একাদশ শ্রেণি
ইতিহাস
প্রশ্নপত্র
২০২২
1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী) :
(১) 'নব্য প্রস্তর যুগে বিপ্লব' কথাটি প্রথম উদ্ভাবন করেন -
(ক) বিউরি
(খ) গর্ডন চাইল্ড
(গ) উইলিয়াম জোন্স
(ঘ) ড্যানিয়েল উইলসন
উত্তর : (খ) গর্ডন চাইল্ড
(২) মেঘদূত এর রচয়িতা ছিলেন
(ক) কালিদাস
(খ) মেগাস্থিনিস
(গ) প্লিনি
(ঘ) মার্কো পোলো
উত্তর : (ক) কালিদাস
(৩) মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা
(ক) বিশাখ দত্ত
(খ) ভাস
(গ) কালিদাস
(ঘ) ভারবি
উত্তর : (ক) বিশাখ দত্ত
(৪) "ফতোয়া-ই-জাহান্দারি" তে আলোকপাত করা হয়েছে -
(ক) সমাজতত্ত্ব
(খ) রাষ্ট্রনীতি
(গ) বিজ্ঞান
(ঘ) অর্থনীতি
উত্তর : (খ) রাষ্ট্রনীতি
(৫) মিশরের সবথেকে বড় পিরামিড হল -
(ক) খুফুর
(খ) নেফরার
(গ) মেনকুরার
(ঘ) রামেসিসের
উত্তর : (ক) খুফুর
(৬) সুলতানি যুগের ঐতিহাসিক নন -
(I) তুলসীদাস
(II) বিষেন দাস
(III) সন্ধ্যাকর নন্দী
(IV) জিয়াউদ্দিন বারানী
বিকল্পসমূহ :
(ক) I, II সঠিক এবং III, IV ভুল
(খ) I, III সঠিক এবং II, IV ভুল
(গ) I, IV সঠিক এবং II, III ভুল
(ঘ) I, II, III সঠিক এবং IV ভুল
উত্তর : (গ) I, IV সঠিক এবং II, III ভুল
(৭) খুফুর খ্যাতির কারণ
(ক) ফ্যারাও ও পিরামিড
(খ) নেতা
(গ) গায়ক
(ঘ) নাট্যকার
উত্তর : (ক) ফ্যারাও ও পিরামিড
(৮) দক্ষিণ ভারতের মহাজনপদ -
(ক) কোশল
(খ) মগধ
(গ) ভজ্জি
(ঘ) অস্মক
উত্তর : (ঘ) অস্মক
(৯) গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন -
(ক) শ্রীগুপ্ত
(খ) স্কন্দগুপ্ত
(গ) কুমার গুপ্ত
(ঘ) জীব গুপ্ত
উত্তর : (ক) শ্রীগুপ্ত
(১০) আইন বিশেষজ্ঞ সোলোন ছিলেন -
(ক) চীনের
(খ) ভারতের
(গ) এথেন্সের
(ঘ) মিশরের
উত্তর : (গ) এথেন্সের
(১১) মগদের প্রাচীন এবং প্রথম রাজধানীর নাম
(ক) গিরিব্রজ
(খ) হস্তিনাপুর
(গ) ইন্দ্রপ্রস্থ
(ঘ) কাশি
উত্তর : (ক) গিরিব্রজ
(১২) কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন?
(ক) সিন্ধু সভ্যতার মানুষ
(খ) মেসোপটেমিয়ার মানুষ
(গ) মিশরীয় সভ্যতার মানুষ
(ঘ) সুমেরীয় সভ্যতার মানুষ
উত্তর : (ঘ) সুমেরীয় সভ্যতার মানুষ
(১৩) প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ হলেন
(ক) লাইকারগাস
(খ) সোফোক্লেস
(গ) সিসেরো
(ঘ) প্লিনি
উত্তর : (গ) সিসেরো
(১৪) লেভিয়াথান গ্রন্থের রচয়িতা
(ক) টমাস হবস
(খ) রুশো
(গ) প্লেটো
(ঘ) লক
উত্তর : (ক) টমাস হবস
(১৫) প্রথম দাস বিদ্রোহ হয়েছিল
(ক) সিসিলিতে
(খ) মিশরে
(গ) ইতালিতে
(ঘ) ফ্লোরেন্সে
উত্তর : (ক) সিসিলিতে
(১৬) টাইথ করটি ছিল
(ক) বেগার শ্রম
(খ) ধর্ম কর
(গ) ভূমি কর
(ঘ) পরোক্ষ কর
উত্তর : (খ) ধর্ম কর
(১৭) ইবাদৎখানা তৈরি করেন
(ক) বাবর
(খ) আকবর
(গ) আলাউদ্দিন
(ঘ) বলবন
উত্তর : (খ) আকবর
(১৮) প্রাচীন ভারতের কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল?
(ক) খ্রিস্টপূর্ব প্রথম শতকে
(খ) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
(গ) খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে
(ঘ) খ্রিস্টিয় ষষ্ঠ শতকে
উত্তর : (খ) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
(১৯) প্রাচীন কোন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথি পাওয়া যায়?
(ক) মিশর
(খ) সুমের
(গ) ব্যাবিলন
(ঘ) হরপ্পা
উত্তর : (ক) মিশর
(২০) "গান্ধর্ব রীতি" সম্পর্কিত
(ক) বিবাহ রীতির সাথে
(খ) যুদ্ধ বিগ্রহের সাথে
(গ) বৈদেশিক নীতির সাথে
(ঘ) কোনোটিই নয়
উত্তর : (ক) বিবাহ রীতির সাথে
(২১) মৌর্যযুগে ভারতের দাসপ্রথা অস্তিত্ব ছিলনা বলেছেন
(ক) মেগাস্থিনিস
(খ) কৌটিল্য
(গ) ফা হিয়েন
(ঘ) হিউ এন সাং
উত্তর : (ক) মেগাস্থিনিস
(২২) দিল্লির কোন সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান
(ক) ইলতুৎমিস
(খ) কুতুবউদ্দিন আইবক
(গ) আলাউদ্দিন
(ঘ) বলবন
উত্তর : (ক) ইলতুৎমিস
(২৩) 'ফিয়ালটি' শব্দ __________ এর সাথে সংযুক্ত।
(ক) সামন্ততন্ত্র
(খ) ধর্ম
(গ) শিক্ষা
(ঘ) দাতব্য
উত্তর : (ক) সামন্ততন্ত্র
(২৪) "ক্যাসিয়াস দিও" হলেন
(ক) রোমান সিনেটর
(খ) গ্রিক সিনেটর
(গ) চৈনিক সিনেটর
(ঘ) ভারতীয় সিনেটর
উত্তর : (ক) রোমান সিনেটর
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দ্বা (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃ
(১) "প্রায়-ইতিহাস" কি?
উত্তরঃ
(২) "প্যালিওগ্রাফি" বলতে কি বোঝো?
উত্তরঃ
অথবা
নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কি বোঝো?
উত্তরঃ
(৩) 'হেলট' কাদের বলা হয়?
উত্তরঃ
(৪) 'নগররাষ্ট্র' বলতে কী বোঝায়?
উত্তরঃ
অথবা
জনপদ কী?
উত্তরঃ
(৫) 'পোতিন' কী?
উত্তরঃ
(৬) ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দের গুরুত্ব লেখো।
উত্তরঃ
অথবা
প্রাচীন ভারতে মহাজনপদগুলির উন্থান মূলত কোথায় হয়েছিল?
উত্তরঃ
(৭) "উলেমা" কারা?
উত্তরঃ
অথবা
"ইক্তা" শব্দের অর্থ কী?
উত্তরঃ
(৮) 'সপ্তাঙ্গ তত্ত্ব' কি?
উত্তরঃ
(৯) 'অগ্রহার' জমি ব্যবস্থা কী?
উত্তরঃ
অথবা
গিল্ডের প্রধান কাজ কী ছিল?
উত্তরঃ
(১০) 'মিনেসিঙ্গার' কাদের বলা হয়?
উত্তরঃ
(১১) 'স্ত্রীধন' বলতে কি বোঝায়?
উত্তরঃ
(১২) হিজরি সাল কবে সূচিত হয়?
উত্তরঃ
অথবা
ইতিহাসের পর্বীকরণ কি?
উত্তরঃ
(১৩) 'শকারি' কে ছিলেন?
উত্তরঃ
অথবা
কোন্ প্রাচীন ভারতীয় রাজা 'ভারতের রক্ষাকর্তা' নামে পরিচিত?
উত্তরঃ
(১৪) কন্টকশোধন কি?
উত্তরঃ
অথবা
"অ্যাক্ট অফ অ্যাপিলস" কবে চালু হয়?
উত্তরঃ
(১৫) "De Officiis" কার লেখা?
উত্তরঃ
অথবা
'অভিকর্ষ সূত্র' কে অবিষ্কার করেন?
উত্তরঃ
(১৬) কলম্বাস কবে সমুদ্রযাত্রা করেন?
উত্তরঃ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ