LightBlog
Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 13-06-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 13-06-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

Daily Current Affairs Today


প্রশ্নঃ গ্রিহ মন্ত্রী অমিত শাহ __________ দিউতে পশ্চিম জোনাল বৈঠকের সভাপতিত্ব করছেন?

(ক) ২৪তম

(খ) ২৫তম

(গ) ২৬তম

(ঘ) ২৭তম

উত্তরঃ (খ) ২৫তম


প্রশ্নঃ WTO মন্ত্রী পর্যায়ের সম্মেলন __________ এ শুরু হবে?

(ক) লন্ডন

(খ) টোকিও

(গ) নিউ ইয়ার্ক

(ঘ) জেনিবা

উত্তরঃ (ঘ) জেনিবা


প্রশ্নঃ মার্কিন বার্ষিক মুদ্রাস্ফীতির হার মে মাসে _________ শতাংশে বেড়েছে?

(ক) ৯.১%

(খ) ৫.৩%

(গ) ৮.৬%

(ঘ) ৬.৭%

উত্তরঃ (গ) ৮.৬%


প্রশ্নঃ বুদ্ধ পূর্ণিমার জন্য ভারত কোন দেশে বুদ্ধের নিদর্শন পাঠাবে?

(ক) চিন

(খ) মঙ্গোলিয়া

(গ) জাপান

(ঘ) শ্রীলঙ্কা

উত্তরঃ (খ) মঙ্গোলিয়া


প্রশ্নঃ নিচের কোনটি প্রযুক্তি বিষয়ক জাতিসংঘ প্রধানের দূত হিসেবে নিযুক্ত হয়েছেন?

(ক) নবীন কুমার গৌড়া

(খ) বিনিতা কুমার

(গ) বলবন্ত সিংহা

(ঘ) অমনদীপ সিং গিল

উত্তরঃ (ঘ) অমনদীপ সিং গিল


প্রশ্নঃ কোন ভারতীয় গ্র্যান্ড মাস্টার নরওয়ে দাবা টুর্নামেন্টে গ্রুপ 'এ' শিরোপা জিতেছেন?

(ক) আর প্রঞ্জানানন্দ

(খ) রৌনক সাধবানী

(গ) মিত্রভা গুহা

(ঘ) সংলাপ গুপ্তা

উত্তরঃ (ক) আর প্রঞ্জানানন্দ


প্রশ্নঃ জাপান এবং কোন দেশ প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে?

(ক) রাশিয়া

(খ) চিন

(গ) মঙ্গোলিয়া

(ঘ) সিঙ্গাপুর

উত্তরঃ (ঘ) সিঙ্গাপুর


প্রশ্নঃ এই মাসে কোন দেশে যাবেন প্রধানমন্ত্রী মোদী?

(ক) সিঙ্গাপুরে

(খ) সংযুক্ত আরব আমিরেত

(গ) রাশিয়া

(ঘ) আমেরিকা

উত্তরঃ (খ) সংযুক্ত আরব আমিরেত


প্রশ্নঃ ভিয়েতনাম এবং কোন দেশ ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর?

(ক) বুরুন্দি

(খ) জর্জিয়া

(গ) মিশর

(ঘ) মঙ্গোলিয়া

উত্তরঃ (ক) বুরুন্দি


প্রশ্নঃ নবী মুহাম্মদের কন্যাকে নিয়ে চলচ্চিত্র নিষিদ্ধ করেছে কোন দেশ?

(ক) মেক্সিকো

(খ) মোরক্কো

(গ) জার্মানি

(ঘ) ভারত

উত্তরঃ (খ) মোরক্কো

                                      

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close