পঞ্চম অধ্যায়
পরিবেশ ও তার সম্পদ
(১) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ-
১.১ একটি সর্বোচ্চ খাদকের উদাহরণ দাও।
উত্তরঃ- বাজপাখি
১.২ বাষ্পমোচন রোধের জন্য ফণীমনসার পাতা কিসে রূপান্তরিত হয়েছে?
উত্তরঃ- কাঁটায়
১.৩ গৃহীত শক্তির কত ভাগ দেহ গঠনের কাজে লাগে?
উত্তরঃ- 10 ভাগ
১.৪ কয়েকটি খাদ্যশৃংখল যখন পরস্পর সম্পর্কযুক্ত হয় তখন তাকে কি বলে?
উত্তরঃ- খাদ্যজাল
১.৫ যেসব জীব নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করে তাদের কি বলে?
উত্তরঃ- উৎপাদক
১.৬ খাদ্যশৃংখলে শক্তির উৎস কি?
উত্তরঃ- সূর্য
১.৭ প্রোটিনের বিকল্প খাদ্য কি?
উত্তরঃ- মাশরুম ও ক্লোরেল্লা
১.৮ দুটি প্রচলিত শক্তির উদাহরণ দাও।
উত্তরঃ- কয়লা ও পেট্রোল
১.৯ পারমাণবিক শক্তির জন্য কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ- ইউরেনিয়াম
১.১০ ভারতের দুটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদাহরণ দাও।
উত্তরঃ- তারাপুর, কলাপক্কম
১.১১ প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ
ইস্ট : ছত্রাক :: স্পাইরুলিনা : _______।
উত্তরঃ- শৈবাল
১.১২ শূন্যস্থান পূরণ করোঃ
বাস্তুতন্ত্রের যে উপাদান জটিল যৌগকে সরল জৈব যৌগে পরিণত করে তাকে ______ বলে।
উত্তরঃ- বিয়োজক
(২) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ-
২.১ বাস্তুতন্ত্র বলতে কী বোঝো?
উত্তরঃ- কোন একটি নির্দিষ্ট বসতি অঞ্চলে পরিবেশের জড় উপাদানের সঙ্গে সজীব উপাদানের এবং সজীব উপাদান গুলির পারস্পরিক অন্তঃক্রিয়ায় যে বসতি গড়ে ওঠে, তাকে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলে।
২.২ উৎপাদক কাকে বলে?
উত্তরঃ- যেসব জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে সক্ষম তাদের উৎপাদক বলা হয়। যেমন - গাছ।
২.৩ খাদক কাকে বলে?
উত্তরঃ- বাস্তুতন্ত্রের উপর নির্ভর করে যে সমস্ত জীব জীবন ধারণ করে তাদের খাদক বলা হয়। যেমন - মানুষ।
২.৪ খাদ্যশৃংখল বলতে কী বোঝো?
উত্তরঃ- উৎপাদক থেকে ক্রমপর্যায় খাদ্য-খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির একমুখী প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃংখল বলে।
২.৫ খাদ্যজালক কাকে বলে?
উত্তরঃ- বাস্তুতন্ত্রে একাধিক খাদ্যশৃংখলের সাংগঠনিক একক গুলি বিভিন্নভাবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে জটিল জালকাকার সম্পর্ক সৃষ্টি করে তাকে খাদ্য জালক বলে।
২.৬ শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলতে কি বোঝো।
উত্তরঃ- বাস্তুতন্ত্রে উৎপাদক দ্বারা রূপান্তরিত সৌরশক্তি খাদ্যের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরকে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলে।
২.৭ লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র বলতে কি বোঝো?
উত্তরঃ- বাস্তুতন্ত্রের প্রতিটি ট্রফির স্তর বা পুষ্টিস্তরে যে শক্তি এসে পৌঁছায় তার 10% পরবর্তী স্তরে যায়। এইভাবে আবার পরবর্তী স্তরে পূর্ববর্তী স্তরের 10% শক্তি প্রভাবিত হয়, একেই শক্তির দশ শতাংশ সূত্র বলে। বিজ্ঞানী লিন্ডেম্যান এই সূত্রের প্রবক্তা। তাই তাঁর নাম অনুসারে এই সূত্রকে লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র বলে।
২.৮ পশুপালন কাকে বলে?
উত্তরঃ- জীবন বিজ্ঞানের যে শাখায় গৃহপালিত পশুদের খাদ্য, আশ্রয়, জনন, পরিচর্যা বিষয়ে আলোচনা করা হয়, তাকে পশুপালন বলে।
২.৯ ন্যাটালিটি ও মর্টালিটির মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো।
উত্তরঃ- ন্যাটালিটি ও মর্টালিটির মধ্যে প্রধান দুটি পার্থক্য হলো -
প্রথমত, প্রতি একক সময়ে পপুলেশন এ যে সংখ্যায় সদস্য যোগ হয় তাকেন ন্যাটালিটি বলে, আর প্রতি একক সময়ে যে সংখ্যায় পপুলেশন থেকে সদস্য সংখ্যা কমে তাকে মর্টালিটি বলে।
দ্বিতীয়ত, ন্যাটালিটিতে পপুলেশনের আকার ও আয়তন বৃদ্ধি পায়, আর মর্টালিটিতে পপুলেশনের ঘনত্ব কমায়।
২.১০ বিয়োজক কাকে বলে?
উত্তরঃ- যেসব আণুবীক্ষণিক জীব মৃত জীবদেহ অথবা জৈব রেচন বা বর্জ্য বস্তুর পচন এবং বিয়োজন ঘটিয়ে বিভিন্ন জটিল জৈব যৌগকে সরল জৈব যৌগে বিশ্লিষ্ট করে এবং তা থেকে পুষ্টি লাভ করে, তাদের বিয়োজক বলে।
(৩) রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ-
৩.১ বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ বলতে কি বুঝ আলোচনা করো।
উত্তরঃ- বাস্তুতন্ত্রে উৎপাদক দ্বারা রূপান্তরিত সৌরশক্তি খাদ্যের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরকে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলে।
বাস্তুতন্ত্রে এই শক্তি প্রবাহ তিনটি পর্যায়ে সম্পন্ন হয়। বাস্তুতন্ত্র শক্তির প্রবাহ নিচে আলোচনা করা হল -
শক্তি অর্জনঃ-
শক্তির মূল উৎস হল সূর্যালোক অর্থাৎ সৌর শক্তি। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ সময় সৌরশক্তি শোষন করে রাসায়নিক শক্তিতে পরিবর্তন করে। পরে ওই রাসায়নিক শক্তি উৎপন্ন খাদ্যের মধ্যে স্থিতি শক্তিরূপে আবদ্ধ হয়। তাই এই পর্যায়েকে শক্তি অর্জন বলে।
শক্তির ব্যবহারঃ-
বাস্তুতন্ত্রের পুষ্টি স্তরে আসল শক্তি উৎপাদন করে উৎপাদক। উৎপাদক কর্তৃক গৃহীত সৌরশক্তি খাদ্য শৃঙ্খলে আবদ্ধ বিভিন্ন জীব গোষ্ঠী পর্যায়ক্রমে গ্রহণ করে শক্তির প্রবাহ অক্ষুন্ন রাখে।আর এই জীব গোষ্ঠী যে পরিমান শক্তি গ্রহণ করে তার বেশিরভাগ দেহের তাপ উৎপাদন এবং নানা প্রকার জৈবনিক কাজে ব্যবহৃত করে।
শক্তির স্থানান্তরঃ-
বাস্তুতন্ত্রের উৎপাদকের দেহে আবদ্ধ সৌরশক্তি পর্যায়ক্রমে প্রথম সারির, দ্বিতীয় সারির, তৃতীয় সারির এবং শেষ সর্বোচ্চ সারের খাদকের দেহে স্থানান্তরিত হয়। এই স্থানান্তর কারে প্রতি ধাপে মোট শক্তির প্রায় 90 শতাংশ অপচয় হয় এবং মাত্র 10 শতাংশ দেহ গঠনের কাজে লাগে।
৩.২ শক্তি সংরক্ষণের উপায় গুলি আলোচনা করো।
উত্তরঃ- শক্তি সংরক্ষণের উপায় গুলি হল -
প্রথমত, শক্তি সংরক্ষণের জন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে যাতে প্রয়োজনের অতিরিক্ত শক্তি সম্পদ অর্থাৎ কয়লা খনিজ তেল বিদ্যুৎ ব্যবহৃত না হয়।
দ্বিতীয়ত, প্রবাহমান শক্তি সম্পদের ব্যবহার বৃদ্ধি করতে হবে এবং অপুনর্ভব শক্তি সম্পদের ব্যবহার কমাতে হবে।
তৃতীয়ত, গ্রামীণ বাড়িতে গোবর গ্যাস প্লান্ট বসিয়ে বায়োগ্যাস তৈরির মাধ্যমে যেমনি রান্নার জ্বালানি প্রয়োজন মেটানো যায় তেমনি অবশিষ্টাংশের জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা হয়।
চতুর্থত, গৃহস্থলীর কাজে অকারণে পাকা, বাল্ভ, হিটার প্রভৃতি ব্যবহার করা বন্ধ করতে হবে।
পঞ্চমত, বাড়িতে বিদ্যুৎ চালিত পুরনো যন্ত্রপাতি যাতে বিদ্যুৎ বেশি খরচ হয় সেটি পাল্টে দিতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ