LightBlog
Class 9 History First Unit Test 2023 WBBSE | নবম শ্রেণির ইতিহাস প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য | মডেল অ্যাক্টিবিটি - ১
Type Here to Get Search Results !

Class 9 History First Unit Test 2023 WBBSE | নবম শ্রেণির ইতিহাস প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য | মডেল অ্যাক্টিবিটি - ১

নবম শ্রেণী

ইতিহাস

প্রথম ইউনিট টেস্ট

মডেল অ্যাক্টিভিটি সেট ১

Class 9 History First Unit Test 2023 WBBSE | নবম শ্রেণির ইতিহাস প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য | মডেল অ্যাক্টিবিটি - ১
Class 9 History First Unit Test 2023 WBBSE | নবম শ্রেণির ইতিহাস প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য | মডেল অ্যাক্টিবিটি - ১


১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ ফরাসি বিপ্লব হয়েছিল -

(ক) রাজা ত্রয়োদশ লুই এর আমলে

(খ) রাজা চতুর্দশ লুই এর আমলে

(গ) রাজা পঞ্চদশ লুই এর আমলে

(ঘ) রাজা ষোড়শ লুই এর আমলে 

উত্তরঃ (ঘ) রাজা ষোড়শ লুই এর আমলে 

১.২ লেতর দা ক্যাসে হল -

(ক) অধিকার পত্র

(খ) গ্রেপ্তারি পরোয়ানা

(গ) ফ্রান্সের জাতীয় ব্যাংক

(ঘ) গির্জার নির্দেশ নামা 

উত্তরঃ (খ) গ্রেপ্তারি পরোয়ানা

১.৩ "ফ্রান্স ছিল ধান্ত অর্থনীতির জাদুঘর" - একথা বলেছিলেন -

(ক) এডমন্ড বার্ক

(খ) অ্যাডাম স্মিথ

(গ) কুইসনে

(ঘ) দিদেরো 

উত্তরঃ (খ) অ্যাডাম স্মিথ

১.৪ জাতীয় মহাসভা রাজা ষোড়শ লুই কে হত্যা করেছিল 1793 খ্রিস্টাব্দের -

(ক) ২০ জানুয়ারি

(খ) ২১ জানুয়ারি

(গ) ২২ জানুয়ারি 

(ঘ) ২১ ফেব্রুয়ারি 

উত্তরঃ (খ) ২১ জানুয়ারি

১.৫ ফিজিওক্র্যাটসগণ ছিলেন এক শ্রেণীর -

(ক) রাজনীতিবিদ

(খ) অর্থনীতিবীদ

(গ) সাহিত্যিক

(ঘ) দার্শনিক 

উত্তরঃ (খ) অর্থনীতিবীদ

১.৬ নেপোলিয়ন টিলসিটের সন্ধি স্বাক্ষর করেন -

(ক) অস্ট্রিয়ার সাথে

(খ) রাশিয়ার সাথে

(গ) প্রাশিয়ার সাথে

(ঘ) ইংল্যান্ডের সাথে 

উত্তরঃ (খ) রাশিয়ার সাথে

১.৭ নীলনদের যুদ্ধে নেপোলিয়ন যার কাছে পরাজিত হন তিনি হলেন -

(ক) ওয়েলিংটন

(খ) নেলসন

(গ) ব্লুচার

(ঘ) উপরের কোনোটিই নয় 

উত্তরঃ (খ) নেলসন

১.৮ নেপোলিয়নকে যে যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করা হয়েছিল সেটি হল -

(ক) উলন এর যুদ্ধে

(খ) ট্রাফালগারের যুদ্ধ

(গ) লিপজিগ এর যুদ্ধ

(ঘ) ওয়াটারলুর যুদ্ধে 

উত্তরঃ (ঘ) ওয়াটারলুর যুদ্ধে 

১.৯ স্পেনের সিংহাসন থেকে রাজা চতুর্থ চার্লসকে সরিয়ে নেপোলিয়ান সিংহাসনে বসিয়ে ছিলেন -

(ক) জোসেফ কে

(খ) মার্শাল জুর্দানকে

(গ) জেনিকে

(ঘ) চার্লস মর্টেলকে 

উত্তরঃ (ক) জোসেফ কে

১.১০ সম্রাট নেপোলিয়ন ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন -

(ক) ১৮০২ খ্রিস্টাব্দে

(খ) ১৮০৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮০৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮০৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮০৮ খ্রিস্টাব্দে


২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 


২.১ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও :

বাম স্তম্ভ

(ক) ব্রিয়েন

(খ) মাস্কাদিন

(গ) কসাক সেনা

ডান স্তম্ভ

(অ) গেরিলা নীতি

(আ) সামরিক বিদ্যালয়

(ই) প্রতিবিপ্লবী বাহিনী

উত্তরঃ (ক) ব্রিয়েন - (আ) সামরিক বিদ্যালয়

(খ) মাস্কাদিন - (ই) প্রতিবিপ্লবী বাহিনী

(গ) কসাক সেনা - (অ) গেরিলা নীতি

৩। নিচের প্রশ্নগুলির 2-3 টি বাক্যে উত্তর দাও : 

৩.১ জাতীয় সভা বলতে কী বোঝো?

উত্তরঃ বিপ্লবের আগে ফ্রান্সে জাতীয় সভা ও স্টেটস জেনারেলের নির্বাচিত ১২১৪ জন সদস্যের মধ্যে যাজকদের ৩০৮ জন, অভিজাতদের ২৮৫ জন এবং তৃতীয় শ্রেণির ৬২১ জন সদস্য ছিল। কিন্তু প্রতিটি সম্প্রদায়ের ১টি করে মোট ৩টি ভোট দেওয়ার নিয়ম ছিল।


৩.২ প্যারি কমিউন কি?

উত্তরঃ 1789 সালের বিপ্লবে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় বিশেষ করে প্যারিসের দরিদ্র শ্রমিক শ্রেণীর বিশেষ ভূমিকা ছিল। বিপ্লবের সময় এই দরিদ্র শ্রমিক শ্রেনীর প্রতিনিধিদের প্যারিসে 1871 সালের 18ই মার্চ গঠিত হয় প্যারি কমিউন।


৩.৩ ধর্ম মীমাংসা চুক্তি কি?

উত্তরঃ ফরাসি বিপ্লবকালে 'সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি' নামে এক দলিল দ্বারা ফরাসি গির্জার জাতীয়করন করা হলে ফরাসি রাষ্ট্রের সঙ্গে পোপের বিরোধ বাধে। এই বিরোধের মীমাংসার উদ্দেশ্যে নেপোলিয়ন পোপ সপ্তম পায়াস-এর সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেন তা মীমাংসা চুক্তি নামে পরিচিত।


৩.৪ মিনাল ডিক্রিতে কি বলা হয়েছিল?

উত্তরঃ  মিনাল ডিক্রিতে বলা হয়েছিল -

(১) কোনো নিরপেক্ষ বা মিত্র দেশ অবরুদ্ধ বন্দরে জাহাজ পাঠালে তা বাজেয়াপ্ত করা হবে।

(২) কোনো নিরপেক্ষ দেশের জাহা ইংল্যান্ডে প্রবেশ করলে তা শত্রুদেশের জাহাজ বলে গণ্য হবে।


৩.৫ উপদ্বীপীয় যুদ্ধের গুরুত্ব কি?

উত্তরঃ উপদ্বীপীয় যুদ্ধের গুরুত্ব হল -

(১) উপদ্বীপের যুদ্ধে ফরাসি বাহিনীর চরম ব্যর্থতা নেপোলিয়নের পতনের পথ তৈরি করে দেয়।

(২) স্পেনের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ ঐক্যবদ্ধ কোনো জাতির বিরুদ্ধে অভিযানের ফল কী হতে পারে তা স্পেনবাসী নেপোলিয়নের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close