর্কি
১.২ 'প্রজাপতি রাজা' নামে অভিহিত ছিলেন -
(ক) চর্তুদশ লুই
(খ) পঞ্চদশ লুই
(গ) ষোড়শ লুই
(ঘ) অষ্টাদশ লুই
১.৩ ফ্রান্সে প্রচলিত 'শ্রম কর' হল -
(ক) টেইলি
(খ) ক্যাপিটেশন
(গ) গ্যাবেল
(ঘ) করভি
১.৪ ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের
(ক) ১২ জুলাই
(খ) ১৩ জুলাই
(গ) ১৪ জুলাই
(ঘ) ১৫ জুলাই
১.৫ 'আঁসিয়া রেজিম' কথাটির অর্থ হল -
(ক) বর্তমান সমাজ
(খ) পূর্বতন সমাজ
(গ) নতুন সমাজ
(ঘ) সামাজিক সাম্য
১.৬ নেপোলিয়ন নীলনদের যুদ্ধে পরাজিত হন -
(ক) নেলসনের কাছে
(খ) ওয়েলিংটনের কাছে
(গ) কুটুজোভের কাছে
(ঘ) ব্রান্সউইকের কাছে
১.৭ ওয়াটার লুর যুদ্ধ হয় -
(ক) ১৮১৪ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮১৭ খ্রিস্টাব্দে
১.৮ পোড়ামাটি নীতি অনুসরণ করে -
(ক) ফরাসিরা
(খ) ইংরেজরা
(গ) পোর্তুগিজরা
(ঘ) রুশরা
১.৯ 'ওয়ার অ্যান্ড পিস' উপন্যাসটি রচনা করেন -
(ক) পুসকিন
(খ) ডেভিড টমসন
(গ) লিও তলস্তয়
(ঘ) রাসকিন
১.১০ নেপোলিয়নের মৃত্যু হয় -
(ক) এলবা দ্বীপে
(খ) সেন্ট হেলেনা দ্বীপে
(গ) কর্সিকা দ্বীপে
(ঘ) বার্লিনে
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ঃ
২.১ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও ঃ
বামস্তম্ভ
(ক) স্পেনের উত্তরাধিকার যুদ্ধ
(খ) অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ
(গ) ওয়াটার লুর যুদ্ধ
ডানস্তম্ভ
(অ) রাজা পঞ্চদশ লুই
(আ) সম্রাট নেপোলিয়ন
(ই) রাজা চর্তুদশ লুই
৩। নীচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও ঃ
৩.১ 'অঁসিয়া রেজিম' বলতে কী বোঝায়?
৩.২ ব্রান্সউইক ঘোষণাপত্র কী?
৩.৩ কোড নেপোলিয়নের গুরুত্ব কী?
৩.৪ কনফেডারেশন অফ রাইন কী?
৩.৫ একশো দিনের রাজত্ব বলতে কী বোঝো?
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ