Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 14-04-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 14-04-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর 

Daily Current Affairs Today


প্রশ্নঃ ভারত এবং কোন দেশ বর্ধিত সাইবার নিরাপত্তা অংশীদারিত্ব বাস্তবায়নে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করে?

(ক) রাশিয়া

(খ) জাপান

(গ) চিন

(ঘ) ইংল্যান্ড

উত্তরঃ (ঘ) ইংল্যান্ড


প্রশ্নঃ মার্চ মাসে খুচরা মূল্যস্ফীতি কত শতাংশ বেড়েছে?

(ক) ৩.৭২ শতাংশ

(খ) ৬.৯৫ শতাংশ

(গ) ৫.৪৩ শতাংশ

(ঘ) ৪.৮৫ শতাংশ

উত্তরঃ (খ) ৬.৯৫ শতাংশ


প্রশ্নঃ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরি RERA-এর অধীনে গঠিত কেন্দ্র উপদেষ্টা পরিষদের কততম সভায় সভাপতিত্ব করেন?

(ক) ১ম

(খ) ২য়

(গ) ৩য়

(ঘ) ৪র্থ

উত্তরঃ (গ) ৩য়


প্রশ্নঃ নাগাল্যান্ডে নগর উন্নয়ন প্রকল্পে সহায়তার জন্য ADB কত ঋণ দেয়?

(ক) ৫ মিলিয়ন

(খ) ৮ মিলিয়ন

(গ) ২ মিলিয়ন

(ঘ) ৬ মিলিয়ন

উত্তরঃ (গ) ২ মিলিয়ন


প্রশ্নঃ ভারত এবং কোন দেশ পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা অঞ্চলের মূল বিষয় নিয়ে আলোচনা করে?

(ক) চিন

(খ) আমেরিকা

(গ) সংযুক্ত আরব আমিরেত

(ঘ) ফ্রান্স

উত্তরঃ (ঘ) ফ্রান্স


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার পর অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে? -

(ক) শ্রীলঙ্কা

(খ) বাংলাদেশ

(গ) নেপাল

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তরঃ (গ) নেপাল


প্রশ্নঃ ভারতের শিল্প উৎপাদন ফেব্রুয়ারিতে কত শতাংশ বেড়েছে?

(ক) ২.১ শতাংশ

(খ) ৫.৫ শতাংশ

(গ) ৩.৯ শতাংশ

(ঘ) ১.৭ শতাংশ

উত্তরঃ (ঘ) ১.৭ শতাংশ


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ যৌন সহিংসতা মোকাবেলায় যুগান্তকারী বিল পাস করেছে?

(ক) চিন

(খ) জাপান

(গ) অস্ট্রেলিয়া

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তরঃ (ঘ) ইন্দোনেশিয়া


প্রশ্নঃ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য কত সালে কমনওয়েলথ গেমস আয়োজন করবে?

(ক) ২০২৪

(খ) ২০২৫ 

(গ) ২০২৬

(ঘ) ২০২৭

উত্তরঃ (গ) ২০২৬


প্রশ্নঃ নিচের কে বলেছেন যে ভারত বিশ্বে খাদ্য মজুদ সরবরাহ করতে প্রস্তুত যদি WTO সম্মত হয়?

(ক) রাজনাথ সিং

(খ) আমিত শাহ

(গ) নির্মলা সিতারামন

(ঘ) নরেন্দ্র মোদি

উত্তরঃ (ঘ) নরেন্দ্র মোদি


                                         

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close