Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ গুজরাটের মরবিতে হনুমানের কত ফীট উঁচু মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মোদী?
(ক) ১০৪ ফীট
(খ) ১০০ ফীট
(গ) ১০৫ ফীট
(ঘ) ১০৮ ফীট
উত্তরঃ (ঘ) ১০৮ ফীট
প্রশ্নঃ জীবনযাত্রার মান উন্নত করতে, গ্রামে পরিকাঠামো, প্রধানমন্ত্রী কোন্ রাজ্যের জেলা পঞ্চায়েত সদস্যদের সাথে দেখা করেন?
(ক) গুজরাট
(খ) উড়িষ্যা
(গ) রাজস্থান
(ঘ) কেরালা
উত্তরঃ (ক) গুজরাট
প্রশ্নঃ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য HRTC বাসে ভ্রমণে কত শতাংশ ছাড় ঘোষণা করেছেন?
(ক) ১০
(খ) ২০
(গ) ৪০
(ঘ) ৫০
উত্তরঃ (ঘ) ৫০
প্রশ্নঃ ভারতীয় পুরুষ হকি দল FIH প্রো লিগের ২য় ম্যাচে কোন দেশকে ৩-১ গোলে হারিয়েছে?
(ক) ফিনল্যান্ড
(খ) ফ্রান্স
(গ) জার্মানি
(ঘ) নরওয়ে
উত্তরঃ (গ) জার্মানি
প্রশ্নঃ রাশিয়া এবং ইউক্রেন থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ার পরে কোন দেশ মিশরে গম রপ্তানি করবে?
(ক) জাপান
(খ) আমেরিকা
(গ) চিন
(ঘ) ভারত
উত্তরঃ (ঘ) ভারত
প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী কেশোদ থেকে মুম্বাই যাওয়ার প্রথম ফ্লাইটটি ফ্ল্যাগ অফ করলেন, উল্টোটা?
(ক) আমিত শাহ
(খ) জিতেন্দ্র সিং
(গ) রাজনাথ সিং
(ঘ) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
উত্তরঃ (ঘ) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
প্রশ্নঃ অমরনাথ যাত্রার জন্য নিবন্ধন কতগুলি শাখায় সুষ্ঠুভাবে চলছে?
(ক) ৩৫২টি
(খ) ১৯৮টি
(গ) ২৫৭টি
(ঘ) ৪৪৬টি
উত্তরঃ (ঘ) ৪৪৬টি
প্রশ্নঃ প্রবীণ টেলিভিশন প্রযোজক, গোল মাল অভিনেতা মঞ্জু সিং কত বছর বয়সে মারা গেছেন?
(ক) ৫০ বছর
(খ) ৬২ বছর
(গ) ৭৪ বছর
(ঘ) ৬৯ বছর
উত্তরঃ (গ) ৭৪ বছর
প্রশ্নঃ কোন দেশ কিম ইল সুং এর 110 তম জন্মবার্ষিকী উদযাপন করে?
(ক) চিন
(খ) জাপান
(গ) সিঙ্গাপুর
(ঘ) উত্তর কোরিয়া
উত্তরঃ (ঘ) উত্তর কোরিয়া
প্রশ্নঃ সম্প্রতি নিচের কোন দেশ আয়রন বিন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে?
(ক) আমেরিকা
(খ) জার্মানি
(গ) ইজরায়েল
(ঘ) রাশিয়া
উত্তরঃ (গ) ইজরায়েল
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ