Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ 2021 জন প্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য নিচের কোনটি পুরস্কার প্রদান করে?
(ক) অমিত শাহ
(খ) নরেন্দ্র মোদি
(গ) রাজনাথ সিং
(ঘ) জিতেন্দ্র সিং
উত্তরঃ (খ) নরেন্দ্র মোদি
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী দুই দিনের ভারত সফরে আহমেদাবাদে পৌঁছেছেন?
(ক) নেপাল
(খ) শ্রীলঙ্কা
(গ) পাকিস্থান
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ (ঘ) ইংল্যান্ড
প্রশ্নঃ EPFO ফেব্রুয়ারী 2022-এ কত নেট গ্রাহক যোগ করে?
(ক) ১১.৪৮ লক্ষ
(খ) ১৪.১২ লক্ষ
(গ) ১৮.৩৫ লক্ষ
(ঘ) ১৬.৪৯ লক্ষ
উত্তরঃ (খ) ১৪.১২ লক্ষ
প্রশ্নঃ গুজরাটের দাহোদে আদিজাতি মহা সম্মেলনে কত মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী?
(ক) কুড়ি হাজার কোটি
(খ) আঠাশ হাজার কোটি
(গ) ছাব্বিশ হাজার কোটি
(ঘ) বাইশ হাজার কোটি
উত্তরঃ (ঘ) বাইশ হাজার কোটি
প্রশ্নঃ ২য় দিনে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য মেলায় কত-এর বেশি লোক অংশগ্রহণ করেছে?
(ক) ১.৪৮ লক্ষ
(খ) ৪.৩৫ লক্ষ
(গ) ২.১৮ লক্ষ
(ঘ) ৩.৫৭ লক্ষ
উত্তরঃ (ঘ) ৩.৫৭ লক্ষ
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ সফলভাবে সরমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে?
(ক) ইরান
(খ) রাশিয়া
(গ) তুর্কী
(ঘ) ইউক্রেন
উত্তরঃ (খ) রাশিয়া
প্রশ্নঃ রাশিয়া এবং কোন দেশ বেসামরিক নাগরিকদের পিএফ মারিউপোল থেকে পালিয়ে যাওয়ার জন্য নিরাপদ পথ খোলার জন্য চুক্তিতে পৌঁছেছে?
(ক) ভারত
(খ) চিন
(গ) ইউক্রেন
(ঘ) আমেরিকা
উত্তরঃ (গ) ইউক্রেন
প্রশ্নঃ দিল্লিতে মুখোশ না পরার জন্য DDMA __________ জরিমানা আরোপ করেছে?
(ক) ১০০ টাকা
(খ) ২০০ টাকা
(গ) ৪০০ টাকা
(ঘ) ৫০০ টাকা
উত্তরঃ (ঘ) ৫০০ টাকা
প্রশ্নঃ আসাম, এবং কোন রাজ্য সীমান্ত বিরোধ সমাধানের জন্য রাজ্যগুলিতে 12টি জেলা-স্তরের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে?
(ক) নাগাল্যান্ড
(খ) মেঘালায়া
(গ) অরুনাচল প্রদেশ
(ঘ) মিজোরাম
উত্তরঃ (গ) অরুনাচল প্রদেশ
প্রশ্নঃ সম্প্রতি কোন টেনিস টুর্নামেন্টে রাশিয়া ও বেলারুশিয়ান খেলোয়াড়দের বাধা দেওয়া হয়েছে?
(ক) Wimbledon
(খ) US Open
(গ) French Open
(ঘ) Australian Open
উত্তরঃ (ক) Wimbledon
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ