Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 13-04-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 13-04-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

Daily Current Affairs Today


প্রশ্নঃ প্রধানমন্ত্রী মোদি কোন রাজ্যে শ্রী অন্নপূর্ণধাম ট্রাস্টের শিক্ষা কমপ্লেক্স উদ্বোধন করবেন?

(ক) রাজস্থান

(খ) উড়িষ্যা

(গ) পাঞ্জাব

(ঘ) গুজরাট

উত্তরঃ (ঘ) গুজরাট


প্রশ্নঃ কোন রাজ্যে দুই দিনের সহযোগিতা নীতির জাতীয় সম্মেলন শুরু হবে?

(ক) হরিয়ানা

(খ) সিক্কিম

(গ) গোয়া

(ঘ) দিল্লি

উত্তরঃ (ঘ) দিল্লি


প্রশ্নঃ অ্যালায়েন্স এয়ার আসামের ডিব্রুগড় এবং কোন্‌ রাজ্যের পাঁচটি স্থানের মধ্যে ফিক্সড-উইংড ফ্লাইট চালু করবে?

(ক) উত্তর প্রদেশ

(খ) তামিলনাড়ু

(গ) অন্ধ্রা প্রদেশ

(ঘ) আরুনাচল প্রদেশ

উত্তরঃ (ঘ) আরুনাচল প্রদেশ


প্রশ্নঃ খেলো ইন্ডিয়া মহিলা আর্চারি টুর্নামেন্টের জন্য সরকার কত টাকা অনুমোদন করেছে?

(ক) ৫৫ লাখ

(খ) ৮০ লাখ

(গ) ৭৫ লাখ

(ঘ) ৭০ লাখ

উত্তরঃ (গ) ৭৫ লাখ


প্রশ্নঃ নিচের কোনটি প্রথম লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হবেন?

(ক) রাজনাথ সিং

(খ) ভেঙ্ক্যায়া নাইডু

(গ) প্রনাব মুখার্জী

(ঘ) নরেন্দ্র মোদি

উত্তরঃ (ঘ) নরেন্দ্র মোদি


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ সফলভাবে উন্নত অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল 'হেলিনা' উড্ডয়ন করেছে?

(ক) পাকিস্থান

(খ) ভারত

(গ) বাংলাদেশ

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তরঃ (খ) ভারত


প্রশ্নঃ কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশী কত তারিখে দিল্লিতে NMET-এর চতুর্থ গভর্নিং বডির সভায় সভাপতিত্ব করবেন?

(ক) ১৬ই এপ্রিল

(খ) ১৯ই এপ্রিল

(গ) ১৫ই এপ্রিল

(ঘ) ১৩ই এপ্রিল

উত্তরঃ (ঘ) ১৩ই এপ্রিল


প্রশ্নঃ ভারত এবং কোন দেশ চতুর্থ 2 প্লাস 2 মন্ত্রিসভা সংলাপে আঞ্চলিক স্থিতিশীলতা এবং আইনের শাসনকে উন্নীত করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে? -

(ক) চিন

(খ) রাশিয়া

(গ) আমেরিকা

(ঘ) ইংল্যন্ড

উত্তরঃ (গ) আমেরিকা


প্রশ্নঃ শেহবাজ শরীফ কোন দেশের ২৩তম প্রধানমন্ত্রী হলেন?

(ক) কাতার

(খ) আমেরিকা

(গ) ইরান

(ঘ) পাকিস্থান

উত্তরঃ (ঘ) পাকিস্থান


প্রশ্নঃ কোন দেশে সরকার প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপাকসেকে অপসারণের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতি রাজাপাকসেকে চিঠি দেয়? -

(ক) ওমান

(খ) ফ্রান্স

(গ) বাংলাদেশ

(ঘ) শ্রীলঙ্কা

উত্তরঃ (ঘ) শ্রীলঙ্কা


                                        

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close