মাধ্যমিক ভৌত বিজ্ঞান
ষষ্ঠ অধ্যায়
চলতড়িৎ
"ক" বিভাগ
(১) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি সঠিক সেটি লেখো :-
(১.১) 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ -
(ক) 2ওহম
(খ) 4ওহম
(গ) 9ওহম
(ঘ) 3ওহম
উত্তর:- (ক) 2ওহম
(১.২) তড়িৎ আধানের SI একক হল -
(ক) ভোল্ট
(খ) কুলম্ব
(গ) ওহম
(ঘ) ওয়াট
উত্তর:- (খ) কুলম্ব
(১.৩) 240V-60W বাতির রোধ -
(ক) 480ওহম
(খ) 960ওহম
(গ) 240ওহম
(ঘ) 720 ওহম
উত্তর:- (খ) 960ওহম
(১.৪) রোধাঙ্কের SI একক হল -
(ক)ওহন-সেমি
(খ)ওহম-সেমি-¹
(গ)ওহম-মিটার-¹
(ঘ) ওহম-মিটার
উত্তর:- (ঘ) ওহম-মিটার
(১.৫) লাইভ তারের রং -
(ক) লাল
(খ) কালো
(গ) সবুজ
(ঘ) আকাশি
উত্তর:- (ক) লাল
(১.৬) 1 BOT হল -
(ক) 1ওয়াট-ঘন্টা
(খ) 1কিলোওয়াট ঘন্টা
(গ) 100ওয়াট-ঘন্টা
(ঘ) 1মেগাওয়াট-ঘন্টা
উত্তর:- (খ) 1কিলোওয়াট ঘন্টা
(১.৭) নাইব্রোম হল -
(ক) Ni, Cr, Al এর সংকেত ধাতু
(খ) Ni,Cr, Fe এর সংকেত ধাতু
(গ) Al, Cr, Fe এর সংকেত ধাতু
(ঘ) Ni, Cr, Fe এর সংকেত ধাতু
উত্তর:- (খ) Ni,Cr, Fe এর সংকেত ধাতু
(১.৮) ফ্লেমিং বামহস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুষ্টটি নির্দেশ করে -
(ক) চৌম্বকক্ষেএের দিক
(খ) তড়িৎক্ষেএের দিক
(গ) পরিবাহীর গতির অভিমুখ
(ঘ) কোনোটিই নয়
উত্তর:- (গ) পরিবাহীর গতির অভিমুখ
(১.৯) যান্ত্রিক শক্তি থেকে তড়িৎশক্তি উৎপন্ন করা যায় -
(ক) বার্লের চক্রে
(খ) বৈদ্যুতিক মোটরে
(গ) বৈদ্যুতিক জেনারেটরে
(ঘ) ট্রান্সফর্মারে
উত্তর:- (গ) বৈদ্যুতিক জেনারেটরে
(১.১০) ফ্যরাডের সুত্র দুটি বিবৃত করে -
(ক) চৌম্বকক্ষেত্র
(খ) তড়িৎক্ষেত্র
(গ) তড়িৎচৌম্বকীয় আবেশ
(ঘ) তড়িৎচৌম্বকীয় ক্ষেত্র
উত্তর:- (গ) তড়িৎচৌম্বকীয় আবেশ
'খ' বিভাগ
২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ
(২.১) তড়িৎ প্রবাহের মাত্রীয় সংকেত কী?
উত্তরঃ l
(২.২) তড়িতের সুপরিবাহী এরূপ একটি অধাতুর নাম লেখো।
উত্তরঃ কার্বন
(২.৩) R মানের দুটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত। তুল্য রোধ কত?
উত্তরঃ R/2
(২.৪) 220v - 100w ও 220v - 50w বাল্ব দুটির মধ্যে কোন্টির রোধ বেশি?
উত্তরঃ 220v - 50w
(২.৫) কোন্ যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়?
উত্তরঃ অ্যানিমিটার
(২.৬) বাড়ির অয়্যারিং এর কাজ সাধারনত কোন্ ধাতুর তার ব্যবহার করা হয়?
উত্তরঃ তামা
(২.৭) শূন্যস্থান পুরন করোঃ
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট ......... নির্মিত।
উত্তরঃ টাংস্টেন
(২.৮) শূন্যস্থান পুরন করোঃ
1 BOT =......w.h
উত্তরঃ 1000
(২.৯) সত্য না মিথ্যা কেখোঃ
বার্লো চক্রের ঘূর্ণ্নের সময় তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
উত্তরঃ সত্য
(২.১০) সত্য না মিথ্যা লেখোঃ
সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের মানের চেয়ে ছোটো হয়।
উত্তরঃ সত্য
'গ' বিভাগ
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ তড়িৎচালক বলের একক এর নাম কি উল্লেখ কর?
উত্তরঃ তড়িৎচালক বলের একক হল ভোল্ট।
প্রশ্নঃ ফিউজ তারের বৈশিষ্ট্য উল্লেখ করো?
উত্তরঃ ফিউজ তারের বৈশিষ্ট্য হলো রোধাঙ্ক বেশি এবং গলনাঙ্ক কম হয়ে থাকে।
প্রশ্নঃ তড়িৎ পরিবাহিতার একক কি?
উত্তরঃ সিমেন্স।
প্রশ্নঃ তড়িদাধানের একক এর নামটি উল্লেখ করো?
উত্তরঃ তড়িৎ আধানের একক হল কুলম্ব।
প্রশ্নঃ একটি অধাতু পরিবাহীর উদাহরণ দাও?
উত্তরঃ গ্রানাইট যা অধাতব পদার্থ হলেও তড়িৎ পরিবহনে সুপরিবাহী।
প্রশ্নঃ নাইক্রোম কোন কোন ধাতুর সংমিশ্রণে গঠিত?
উত্তরঃ নাইক্রোম আয়রন ক্রোমিয়াম এবং নিকেল এর সংমিশ্রণে গঠিত সংকর ধাতু।
প্রশ্নঃ একটি ধাতুর নাম উল্লেখ করো যা বেশি সুপরিবাহী?
উত্তরঃ বেশি সুপরিবাহী ধাতুটির নাম হলো রুপো।
প্রশ্নঃ বৈদ্যুতিক সরঞ্জাম সাধারণত কোন প্রকৃতির পরিবাহী পদার্থ দ্বারা তৈরি হয়ে থাকে?
উত্তরঃ বৈদ্যুতিক সরঞ্জাম সাধারণত অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরী হয়ে থাকে।
প্রশ্নঃ পরিবাহিতা বলতে কী বোঝো?
উত্তরঃ পরিবাহিতা হল রোধের অনোন্যক রাশি।
প্রশ্নঃ একটি উদাহরণ দাও যা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে থাকে?
উত্তরঃ তড়িৎ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
প্রশ্নঃ পৃথিবীর বিভব উল্লেখ কর?
উত্তরঃ পৃথিবীর বিভব হল 0।
প্রশ্নঃ আর্থিং তারের রং উল্লেখ করো?
উত্তরঃ আর্থিং তারের রং সবুজ বা হলুদ হয়ে থাকে।
প্রশ্নঃ 1KW =কত ওয়াট হবে উল্লেখ কর?
উত্তরঃ 1000W
প্রশ্নঃ তড়িৎ এর শ্রেণীবিভাগ কর?
উত্তরঃ তড়িৎ হল দুই প্রকারের। যথা - স্থির তড়িৎ ও চল তড়িৎ।
প্রশ্নঃ 1 হর্সপাওয়ার = কত ওয়াট?
উত্তরঃ 746 ওয়াট।
প্রশ্নঃ 1MW = কত ওয়াট হবে উল্লেখ কর?
উত্তরঃ 1000000W
প্রশ্নঃ রোধের ব্যবহারিক একক উল্লেখ কর?
উত্তরঃ রোধের ব্যবহারিক একক হল ওহম।
প্রশ্নঃ তড়িৎ ক্ষমতা কাকে বলে?
উত্তরঃ তড়িৎ ক্ষমতা হলো বৈদ্যুতিক কার্য করার হার।
প্রশ্নঃ বার্লোর চক্রে কোন তরল ব্যবহার করা হয়েছিল?
উত্তরঃ বার্লোর চক্রে পারদ ব্যবহার করা হয়েছিল।
প্রশ্নঃ তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক উল্লেখ করো?
উত্তরঃ তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক হল অ্যাম্পিয়ার।
প্রশ্নঃ তাপীয় ফল এর ব্যবহারিক প্রয়োগ হিসেবে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ ফিউজ ব্যবহার করা হয়ে থাকে।
প্রশ্নঃ 1WH= কত জুল হবে উল্লেখ করো?
উত্তরঃ 3600 জুল
প্রশ্নঃ আধানের ব্যবহারিক একক উল্লেখ করো?
উত্তরঃ আধানের ব্যবহারিক একক হল কুলম্ব।
প্রশ্নঃ এমসিবি/MCB এর সম্পূর্ণ নাম উল্লেখ কর?
উত্তরঃ এমসিবি এর পূর্ণ নাম হল Miniature Circuit Breaker।
প্রশ্নঃ কোন সূত্র শক্তির সংরক্ষণ সূত্র হিসেবে বিবেচিত?
উত্তরঃ ওহমের সূত্র শক্তি সংরক্ষণ সূত্র হিসেবে বিবেচিত।
প্রশ্নঃ তড়িৎচালক বলের ব্যবহারিক একক উল্লেখ করো?
উত্তরঃ তড়িৎচালক বলের ব্যবহারিক একক হল ভোল্ট।
প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে থাকি অথবা কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়?
উত্তরঃ বৈদ্যুতিক জেনারেটর এ যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়।
প্রশ্নঃ তড়িৎ বিভব কি রাশি?
উত্তরঃ তড়িৎ বিভব হল স্কেলার রাশি।
প্রশ্নঃ কোন যন্ত্রে তড়িৎ শক্তি ব্যবহার করে যান্ত্রিক শক্তি হিসেবে কাজ করে?
উত্তরঃ বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি ব্যবহার করে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়?
উত্তরঃ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হয়।
প্রশ্নঃ তড়িৎ শক্তির এস আই একক টির নাম উল্লেখ করো?
উত্তরঃ তড়িৎ শক্তির এস আই একক হল জুল।
প্রশ্নঃ ফিউজ তারের রোধাঙ্ক কম না বেশি?
উত্তরঃ কম হয়।
প্রশ্নঃ রোধাঙ্ক এর এস আই একক টির নাম কি?
উত্তরঃ ওহম মিটার।
প্রশ্নঃ নাইক্রোম কোন কোন ধাতু দিয়ে গঠিত হয়ে থাকে?
উত্তরঃ নিকেল ক্রোমিয়াম এবং লোহার সংমিশ্রণে গঠিত।
প্রশ্নঃ প্রবাহমাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তরঃ অ্যামিটার এর সাহায্যে প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়।
প্রশ্নঃ এসি এর সুবিধা ডিসি এর তুলনায় কম না বেশি?
উত্তরঃ বেশি সুবিধা।
প্রশ্নঃ ফিউজ তার কোন ধাতু দিয়ে তৈরি করা হয়ে থাকে?
উত্তরঃ ফিউজ তার টিন ও সীসার সংকর ধাতু দিয়ে তৈরি করা হয়।
প্রশ্নঃ তাপমাত্রা হ্রাস করলে ধাতুর রোধাঙ্ক এর কি পরিবর্তন আসে?
উত্তরঃ হ্রাস পায়।
প্রশ্নঃ ফিউজ তারে টিন ও সীসার পরিমাণ কত থাকে?
উত্তরঃ ফিউজ তারে টিন থাকে 25 শতাংশ এবং সীসা থাকে 75 শতাংশ।
প্রশ্নঃ শক এর হাত থেকে বাঁচার জন্য বৈদ্যুতিক যন্ত্রের হাতলে কি পদার্থ ব্যবহার করা হয়ে থাকে?
উত্তরঃ অন্তরক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে।
প্রশ্নঃ তড়িৎ পরিবাহীর সময় ও রোধ স্থির রেখে যদি প্রবাহমাত্রা দ্বিগুণ করা হয় তাহলে তাপের কিরূপ পরিবর্তন হবে?
উত্তরঃ তাপ 4 গুণ বৃদ্ধি পাবে।
প্রশ্নঃ ডিসি এর কম্পাঙ্ক কত?
উত্তরঃ ডিসি এর কম্পাঙ্ক 0।
প্রশ্নঃ তামা রূপো লোহা সীসা এগুলির মধ্যে কোন ধাতুর রোধাঙ্ক কম?
উত্তরঃ এগুলির মধ্যে রুপোর রোধাঙ্ক কম।
প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বলের মান মাপা হয়ে থাকে?
উত্তরঃ পোটেনসিওমিটার এর সাহায্যে মাপা হয়।
প্রশ্নঃ তাপমাত্রা বাড়ালে ধাতুর রোধের পরিবর্তন কেমন হয়?
উত্তরঃ ধাতুর রোধ তাপমাত্রা বাড়ালে বৃদ্ধি পায়।
প্রশ্নঃ একটি ধাতব পরিবাহীর উদাহরণ দাও যা তরল?
উত্তরঃ একটি তরল ধাতব পরিবাহী পারদ।
প্রশ্নঃ তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধাঙ্কের কেমন পরিবর্তন হয়?
উত্তরঃ তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী রোধাঙ্কের হ্রাস পায়।
প্রশ্নঃ এস আই পদ্ধতিতে রোধের একক কি?
উত্তরঃ ওহম।
প্রশ্নঃ কোন প্রকারের তড়িৎ শক্তিতে বার্লোচক্র কাজ করে থাকে?
উত্তরঃ কেবলমাত্র DC তে কাজ করে থাকে।
প্রশ্নঃ তড়িৎ প্রবাহমাত্রা কোন শ্রেণীর রাশি?
উত্তরঃ তড়িৎ প্রবাহ মাত্রা হল স্কেলার রাশি।
প্রশ্নঃ সাধারণত কোন বাল্বটি বেশি পরিমাণে বিদ্যুৎশক্তি সাশ্রয় করে থাকে?
উত্তরঃ LED বাল্ব বেশি পরিমাণে বিদ্যুৎশক্তি সাশ্রয় করে থাকে।
প্রশ্নঃ তড়িৎ বিভব কোন শ্রেণীর রাশি?
উত্তরঃ তড়িৎ বিভব হল স্কেলার রাশি।
প্রশ্নঃ হিটারের কুন্ডলীতে কোন ধাতুটি ব্যবহার করা হয়?
উত্তরঃ নাইক্রোম ধাতুর ব্যবহার করা হয়।
প্রশ্নঃ তড়িৎ কোষে কিরূপ শক্তির পরিবর্তন হয়ে থাকে?
উত্তরঃ তড়িৎ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিবর্তিত বা রূপান্তরিত হয়।
প্রশ্নঃ কিসের সাহায্যে নিম্নচাপ বিশিষ্ট ac তড়িৎ প্রবাহকে উচ্চচাপ বিশিষ্ট ac তে রূপান্তর করা যায়?
উত্তরঃ স্টেপ আপ ট্রান্সফর্মার।
প্রশ্নঃ একটি গৌণ কোষ এর উদাহরণ দাও?
উত্তরঃ একটি গৌণ কোষ হলো লেড এসিড সঞ্চয়ক কোষ।
প্রশ্নঃ গৌণ কোষকে কতবার ব্যবহার করা যায়?
উত্তরঃ গৌণ কোষ কে বারবার ব্যবহার করা যায়।
প্রশ্নঃ সাধারণত কিসের পরিবর্তে এমসিবি/MCB ব্যবহার করা হয়?
উত্তরঃ ফিউজ এর পরিবর্তে এমসিবি/MCB ব্যবহার করা হয়।
প্রশ্নঃ তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক কি?
উত্তরঃ তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক হল হর্সপাওয়ার।
প্রশ্নঃ ভারতের একটি জলবিদ্যুৎ প্রকল্পের নাম উল্লেখ করো?
উত্তরঃ ভারতের একটি জলবিদ্যুৎ প্রকল্প হল ভাকরা নাঙ্গাল প্রকল্প।
প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বের ভিতর বায়ু 0 না পূর্ণ থাকে?
উত্তরঃ বৈদ্যুতিক বাল্বের ভিতর বায়ুশূন্য থাকে।
প্রশ্নঃ নিউট্রাল তারের রং কি হয়?
উত্তরঃ নিউট্রাল তারের রং হয় কালো।
প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বের ভিতর বায়ুশূন্য থাকার কারণ উল্লেখ করো?
উত্তরঃ বাল্বের ভিতর থাকা ফিলামেন্ট যাতে বায়ুর উপস্থিতিতে জারিত না হয় তাই বায়ুশূন্য থাকে।
প্রশ্নঃ আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায় কোন সূত্র থেকে?
উত্তরঃ লেঞ্জের সূত্র থেকে আমরা আবিষ্ট প্রবাহের অভিমুখ জানতে পারি।
প্রশ্নঃ দুটি অন্তরক পদার্থের নাম উল্লেখ করো?
উত্তরঃ দুটি অন্তরক পদার্থ হল কার্ড ও প্লাস্টিক।
প্রশ্নঃ কি দিয়ে জেনারেটর এর ব্রাশ তৈরি হয়?
উত্তরঃ কার্বন দিয়ে জেনারেটর এর ব্রাশ তৈরি হয়।
প্রশ্নঃ তড়িৎ ক্ষমতার এসআই পদ্ধতিতে এককটি কি?
উত্তরঃ ওয়াট।
প্রশ্নঃ লাইভ তারের রং উল্লেখ করো?
উত্তরঃ লাইভ তারের রং হয় লাল।
প্রশ্নঃ বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক এককটি উল্লেখ করো?
উত্তরঃ বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হল Board of Trade Unit।
প্রশ্নঃ কিসে তে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
উত্তরঃ ব্যাটারিতে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়।
প্রশ্নঃ বৈদ্যুতিক ইস্ত্রি তে কিরূপ শক্তির রূপান্তর ঘটে থাকে?
উত্তরঃ বৈদ্যুতিক ইস্ত্রি তে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
প্রশ্নঃ LED এর পূর্ণরূপ লেখ?
উত্তরঃ LED means light emitting diode.
প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়?
উত্তরঃ বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে।
প্রশ্নঃ CLF এর পূর্নরূপ লেখ?
উত্তরঃ Compact Fluorescent Lamp.
প্রশ্নঃ দুটি অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ দাও?
উত্তরঃ দুটি অর্ধপরিবাহী পদার্থ হল সিলিকন এবং জার্মেনিয়াম।
প্রশ্নঃ নিউট্রাল তারের বর্ণ কি রঙের হয়ে থাকে?
উত্তরঃ নিউট্রাল তারের বর্ণ হালকা নীল হয়ে থাকে।
'ঘ' বিভাগ
৪. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ 'শর্ট সার্কিট' বলতে কী বোঝো?
উত্তরঃ কোনো কারণে কোনো তড়িৎ বর্তনীর লাইন দুটির মধ্যে সরাসরি সংযোগ ঘটলে বর্তনীর রোধ প্রায় শূন্য হয়। একে শর্ট সার্কিট বলা হয়। শর্ট সার্কিট হলে বর্তনীতে প্রবাহমাত্রা খুব বেড়ে যায়। ফলে লাইনে প্রচুর তাপ উৎপন্ন হয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে।
প্রশ্নঃ পরিবর্তীপ্রবাহ কী? পরিবতী প্রবাহের ক্ষেত্রে প্রবাহমাত্রা সময়-লেখচিত্রটি কীরূপ?
উত্তরঃ যে তড়িৎ প্রবাহমাত্রা নির্দিষ্ট সময় অন্তর অভিমুখ পরিবর্তন করে এবং সময়ের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে মান পরিবর্তন করে তাকে পরিবর্তী প্রবাহ বলে।
প্রশ্নঃ ডিসি অপেক্ষায় এসি ব্যবহারের সুবিধা উল্লেখ করো?
উত্তরঃ এসির ক্ষেত্রে ট্রান্সফর্মার ব্যবহার করে এর বিবাহ মান বাড়ানো বা কমানো সম্ভব। ডিসি তুলনায় এসির উৎপাদন খরচ অনেক কম হয়। এসি বহুদূরে সম্প্রচার করা সম্ভব।
প্রশ্নঃ তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া বলতে কী বোঝো?
উত্তরঃ তড়িৎপ্রবাহ যেমন চুম্বকের উপর ক্রিয়া করে চুম্বক মেরুকে বিক্ষিপ্ত করার সময় ওর ওপর একটি বল প্রয়োগ করে। এই কারণে পরিবাহী নিজ অবস্থান থেকে বিক্ষিপ্ত হয়। একেই তড়িৎপ্রবাহের উপর। চুম্বকের ক্রিয়া বলে।
প্রশ্নঃ দক্ষিণ হস্ত মুষ্টি সূত্রটি বিবৃত করো।
উত্তরঃ একটি তড়িৎবাহী তারকে ডান হাত দিয়ে যদি এমনভাবে মুষ্টিবদ্ধ করা হয় যাতে বুড়ো আঙুল তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে অন্য আগুলগুলির অগ্রভাগ উৎপন্ন চৌম্বকক্ষেত্রের বলরেখার অৰ্থাৎ চৌম্বকক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে।
প্রশ্নঃ পজিটিভ এবং নেগেটিভ তড়িৎ কীভাবে উৎপন্ন হয়?
উত্তরঃ কোনো মৌলিক পদার্থের সুস্থির পরমাণুর মধ্যে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। ইলেকট্রনগুলি নেগেটিভ বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত ও প্রোটনগুলি পজিটিভ বা ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। ইলেকট্রনের হ্রাস-বৃদ্ধির দ্বারা কোনো পদার্থে তড়িৎ এর প্রকৃতি নির্ধারিত হয়। যে পদার্থ থেকে ইলেকট্রন অপসারিত হবে সেটি ধনাত্মক বা পজিটিভ তড়িৎগ্রস্ত এবং যে পদার্থটি ইলেকট্রনের আধিক্য ঘটবে সেটি ঋণাত্মক বা নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে।
প্রশ্নঃ গৃহস্থালির বর্তনীতে আর্থিং ব্যবহার করার কারণ উল্লেখ করো?
উত্তরঃ গৃহস্থালির বর্তনীতে আর্থিং ব্যবহার করার কারণ হলো যাতে বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট না হয়। এবং যদি হয়ে থাকে তাহলে অতিরিক্ত ইলেকট্রন কনা আর্থিং এর সাহায্যে মাটিতে চলে যাবে এবং গৃহস্থালীতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি গুলি যাতে নষ্ট না হয়।
প্রশ্নঃ বৈদ্যুতিক মোটরের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়?
উত্তরঃ বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানোর উপায় হল -
(১) আর্মেচারের মধ্যে তড়িৎপ্রবাহের মাত্রা বাড়িয়ে।
(২) আর্মেচারের তারের পাকসংখ্যা বাড়িয়ে।
(৩) ক্ষেত্র চুম্বকের চৌম্বকশক্তি বাড়িয়ে।
প্রশ্নঃ 'একটি কোশের তড়িচালক বল 1.5 ভোল্ট' - এর অর্থ কী?
উত্তরঃ কোনো কোশের তড়িচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে, কোশটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িদাধান নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হয়।
প্রশ্নঃ ফিউজ তারের বৈশিষ্ট্য উল্লেখ করো?
উত্তরঃ ফিউজ তার নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক যুক্ত হয়ে থাকে। ফিউজ তার এমন এক সংকর ধাতু দিয়ে তৈরি হয় যা 25 শতাংশ টিন এবং 75% সীসা থাকে।
প্রশ্নঃ বার্লোরচন্দ্র পরিবর্তী প্রবাহে কাজ করে না কেন?
উত্তরঃ বার্লোরচক্র পরিবর্তী প্রবাহে (AC) কাজ করে না। কারণ বালোরচক্র তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া’ এই নীতির উপর প্রতিষ্ঠিত। চুম্বকক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত দিকে হলে চক্রের ঘূর্ণনের অভিমুখ বিপরীত হবে। পরিববর্তী প্রবাহে (AC)তড়িৎ প্রবাহের অভিমুখ প্রতি মুহুর্তে পরিবর্তিত হয়। এক্ষেত্রে চক্রটি একবার একদিকে ও পরে বিপরীত দিকে ঘুরতে চেষ্টা করবে। ফলে চক্রের ঘূর্ণন হবে না। কেবলমাত্র সমপ্রবাহে (DC)-তে বালোরচক্র কাজ করবে।
প্রশ্নঃ লেঞ্জের সূত্র বিবৃত করো।
উত্তরঃ তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখ এমন হয় যে, যে কারণে আবিষ্ট তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহমাত্রা সর্বদা সেই কারণকে বাধা দেয়।
প্রশ্নঃ সমপ্ৰথচ্ছেদ বিশিষ্ট একটি লম্বা ও একটি ছোটো তামার তারের মধ্য দিয়ে একই সময় একই পরিমাণ তড়িৎ পাঠালে কোন তারটি বেশি উত্তপ্ত হবে ও কেন?
উত্তরঃ সমপ্রথচ্ছেদ বিশিষ্ট একটি লম্বা ও একটি ছোটো তামার তারের মধ্য দিয়ে একই সময় একই পরিমাণ তড়িৎ পাঠালে লম্বা তারটি বেশি উত্তপ্ত হবে।
কারণ আমরা জানি, একই উপাদান ও একই বিশিষ্ট তারের রোধ ওর দৈর্ঘ্যের সমানুপাতিক। লম্বা তারটির রোধ ছোটো তারটির রোধ অপেক্ষা বেশি হয়। আবার জুলের সূত্রানুযায়ী, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ও তড়িৎপ্রবাহের সময় অপরিবর্তিত থাকলে, পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক হয়। অর্থাৎ, পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক হয়। অর্থাৎ, পরিবাহীর রোধ বেশি হলে ওতে উৎপন্ন তাপের পরিমাণ বেশি হবে। লম্বা তারটির রোধ বেশি হওয়ায় লম্বা তারটি বেশি উত্তপ্ত হবে।
প্রশ্নঃ থ্রি-পিন প্ল্যাগ কী? এটি কোন কাজে ব্যবহার করা হয়?
উত্তরঃ যে প্ল্যাগে তিনটি পিনের ব্যবস্থা থাকে তাকে প্লি-পিন প্ল্যাগ বলে। ওপরের বড়ো ছিদ্রটি আর্থ কানেকশনের জন্য ডান দিকের ছিদ্রটি লাইভ তারের এবং বামদিকের ছিদ্রটি নিউট্রাল তারের কানেকশনের জন্য।
প্রশ্নঃ কোশের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তরঃ কোশের অভ্যন্তরীণ রোধ নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে -
(১) তড়িদ্দারদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপরঃ তড়িদ্দারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাড়ালে অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পায়।
(২) সক্রিয় তরলের মধ্যে তড়িদ্দারদ্বয়ের নিমজ্জিত অংশের ক্ষেত্রফলের উপরঃ নিমজ্জিত অংশের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ রোধ হ্রাস পায়।
(৩) কোশ মধ্যস্থ সক্রিয় তরলের প্রকৃতির উপরঃ সক্রিয় তরলের পরিবাহিতা বৃদ্ধি পেলে কোশের অভ্যন্তরীণ রোধের মান হ্রাস পায়।
প্রশ্নঃ অর্ধপরিবাহী পদার্থ কাদের বলা হয়?
উত্তরঃ অর্ধপরিবাহী পদার্থ হল সেই সমস্ত পদার্থ যে গুলির তড়িৎ পরিবহন ক্ষমতা সুপরিবাহী পদার্থের তুলনায় কম এবং অন্তরক পদার্থের তুলনায় বেশি তাদের অর্ধপরিবাহী পদার্থ বলা হয়।
প্রশ্নঃ ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহারের কারণ হল -
(১) নাইক্রোম হল নিকেল (Ni), ক্রোমিয়াম (Cr) ও লোহার (Fe) সংকর ধাতু। এর গলনাঙ্ক রোধাঙ্ক খুব বেশি হয়। রোধাঙ্ক বেশি হওয়ায় রোধও বেশি। আবার রোধ বেশি হওয়ায় জুলের সূত্রানুযায়ী, তড়িৎপ্রবাহের ফলে তারটিতে বেশি তাপ উৎপন্ন হয়। আর গলনাঙ্ক বেশি হওয়ায় উচ্চ তাপমাত্রাতেও তারটি গলে যায় না।
(২) উচ্চ উষ্ণতাতেও নাইক্রোম বায়ুর সংস্পর্শে এলে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না।
প্রশ্নঃ আর্থ তারের বৈশিষ্ট্য কী?
উত্তরঃ তারের রোধ কম হওয়া উচিত। কারণ তারের মধ্য দিয়ে নির্দিষ্ট সীমার বেশি তড়িৎপ্রবাহ হলে সার্কিটের ফিউজ তারটি পুড়ে গিয়ে লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
প্রশ্নঃ ওহমের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো।
উত্তরঃ উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবথা অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভবপার্থক্যের সমানুপাতিক হবে।
ব্যাখ্যাঃ মনে করি, AB একটি পরিবাহী। পরিবাহীর A প্রান্তের বিভব VA এবং B প্রান্তের বিভব VB মনে করি,
VA > VB ।
সুতরাং, পরিবাহীতে A প্রান্ত থেকে B প্রান্তের দিকে তড়িৎপ্রবাহ হবে, তড়িৎ প্রবাহমাত্রা হলে, ওহমের সূত্রাণুযায়ী, (উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে)।
প্রশ্নঃ থ্রি-পিন প্লাগ টপের সঙ্গে লাগানো তার তিনটির অন্তরক আবরণের রং কী কী?
উত্তরঃ বৈদ্যুতিক লাইনে তিনটি অন্তরিত তামার তার ব্যবহৃত হয়। তারগুলিকে চেনার জন্য তারের আবরণের তিনটি আলাদা রং নির্দিষ্ট করা হয়। একে তারের বর্ণ সংকেত বলে। নতুন আন্তর্জাতিক নিয়মানুসারে লাইভ তারকে বাদামি, নিউট্রাল তারকে হালকা নীল ও আর্থ তারকে সবুজ বা হলুদ বর্ণের করা হয়।
Thanks
উত্তরমুছুনভোল্টমিটার দিয়ে তড়িৎচালক বল পরিমাপ করা হয় না কেন?
উত্তরমুছুন