Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ কোন রাজ্য সরকার ড্রোন পাইলটদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলবে?
(ক) উত্তর প্রদেশ
(খ) উড়িষ্যা
(গ) কেরালা
(ঘ) হরিয়ানা
উত্তরঃ (ঘ) হরিয়ানা
প্রশ্নঃ ভারত এবং কোন দেশ বর্ধিত সামুদ্রিক সহযোগিতার আহ্বান জানায়?
(ক) চিন
(খ) আমেরিকা
(গ) কিউবা
(ঘ) ইন্দোনেশিয়া
উত্তরঃ (ঘ) ইন্দোনেশিয়া
প্রশ্নঃ টেসলার প্রধান ইলন মাস্ক কত ডলার জন্য টুইটার কেনার প্রস্তাব দিয়েছেন?
(ক) ১৮ বিলিয়ন ডলার
(খ) ২৬ বিলিয়ন ডলার
(গ) ৪১ বিলিয়ন ডলার
(ঘ) ৩৯ বিলিয়ন ডলার
উত্তরঃ (গ) ৪১ বিলিয়ন ডলার
প্রশ্নঃ প্রবীণ মার্কিন আইন প্রণেতারা কোন্ দেশের সফরে যাবে?
(ক) চিন
(খ) ভারত
(গ) তাইওয়ান
(ঘ) জাপান
উত্তরঃ (গ) তাইওয়ান
প্রশ্নঃ 2023 সালে কোন দেশ স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে?
(ক) অস্ট্রেলিয়া
(খ) পাকিস্থান
(গ) ভারত
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ (গ) ভারত
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের যুদ্ধজাহাজ মস্কভা কৃষ্ণ সাগরে ডুবেছে?
(ক) ইউক্রেন
(খ) রাশিয়া
(গ) ফ্রান্স
(ঘ) ফিনল্যান্ড
উত্তরঃ (খ) রাশিয়া
প্রশ্নঃ নিচের কে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করতে জাতিসংঘের মহাসচিব গুতেরেসের সাথে দেখা করেন?
(ক) আমিত শাহ
(খ) রাজনাথ সিং
(গ) এস জয়শঙ্কর
(ঘ) নির্মলা সিতারামন
উত্তরঃ (গ) এস জয়শঙ্কর
প্রশ্নঃ শ্রীলঙ্কা, পাকিস্তান কোন দেশ "ডুবানো জাহাজ" বেইল আউট করতে দ্বিধা করে?
(ক) রাশিয়া
(খ) ভারত
(গ) চিন
(ঘ) জাপান
উত্তরঃ (গ) চিন
প্রশ্নঃ কোন দেশ কিউবার খাদ্য ঘাটতি মেটাতে ঋণের লাইন প্রসারিত করবে?
(ক) শ্রীলঙ্কা
(খ) নেপাল
(গ) ভারত
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ (গ) ভারত
প্রশ্নঃ মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন সেতু কত সালের মধ্যে শেষ হবে?
(ক) ২০২৩
(খ) ২০২৪
(গ) ২০২৫
(ঘ) ২০২৬
উত্তরঃ (খ) ২০২৪
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ