Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ নিচের কে প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করবেন? -
(ক) রাজনাথ সিং
(খ) আমিত শাহ
(গ) জিতেন্দ্র সিং
(ঘ) নরেন্দ্র মোদি
উত্তরঃ (ঘ) নরেন্দ্র মোদি
প্রশ্নঃ সরকার কত সাল পর্যন্ত পুনর্গঠিত রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে?
(ক) মার্চ ২০২৩
(খ) মার্চ ২০২৪
(গ) মার্চ ২০২৫
(ঘ) মার্চ ২০২৬
উত্তরঃ (ঘ) মার্চ ২০২৬
প্রশ্নঃ নিচের কোন খেলোয়াড় টি-টোয়েন্টিতে 10000 রান করার জন্য দ্বিতীয় ভারতীয় বিরাট কোহলি হয়েছেন?
(ক) কে এল রাহুল
(খ) রোহিত শর্মা
(গ) এম এস ধোনি
(ঘ) রিশাপ পান্ত
উত্তরঃ (খ) রোহিত শর্মা
প্রশ্নঃ সম্প্রতি ভারতীয় জিএম আর প্রজ্ঞানন্দ Reykjavik Open জিতেছেন তার বয়স কত?
(ক) ১৩ বছর
(খ) ১৮ বছর
(গ) ১৬ বছর
(ঘ) ১৯ বছর
উত্তরঃ (গ) ১৬ বছর
প্রশ্নঃ নিচের কাকে কুষ্ঠ রোগের জন্য আন্তর্জাতিক গান্ধী পুরস্কার, 2021 প্রদান করে?
(ক) এম ভেনকাইয়া নাইডু
(খ) আমিত শাহ
(গ) রামনাথ কোভিন্দ
(ঘ) নরেন্দ্র মোদি
উত্তরঃ (ক) এম ভেনকাইয়া নাইডু
প্রশ্নঃ কোন দেশের প্রেসিডেন্ট ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তায় $800M অনুমোদন করেছেন?
(ক) কানাডা
(খ) চিন
(গ) জাপান
(ঘ) আমেরিকা
উত্তরঃ (ঘ) আমেরিকা
প্রশ্নঃ 'সপ্তাহের মধ্যে' ন্যাটো সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নেবে কোন দেশ? -
(ক) ইউক্রেন
(খ) নরওয়ে
(গ) ফিনল্যান্ড
(ঘ) তুর্কী
উত্তরঃ (গ) ফিনল্যান্ড
প্রশ্নঃ দ্বিপাক্ষিক ঠাণ্ডা থাকা সত্ত্বেও 2022 সালের প্রথম প্রান্তিকে ভারত ও চীনের বাণিজ্য কত বিলিয়নের উপরে বেড়েছে?
(ক) ১৪
(খ) ২৮
(গ) ১৮
(ঘ) ৩১
উত্তরঃ (ঘ) ৩১
প্রশ্নঃ কোন দেশ দাবি করেছে যে মারিউপোলে আরও 1000 ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে?
(ক) চিন
(খ) রাশিয়া
(গ) আমেরিকা
(ঘ) ফ্রান্স
উত্তরঃ (খ) রাশিয়া
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ AUKUS সামরিক জোটে যোগদানের জন্য অনানুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে?
(ক) আমেরিকা
(খ) অস্ট্রেলিয়া
(গ) ইংল্যান্ড
(ঘ) জাপান
উত্তরঃ (ঘ) জাপান
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ