Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ রাষ্ট্রপতি কোবিন্দ তার কোন্ দেশের প্রতিপক্ষ সেরদার বারদিমুহামেদোর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন? -
(ক) উজবেকিস্থান
(খ) তুরকেমিস্থান
(গ) তাজাকিস্তান
(ঘ) আফগানিস্থান
উত্তরঃ (খ) তুরকেমিস্থান
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে? -
(ক) নেপাল
(খ) বাংলাদেশ
(গ) জাপান
(ঘ) শ্রীলঙ্কা
উত্তরঃ (ঘ) শ্রীলঙ্কা
প্রশ্নঃ কোন দেশ আমদানি নিষেধাজ্ঞা নিয়ে ডব্লিউটিও-তে সমালোচনার সম্মুখীন হয়?
(ক) সংযুক্ত আরব আমিরেত
(খ) ভারত
(গ) রাশিয়া
(ঘ) চিন
উত্তরঃ (খ) ভারত
প্রশ্নঃ মার্চ মাসে জিএসটি সংগ্রহ সর্বকালের সর্বোচ্চ কত রুপিতে পৌঁছেছে? -
(ক) ১.৪২ লাখ কোটি
(খ) ৩.৭২ লাখ কোটি
(গ) ৬.১৯ লাখ কোটি
(ঘ) ২.৪৬ লাখ কোটি
উত্তরঃ (ক) ১.৪২ লাখ কোটি
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ রাশিয়া পারমাণবিক উত্তেজনার কারণে ICBM পরীক্ষা বাতিল করেছে? -
(ক) আমেরিকা
(খ) অস্ট্রেলিয়া
(গ) দক্ষিণ কোরিয়া
(ঘ) জাপান
উত্তরঃ (ক) আমেরিকা
প্রশ্নঃ মার্কিন প্রতিরক্ষা বিভাগ কোন্ দেশকে নিরাপত্তা সহায়তায় অতিরিক্ত $300 মিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে?
(ক) আফগানিস্থান
(খ) ইউক্রেন
(গ) জাপান
(ঘ) দক্ষিণ কোরিয়া
উত্তরঃ (খ) ইউক্রেন
প্রশ্নঃ WHO কোভিডের নতুন মিউট্যান্ট স্ট্রেন সম্পর্কে সতর্ক করা হয়ে তার নাম কি?
(ক) XA
(খ) XK
(গ) XR
(ঘ) XE
উত্তরঃ (ঘ) XE
প্রশ্নঃ মেড-ইন-ইন্ডিয়া ভক্সওয়াগেন তাইগুন টি-ক্রস হিসাবে কোন্ দেশে লঞ্চ করেছে?
(ক) চিন
(খ) শ্রীলঙ্কা
(গ) মেক্সিকো
(ঘ) ইরান
উত্তরঃ (গ) মেক্সিকো
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ জাতিসংঘের নারীদের মূল বাজেটে USD 500000 অবদান রেখেছে?
(ক) ফ্রান্স
(খ) ব্রাজিল
(গ) ভারত
(ঘ) সুইডেন
উত্তরঃ (গ) ভারত
প্রশ্নঃ নিচের কে অস্কার বিতরণ অনুষ্ঠানে চড় মারার কারণে একাডেমি থেকে পদত্যাগ করেছে?
(ক) আরিয়ানা দেবোস
(খ) বিল স্মিথ
(গ) ট্রয় কোস্তুরী
(ঘ) উপরের কেউই নন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ