Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপনে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদি কোন রাজ্যে যাবেন?
(ক) কেরালা
(খ) মহারাষ্ট্র
(গ) জম্মু ও কাশ্মীর
(ঘ) তামিল নাড়ু
উত্তরঃ (গ) জম্মু ও কাশ্মীর
প্রশ্নঃ কোন মন্ত্রক বেসরকারী টিভি নিউজ চ্যানেলগুলিকে মিথ্যা দাবি করা এবং কলঙ্কজনক শিরোনাম ব্যবহার করার বিরুদ্ধে পরামর্শ দেয়?
(ক) I and B Ministry
(খ) Finance Ministry
(গ) Foreign Ministry
(ঘ) Defence Ministry
উত্তরঃ (ক) I and B Ministry
প্রশ্নঃ সরকার কত দিনের মধ্যে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধ কেন্দ্রের সংখ্যা দশ হাজারে উন্নীত করবে?
(ক) মার্চ ২০২৩
(খ) মার্চ ২০২৪
(গ) মার্চ ২০২৫
(ঘ) মার্চ ২০২৬
উত্তরঃ (খ) মার্চ ২০২৪
প্রশ্নঃ সম্প্রতি আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বাসভবনে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিহু উদযাপনে যোগ দেয়?
(ক) আমিত শাহ
(খ) নিতিন গটকরি
(গ) রাজনাথ সিং
(ঘ) নরেন্দ্র মোদি
উত্তরঃ (ঘ) নরেন্দ্র মোদি
প্রশ্নঃ কোন রাজ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 1971 সালের যুদ্ধের যোদ্ধাদের সংবর্ধনা দেন?
(ক) কেরালা
(খ) উড়িষ্যা
(গ) মণিপুর
(ঘ) আসাম
উত্তরঃ (ঘ) আসাম
প্রশ্নঃ সম্প্রতি কোথায় খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু?
(ক) দিল্লি
(খ) চেন্নাই
(গ) বেঙ্গালুরু
(ঘ) কলকাতা
উত্তরঃ (গ) বেঙ্গালুরু
প্রশ্নঃ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কোথা থেকে বিশাখাপত্তনম-কোরাপুট প্রতিদিনের যাত্রীবাহী ট্রেনের পতাকা উন্মোচন করেন?
(ক) কোরাপুট, উড়িষ্যা
(খ) আঙ্গুল, উড়িষ্যা
(গ) বরগড়, উড়িষ্যা
(ঘ) ভদ্রক, উড়িষ্যা
উত্তরঃ (ক) কোরাপুট, উড়িষ্যা
প্রশ্নঃ ওলা ইলেকট্রিক ইলেকট্রিক টু-হুইলারের কত ইউনিট রিকল করছে?
(ক) ১৪৪১
(খ) ৪২১৮
(গ) ৩৩৪১
(ঘ) ২১৮৫
উত্তরঃ (ক) ১৪৪১
প্রশ্নঃ নন-পিটহেড প্ল্যান্টে কয়লা মজুদ আদর্শ স্তরের কততে কম?
(ক) ১৮পিসি
(খ) ৪৮পিসি
(গ) ৩৪পিসি
(ঘ) ২৬পিসি
উত্তরঃ (ঘ) ২৬পিসি
প্রশ্নঃ জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে কোন দেশের রাষ্ট্রপতির সাথে দেখা করবেন?
(ক) চিন
(খ) ভারত
(গ) জাপান
(ঘ) ইউক্রেন
উত্তরঃ (ঘ) ইউক্রেন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ