LightBlog
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ - প্রথম অধ্যায় – ইতিহাসের ধারণা
Type Here to Get Search Results !

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ - প্রথম অধ্যায় – ইতিহাসের ধারণা

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ - প্রথম অধ্যায় – ইতিহাসের ধারণা 

Madhyamik History Suggestion 2024 Part 1


প্রথম অধ্যায়
ইতিহাসের ধারণা


    (১) বহুবিকল্পভিত্তিক প্রশ্ন গুলির উত্তর দাওঃ-

    ১.১ ভারতে ‘নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক’ হলে – 

    (ক) রণজিৎ গুহ 

    (খ) অমলেশ ত্রিপাঠী 

    (গ) রামচন্দ্র গুহ 

    (ঘ) সুমিত সরকার 

    উত্তরঃ (ক) রণজিৎ গুহ 

    ১.২ মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল – 

    (ক) ১৮৯০ খিস্টাব্দে, 

    (খ) ১৯০৫ খিস্টাব্দে, 

    (গ) ১৯১১ খিস্টাব্দে, 

    (ঘ) ১৯১৭ খিস্টাব্দে।

    উত্তরঃ (গ) ১৯১১ খ্রিস্টাব্দে 

    ১.৩ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন – 

    (ক) ইংরেজরা, 

    (খ) ওলন্দাজারা,

    (গ) ফরাসিরা, 

    (ঘ) পোর্তুগিজরা

    উত্তরঃ (ক) ইংরেজরা

    ১.৪ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন – 

    (ক) চলচ্চিত্রের সঙ্গে, 

    (খ) ক্রীড়া জগতের সঙ্গে, 

    (গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে 

    (ঘ) পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে।

    উত্তরঃ (ক) চলচ্চিত্রের সঙ্গে।

    ১.৫ কলহনের ‘রাজতরঙ্গিনী’-র ইতিহাস অন্তর্গত হবে – 

    (ক) সামরিক ইতিহাসের, 

    (খ) খেলাধুলার ইতিহাসের 

    (গ) স্থানীয় ইতিহাসের,

    (ঘ) পরিবেশের ইতিহাসের।

    উত্তরঃ (ক) স্থানীয় ইতিহাসের।

    ১.৬ ‘বানিজ্য শহর’ বলা হয় –

    (ক) মুম্বাইকে 

    (খ) কলকাতাকে 

    (গ) গুজরাটকে 

    (ঘ) বিহারকে

    উত্তরঃ (ক) মুম্বাইকে

    ১.৭ কলকাতা বিজ্ঞান কলজের ইতিহাস অন্তর্গত হবে –

    (ক) ফোটোগ্রাফিক ইতিহাসের 

    (খ) খেলাধূলার ইতিহাসের 

    (গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের 

    (ঘ) পরিবেশের ইতিহাসের

    উত্তরঃ (গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের

    ১.৯ আধুনিক ইরিহাসচর্চার সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল –

    (ক) সরকারি নথিপত্র 

    (খ) ব্যক্তিগত পত্র 

    (গ) সংবাদপত্র 

    (ঘ) স্মৃতিকথা

    উত্তরঃ (ক) সরকারি নথিপত্র

    ১.১০ বিপিনচন্দ্র পাল লিখেছিলেন –

    (ক) সত্তর বৎসর 

    (খ) জীবনস্মৃতি 

    (গ) এ নেশন ইন মেকিং 

    (ঘ) আনন্দমঠ 

    উত্তরঃ (ক) সত্তর বৎসর

    ১.১১ জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি –

    (ক) উপন্যাস 

    (খ) কাব্যগ্রন্থ 

    (গ) জীবনীগ্রন্থ 

    (ঘ) আত্মজীবনী

    উত্তরঃ (ঘ) আত্মজীবনী

    ১.১২ ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় –

    (ক) ১৮১৮ খ্রিস্টাব্দে 

    (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে 

    (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে 

    (ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে

    ১.১৩ ‘সোমপ্রকাশ’ ছিল একটি –

    (ক) দৈনিক পত্রিকা 

    (খ) সাপ্তাহিক পত্রিকা 

    (গ) পাক্ষিক পত্রিকা 

    (ঘ) মাসিক পত্রিকা

    উত্তরঃ (খ) সাপ্তাহিক পত্রিকা

    ১.১৪ কবে 'British Society of Sports History' গড়ে উঠে? -

    (ক) ১৯৭৪ 

    (খ) ১৯৭৬ 

    (গ) ১৯৮০ 

    (ঘ) ১৯৮২ সালে ।

    উত্তর: (ঘ) ১৯৮২ সালে 

    ১.১৫ ইন্দিরা গান্ধীকে লেখা জহরলাল নেহেরুর চিঠি গুলির হিন্দি অনুবাদ করেছেন -

    (ক) মুন্সি প্রেমচাঁদ 

    (খ) কৃষ্ণন চন্দর 

    (গ) খুশবন্ত সিং 

    (ঘ) সাদাত হাসান মান্টো 

    উত্তর: (ক) মুন্সি প্রেমচাঁদ

    ১.১৬ ভারতে প্রথম চলচ্চিত্র হলো -

    (ক) জামাই ষষ্ঠী 

    (খ) বিল্ব মঙ্গল 

    (গ) রাজা হরিশ্চন্দ্র 

    (ঘ) বালিকা বধূ 

    উত্তর: (গ) রাজা হরিশ্চন্দ্র

    ১.১৭ 'জীবনস্মৃতি' গ্রন্থটি কার রচনা -  

    (ক) বিপিন চন্দ্র পাল 

    (খ) সরলা দেবী চৌধুরাণী 

    (গ) সুভাষ চন্দ্র বসু 

    (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর 

    উত্তর: (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

    ১.১৮ ইতিহাসের জনক কাকে বলা হয় -

    (ক) ইবন খালদুনকে 

    (খ) ভিনসেন্ট স্মিথকে 

    (গ) হেরোডোটাসকে 

    (ঘ) থুকিডিডিসকে 

    উত্তর: (গ) হেরোডোটাসকে

    ১.১৯ ভারতে 'চিপকো আন্দোলন' ছিল - 

    (ক) শ্রমিক আন্দোলন 

    (খ) পরিবেশ আন্দোলন 

    (গ) কৃষক আন্দোলন 

    (ঘ) ভাষা আন্দোলন

    উত্তর: (খ) পরিবেশ আন্দোলন

    ১.২০ নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় -

    (ক) বঙ্গদর্শন পত্রিকায় 

    (খ) তত্ত্ববোধিনী পত্রিকায় 

    (গ) সঞ্জীবনী পত্রিকায় 

    (ঘ) সোমপ্রকাশ পত্রিকা

    উত্তর: (ঘ) সোমপ্রকাশ পত্রিকা


    (২) অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ

    ২.১.১ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

    উত্তরঃ সরকারি নথিপত্র সরকারি মহাফেজখানা ও লেখ্যাগারে সংরক্ষণ করা হয়।

    ২.১.২ সরলাদেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম কী?

    উত্তরঃ সরলাদেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম হল ‘জীবনের ঝরাপাতা’।

    ২.১.৩ ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন?

    উত্তরঃ ‘বঙ্গর্শন’ সাময়িকপত্র প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

    ২.১.৪ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? 

    উত্তরঃ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।

    ২.১.৫ বাংলায় ‘ইস্টবেঙ্গল ক্লাব’ কবে প্রতিষ্ঠিত হয়?

    উত্তরঃ বাংলায় ১৯২০ ‘ইস্টবেঙ্গল ক্লাব’ প্রতিষ্ঠিত হয়।

    ২.১.৬ ‘বাংলার মাটি, বাংলার জল’ - গানটির রচয়িতা কে?

    উত্তরঃ ‘বাংলার মাটি, বাংলার জল’ -গানটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

    ২.১.৭ ‘নমো হিন্দুস্তান’ সংগীতটির রচয়িতা কে?

    উত্তরঃ ‘নমো হিন্দুস্তান’ সংগীতটির রচয়িতা হলেন সরলাদেবী চৌধুরানী।

    ২.১.৮ ‘পথের পাঁচালী’ ছবির পরিচালক কে?

    উত্তরঃ ‘পথে পাঁচালী’ ছবির পরিচালক হলেন সত্যজিৎ রায়।

    ২.১.৯ ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয়?

    উত্তরঃ ভারতবর্ষে ১৮৭১ খিস্টাব্দে থেকে জনগণনা শুরু হয়।

    ২.১.১০ ‘নর্মদা বাঁচাও আন্দোলন’ -এর নেত্রী কে ছিলেন? 

    উত্তরঃ ‘নর্মদা বাঁচাও আন্দোলন’ -এর নেত্রী ছিলেন মেধা পাটেকর।

    ২.১.১১ কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

    উত্তরঃ কলকাতা মেডিক্যাল কলেজ ১৮৩৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

    ২.১.১২ বোস ইনস্টিটিউডের সঙ্গে কোন্ বিখ্যাত বাঙ্গালি বিজ্ঞানীর নাম যুক্ত রয়েছে?

    উত্তরঃ বোস ইনস্টিটিউডের সঙ্গে আচার্য জগদীশচন্দ্র বসুর নাম যুক্ত রয়েছে।

    ২.১.১৩ বর্তমানে ভারতের একটি গোয়েন্দা সংস্থানের নাম লেখো।

    উত্তরঃ বর্তমানে ভারতের একটি গোয়েন্দা সংস্থানের নাম ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।

    ২.১.১৪ ‘লক্ষ্মীর ভান্ডার’ কে গড়ে তোলেন?

    উত্তরঃ ‘লক্ষ্মীর ভান্ডার’ সরলাদেবী চৌধুরাণী গড়ে তোলেন।

    ২.১.১৫ ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন?

    উত্তরঃ ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ মুন্সি প্রেমচাঁদ করেন।

    ২.১.১৬ কোন্ বড়লাট ‘সোমপ্রকাশ’ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন?

    উত্তরঃ লর্ড লিটন ‘সোমপ্রকাশ’ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন।

    ২.২ ঠিক বা ভুল নির্ণয় করোঃ

    ২.২.১ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শংকর।

    উত্তরঃ ঠিক

    ২.২.২ ভারতে সংঘটিত একটি পরিবেশ আন্দোলন হল চিপকো আন্দোলন। 

    উত্তরঃ ঠিক

    ২.২.৩ রবীন্দ্রনাথের 'জীবনস্মৃতি' প্রথমে 'প্রবাসী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। 

    উত্তরঃ ঠিক

    ২.২.৪ ১৯২৮ খ্রিস্টাব্দে নেহেরু তার কন্যা ইন্দিরাকে যখন চিঠি লেখেন তখন ইন্দিরা দার্জিলিং এ ছিলেন।  

    উত্তরঃ ভুল

    ২.২.৫ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। 

    উত্তরঃ ঠিক

    ২.২.৬ মোহনবাগান ফুটবল দল প্রতিষ্ঠিত হয় ১৮৯০ খ্রিস্টাব্দে। 

    উত্তরঃ ভুল

    ২.২.৭ ভারতের প্রথম সচল ছবি রাজা হরিশচন্দ্র। 

    উত্তরঃ ভুল

    ২.২.৮ নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বিনোবা ভাবে।

    উত্তরঃ ভুল

    ২.২.৯ পন্ডিত মধুসূদন গুপ্ত ভারতের প্রথম শব ব্যবচ্ছেদ করেন।

    উত্তরঃ ঠিক

    ২.২.১০ স্মৃতিকথা ও আত্মজীবনী হল ইতিহাস।

    উত্তরঃ ঠিক

    ২.২.১১ সোমপ্রকাশ পত্রিকাটি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিকল্পনায় প্রকাশিত হয়।

    উত্তরঃ ঠিক


    ২.৩ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাওঃ

                ক স্তম্ভ                           খ স্তম্ভ

    ২.৩.২ ভারতনাট্যম (১) কেরল

    ২.৩.২ ছৌ                (২) অন্ধ্রপ্রদেশ

    ২.৩.৩ কুচিপুড়ি        (৩) তামিলনাড়ু

    ২.৩.৪ কথাকলি        (৪) বাংলা

    উত্তরঃ ২.৩.১ ভারতনাট্যম - (৩) তামিলনাড়ু 

    ২.৩.২ ছৌ - (৪) বাংলা

    ২.৩.৩ কুচিপুড়ি - (২) অন্ধ্রপ্রদেশ

    ২.৩.৪ কথাকলি - (১) কেরল


    ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করোঃ

    ২.৫.১ মনবাগান ক্লাবের আই এফ এ শিল্ড জয় ছিল গুরুত্বপূর্ণ ঘটনা।

    (১) এর ফলে ভারতে ফুটবল খেলার প্রভূত উন্নতি হয়

    (২) পুরস্কারস্বরূপ মোহনবাগান দলের প্রচুর অর্থপ্রাপ্তি ছিল

    (৩) ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ফুটবল খেলায় ভারতের প্রথম জয়

    উত্তরঃ (৩) ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ফুটবল খেলায় ভারতের প্রথম জয়

    ২.৫.২ ইতিহাস চর্চার অন্যতম একটি ধারা হলো ফটোগ্রাফি।

    (১) লিখিত বিবরণে যে তথ্য পাওয়া যায় না, ফটোগ্রাফিতে সেই তথ্য পাওয়া যায়

    (২) ফটোগ্রাফি চিরস্থায়ী, লিখিত ইতিহাস তার নয়

    (৩) ফটোগ্রাফ শিল্পীর মানসিকতা ধরা পড়ে

    উত্তরঃ (১) লিখিত বিবরণে যে তথ্য পাওয়া যায় না, ফটোগ্রাফিতে সেই তথ্য পাওয়া যায়

    ২.৫.৩ নারী সমাজ আজ আর অবহেলিত নয়। 

    (১) মানুষের মনে যুক্তিবাদী চেতনার উদ্ভব ঘটেছে 

    (২) নারী আজ স্বমহিমায় সমাজে প্রতিষ্ঠা 

    (৩) নারীবাদী আন্দোলনের ফলে তা সম্ভব হয়েছে

    উত্তরঃ (২) নারী আজ স্বমহিমায় সমাজে প্রতিষ্ঠা 

    ২.৫.৪ পরিবেশের ইতিহাস ব্রিটিশ শাসিত ভারতের উপর আলোকপাত করে।

    (১) পরিবেশের ইতিহাস ব্রিটিশ শাসনের স্বরূপ উদ্ঘাটন করে 

    (২) পরিবেশের ইতিহাস কৃষক বিদ্রোহের কথা বলে 

    (৩) পরিবেশের ইতিহাসের মাধ্যমে ব্রিটিশদের অর্থনৈতিক সাম্রাজ্যবাদের কথা জানা যায়

    উত্তরঃ (৩) পরিবেশের ইতিহাসের মাধ্যমে ব্রিটিশদের অর্থনৈতিক সাম্রাজ্যবাদের কথা জানা যায়

    ২.৫.৫ বিপিনচন্দ্র পালের রচিত সত্তর বৎসর কেবল তার আত্মচরিত ছিলনা তা ছিল বঙ্গদেশের আধুনিক ইতিহাসের সমার্থক।

    (১) সত্তর বৎসর থেকে শুধু ব্রহ্মসমাজের কথা জানা যায় 

    (২) সত্তর বৎসরে আত্মচরিত বর্ণনার পাশাপাশি দেশকথাও বর্ণিত আছে 

    (৩) সত্তর বৎসরে লোকালয় সংস্কৃতির বর্ণনা পাওয়া যায়

    উত্তরঃ (২) সত্তর বৎসরে আত্মচরিত বর্ণনার পাশাপাশি দেশকথাও বর্ণিত আছে 

    (৩) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

    প্রশ্নঃ সত্যজিৎ রায় বিখ্যাত কেন?

    উত্তরঃ সত্যজিৎ রায় ছিলেন একাধারে চিত্রশিল্পি, সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক ও বাংলা চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার প্রাপক। তাঁর বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে হল 'পথের পাঁচালি'।

    প্রশ্নঃ নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা কবে হয়েছিল? নিম্নবর্গের ইতিহাস বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো।

    উত্তরঃ ১৯৮২ খ্রিস্টাব্দে, অধ্যাপক রণজিৎ গুহ রচিত 'সিলেক্টেড সাবল্টার্ন স্টাডিজ' গ্রন্থে।

    প্রশ্নঃ ভারতে রেলপথ ব্যবস্থার প্রবর্তন কীভাবে হয়?

    উত্তরঃ মূলত অর্থনৈতিক-রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রেলপথ ব্যবস্থার প্রবর্তন করে। প্রথমে মহারাষ্ট্রের বোম্বাই থেকে থানে পর্যন্ত ছিল এর ব্যাপ্তি। পরবর্তীকালে গ্যারান্টি প্রথার মাধ্যমে ভারতের বিভিন্ন স্থানে রেলপথের বিকাশ ঘটে।

    প্রশ্নঃ নতুন সামাজিক ইতিহাস কী?

    উত্তরঃ আধুনিক ইতিহাসচর্চায় রাজা–মহারাজা এবং অভিজাত সম্প্রদায় ছাড়াও সমাজের নিম্নবর্গীয় কৃষক, শ্রমিক, দিনমজুর এবং নারী সম্প্রদায়কে নিয়ে যে ইতিহাসচর্চা তাকে নতুন সামাজিক ইতিহাস বলে। 

    প্রশ্নঃ দুটি পরিবেশ বিষয়ক আন্দোলনের নাম লেখো। 

    উত্তরঃ নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন। 

    প্রশ্নঃ সামরিক ইতিহাস বলতে কী বোঝায়?

    উত্তরঃ প্রাচীনকাল থেকে সংঘর্ষের মাধ্যমে ইতিহাসের গতি বয়ে চলেছে। যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধাস্ত্রের বিবর্তন, সামরিক বাহিনীর প্রকৃতি ও সমরকুশলতা, যুদ্ধের প্রকৃতি ও প্রভাবকে তুলে ধরা হল সামরিক ইতিহাস।

    প্রশ্নঃ ফটোগ্রাফিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য কী?

    উত্তরঃ ফটোগ্রাফিতে বাস্তব দৃশ্য ধরা পড়ে, এতে ইতিহাসচর্চার কাল্পনিক দিক থাকে না। এছাড়া বাস্তব ঘটনা অপরিবর্তিতভাবেই আমাদের কাছে প্রকাশ পায়।

    প্রশ্নঃ কবে, কাদের হারিয়ে মোহনবাগান আই এফ এ শিল্ড লাভ করে? 

    উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে, ব্রিটিশদের ইয়র্ক ক্লাবের বিরুদ্ধে।

    প্রশ্নঃ বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস বলতে কী বোঝায়?

    উত্তরঃ বিজ্ঞান ও বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশ ও বির্বতন, প্রযুক্তির উদ্ভব ও তার অগ্রগতি এবং চিকিৎসাবিদ্যার বিবর্তন সম্পর্কিত ইতিহাসচর্চা বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস নামে পরিচিত।

    প্রশ্নঃ খাদ্যভাসের ইতিহাসচর্চার দুটি বৈশিষ্ট্য লেখো।

    উত্তরঃ (১) খাদ্যাভাসের ইতিহাসচর্চা জাতীয়তাবোধের সৃষ্টি করে। (২) বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের খাদ্যাভাস সম্পর্কে জানতে পারা যায়। এটা জাতীয়তাবোধকে যেমন উদ্বুদ্ধ করে, ঠিক তেমনি জাতীয় আন্দোলনের হাতিয়ার হিসেবেও কাজ করে। 

    প্রশ্নঃ আধুনিক বাংলার দৃশ্যশিল্পের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো।

    উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথমে ইউরোপীয় রীতিতে ছবি আঁকতেন, কিন্তু এই রীতি পরিবর্তে চিত্রশিল্পে দেশীয় ঐতিহ্য প্রবর্তন করে বেঙ্গল বা ওরিয়েন্টাল আর্টের ভিত্তি স্থাপন করেন।

    প্রশ্নঃ স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসের বৈশিষ্ট্য কী?

    উত্তরঃ এর থেকে ছোটো ছোটো ঘটনার বিবরণ জানা যায় যা জাতীয় ইতিহাস নির্মাণের ভিত্তি হিসেবে কাজ করে।

    প্রশ্নঃ আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে?

    উত্তরঃ আত্মজীবনী সমাজের নানান স্তরের মানুষের জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ থাকে, যেগুলি তাঁরা ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছেন এবং এই ঘটনাগুলির মাধ্যমে সমকালের ইতিহাস ও সংস্কৃতি ধরা থাকে।

    প্রশ্নঃ অ্যানাল স্কুল কী?

    উত্তরঃ মার্ক ব্লখ, লুসিয়ান ফেবরের তত্ত্বাবধানে 'অ্যানালম অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি' পত্রিকা প্রকাশিত হয়। এর থেকেই যে গোষ্ঠী গড়ে ওঠে, তা অ্যানাল স্কুল নামে পরিচিত।

    প্রশ্নঃ মহাফেজখানা কাকে বলে?

    উত্তরঃ সরকারি নথিপত্র সংরক্ষণকেন্দ্র মহাফেজখানা বা লেখ্যাগার বা আর্কাইভস নামে পরিচিত। ভারতের স্বদেশি আন্দোলন, অসহযোগ, আইন অমান্য ও ভারতছাড়ো আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের প্রাথমিক উপাদান মহাফেজখানায় রয়েছে।

    প্রশ্নঃ স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহৃত হয়? 

    উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের ইতিহাস, জাতিদাঙ্গা উদ্বাস্তু জীবন বিভিন্নভাবে বিভিন্ন সাহিত্যিকের লেখায়, স্মৃতিকথায় সুন্দরভাবে ফুটে উঠেছে, যা উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ।

    প্রশ্নঃ ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী?

    উত্তরঃ যে যে কারণের জন্য সংবাদপত্রকে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হয় তা হল -(১) সংবাদপত্র জনমত গঠনে সাহায্য করে। (২) ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালচনার বিভিন্ন দিক ফুটে ওঠে।

    প্রশ্নঃ স্থানীয় ইতিহাসচর্চা কেন গুরুত্বপূর্ণ?

    উত্তরঃ প্রাচীন ইতিহাসচর্চায় দেশ, বিদেশ, মহাদেশ প্রভৃতি বিশাল অঞ্চল আলোচিত হয়েছে, যা কোনো ছোটো স্থানের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে পারে না। তাই জাতীয় ইতিহাস রচনা করতে গেলে স্থানীয় ইতিহাসের ওপর নির্ভর করতে হয়।

    প্রশ্নঃ জীবনের ঝরাপাতা কার রচনা? এই গ্রন্থ থেকে আমরা কী জানতে পারি? 

    উত্তরঃ জীবনের ঝরাপাতা সরলাদেবী চৌধুরাণী রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ। এর থেকে তৎকালীন ভারতীয় কৃষক, শ্রমিক শ্রেণির প্রতি ব্রিটিশ শাসকদের অন্যায়, অত্যাচার ও এর বিরুদ্ধে ছাত্র–যুবক শ্রেণির বিপ্লবী কর্মধারা সম্পর্কে জানা যায়।

    প্রশ্নঃ যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস বলতে কী বোঝো?

    উত্তরঃ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত ও বার্তা বিনিময়ের জন্য জল, স্থল বা আকাশপথে ব্যবহৃত যানবাহন এবং ডাকব্যবস্থা, টেলি যোগাযোগ, ব্যবস্থা, ইন্টারনেট প্রভৃতি ক্ষেত্রের বিবর্তন সংক্রান্ত আলোচনাকেই বলা হয় যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। 

    প্রশ্নঃ রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনস্মৃতি থেকে কী জানা যায়? 

    উত্তরঃ সমকালীন ভারতীয় রাজনৈতিক কর্মসূচিতে ঠাকুরবাড়ির সদস্যদের অংশগ্রহণ, স্বদেশি যুগের শিক্ষা ব্যবস্থা, হিন্দুমেলা সম্পর্কে বিশদ বিবরণ জানা যায়। 

    প্রশ্নঃ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর থেকে কীভাবে স্বায়ত্তশাসনের ধারণা পাওয়া যায়?

    উত্তরঃ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর থেকে উনিশ শতকের দ্বিতীয়ার্ধের কলকাতায় সামাজিক ও রাজনৈতিক মতাদর্শের উদ্ভবের ইতিহাস জানা যায়। বিপিনচন্দ্র তাঁর এই আত্মজীবনীর ছাত্রাবাস না জনরাজ্য অংশে দেখিয়েছেন কলকাতায় মেসগুলিতে তখন ছাত্ররা গণতান্ত্রিক ভিত্তিতে মেস ম্যানেজার নির্বাচন করে দায়বদ্ধতার সঙ্গে নিজেদের মেস-জীবন পরিচালনা করত। এভাবে গড়ে ওঠা গণতান্ত্রিক ধারণা থেকেই ভারতে স্বায়ত্তশাসনের ধারণার ইতিহাসের উপাদান পাওয়া যায়।

    প্রশ্নঃ নারী ইতিহাসচর্চার গুরুত্ব কী? 

    উত্তরঃ নারী ইতিহাসচর্চার দ্বারা সমাজে নারী সমাজের যথার্থ ভূমিকা ও অবদানকে মর্যাদা দেওয়া হয় ও ইতিহাসে নারীর ভূমিকা সম্পর্কে জানা যায়।

    প্রশ্নঃ কাকে এবং কেন ভারতীয় ফুটবলের জনক বলা হয়?

    উত্তরঃ নগেন্দ্রপ্রসাদকে ভারতীয় ফুটবলের জনক বলা হয়। তিনি কিশোর বয়সেই ফুটবলার রূপে এবং পরবর্তীকালে বয়েজ ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, ওয়েলিংটন ক্লাব প্রভৃতির সংগঠনরূপে বাংলার ফুটবল খেলার ক্ষেত্রে এক নবজাগরণ আনেন।

    প্রশ্নঃ নিম্নবর্গের ইতিহাস বলতে কী বোঝায়?

    অথবা, 

    সাবল্টার্ন স্টাডিজ বলতে কী বোঝো? 

    উত্তরঃ জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, জনস্বাস্থ্য ইত্যাদি নিয়ে যে ইতিহাসৰ্চা তাই সাবল্টার্ন স্টাডিজ।


    (৪) নিচের বিশ্লেষণধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ

    প্রশ্নঃ নতুন সামাজিক ইতিহাস কী বর্ণনা করো।

    উত্তরঃ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালের বিভিন্ন ঘটনা ও মতাদর্শের ফলশ্রুতি হিসেবে ১৯৬০ খ্রিঃ ও ১৯৭০ খ্রিঃ এর দশকে গড়ে ওঠা নতুন সামাজিক ইতিহাসের মূল বিষয় হল সমাজের সামগ্রিক ইতিহাস। সামাজিক ইতিহাসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হল -

    (১) নতুন সামাজিক ইতিহাস হল প্রচলিত রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও সাংবিধানিক ইতিহাসের বিপরীতে এক সংশোধনবাদী ইতিহাস।

    (২) নতুন ধরনের ও সামাজিক ইতিহাসের বিষয়গত দিক হল শ্রমিক ইতিহাস, কৃষক ইতিহাস, কৃষ্ণাঙ্গ ইতিহাস, পরিবারের ইতিহাস, গোষ্ঠী ইতিহাস প্রভৃতি।

    (৩) নতুন সামাজিক ইতিহাসচর্চার জন্য ১৯৭৬ খ্রিঃ প্রতিষ্ঠিত হয় দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন যার মুখপত্র হল সোশ্যাল সায়েন্স হিস্ট্রি

    (৪) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সমাজের নীচুতলার মানুষ ও বিভিন্ন সামাজিক শ্রেণির মানুষের ইতিহাস গুরুত্ব লাভ করে।

    প্রশ্নঃ নারী-ইতিহাসের চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো।

    উত্তরঃ প্রচলিত ইতিহাসে নারীর ভূমিকা বা অধিকারের যথাযথ মূল্যায়নের প্রয়োজনে নারীর গুরুত্বকে তুলে ধরার ইতিহাসচর্চাই হল নারী-ইতিহাস। নারী ইতিহাসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হল -

    (১) নারী-ইতিহাসের গুরুত্বপূর্ণ দিক হল বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে নারীর অংশগ্রহণ।

    (২) পুরুষতান্ত্রীক ইতিহাসে নারীদের ইতিহাস উদ্ধারের কাজ হল নারী ইতিহাসচর্চার প্রধান বৈশিষ্ট্য।

    (৩) কোনো দেশের সভ্যতা ও সমাজে নারীর অবস্থান ও মর্যাদার ওপর সেই সভ্যতার উৎকর্ষ নির্ভর করে বলে নারী-ইতিহাসচর্চা বিশেষ তাৎপর্যপূর্ণ।

    (৪) নারী ইতিহাসচর্চার অন্যতম বৈশিষ্ট্য নারীর অধিকার এবং নারী-পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠা।

    প্রশ্নঃ ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা-অসুবিধা লেখো।

    উত্তরঃ ইতিহাসচর্চার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য সাধারণ মহাফেজখানা, গ্রন্থাগার বা বিভাগীয় দপ্তর প্রভৃতি স্বীকৃত প্রতিষ্ঠানগুলির পাশাপাশি আজকাল ইনটারনেট থেকেও ইতিহাসের তথ্য সংগ্রহ করা যায়।

    ইন্টারনেট ব্যবহারের সুবিধাঃ ইন্টারনেটের ব্যবহারের প্রধান দুটি সুবিধা নিচে আলোচনা করা হল -

    (১) ইন্টারনেটের ব্যবহারে যেকোনো তথ্য খুব অল্প সময়ে, অল্প খরচে এবং অল্প পরিশ্রমে পাওয়া যায়, যা দ্রুত গবেষণা বা পাঠ প্রস্তুতিতে সাহায্য করে।

    (২) দেশবিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র, গ্রন্থাগার ও মহাফেজখানা, মিউজিয়াম প্রভৃতির সংগৃহীত নথিপত্র ও দুষ্প্রাপ্য গ্রন্থ ইন্টারনেট-এ আপলোডের ফলে সহজেই তথ্য পাওয়া যায়।

    ইন্টারনেট ব্যবহারের অসুবিধাঃ ইন্টারনেটের ব্যবহারের প্রধান দুটি অসুবিধা নিচে আলোচনা করা হল -

    (১) ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের সত্যতা সবসময় নিশ্চিত থাকে না। 

    (২) সর্বদা এইসমস্ত তথ্যের জন্য সূত্রও দেওয়া থাকে না।


    প্রশ্নঃ অধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো।

    উত্তরঃ আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে সমসাময়িক যেসব সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেগুলির মধ্যে সর্বাধিক উল্লখেযোগ্য হল অত্যন্ত জনপ্রিয় হল বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকা।

    বঙ্গদর্শন পত্রিকার গুরুত্বঃ সাহিত্য সম্রাট বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক ১৮৭২ খ্রিঃ বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি প্রকাশের প্রথম থেকেই বঙ্কিমচন্দ্র ছিলেন এর সম্পাদক, লেখক ও প্রধান পরিচালক। 

         বঙ্গদর্শন পত্রিকার দ্বারা সমকালীন ভারতীয় জাতীয়তাবাদ যথেষ্ট প্রভাবিত হয়। বঙ্কিমচন্দ্রের লেখা বন্দেমাতরম সংগীতটি প্রথম বঙ্গদর্শন পত্রিকাতেই প্রকাশিত হয়। বন্দেমাতরম পরবর্তীকালে ভারতীয় বিপ্লবী ও জাতীয়তাবাদী আন্দোলনের মূল মন্ত্রে পরিণত হয়। বঙ্গদর্শন-এ প্রকাশিত সাম্য-সহ বিভিন্ন প্রবন্ধ বাঙালি সমাজে সমাজতান্ত্রিক ভাবধারার প্রসারে যথেষ্ট সহায়তা করে।

    সোমপ্রকাশ পত্রিকার গুরুত্বঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় কলকাতা সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ ১৮৫৮ খ্রিঃ এই পত্রিকাটি প্রথম প্রকাশ করেন।

         বাংলায় সোমপ্রকাশ পত্রিকাতেই প্রথম রাজনৈতিক খবরাখবর পরিবেশন শুরু হয়। তাছাড়া পত্রিকায় দরিদ্র চাষিদের সমর্থনে বিভিন্ন সংবাদ প্রকাশ করে। বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলিন্যপ্রথা, মদ্যপান প্রভৃতির বিরুদ্ধে এবং ইলবার্ট বিল, নারীশিক্ষা, বিধবাবিবাহ প্রভৃতির পক্ষে নিয়মিত রচনা প্রকাশ করে সোমপ্রকাশ পত্রিকা এসব বিষয়ে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    Madhyamik history suggestion

         মাধ্যমিক সাজেশন 2023 pdf. মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 PDF. মাধ্যমিক সাজেশন 2024 বাংলা. 2024 সালের মাধ্যমিক সাজেশন. Class 12 History Suggestion 2023 PDF. মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024. উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024.


    দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

         মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন. দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর. দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় বড় প্রশ্ন. দশম শ্রেণির ইতিহাস বড় প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায়. দশম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় বড় প্রশ্ন উত্তর. দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় বড় প্রশ্ন উত্তর. মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন উত্তর 2024. মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় 4 নম্বরের প্রশ্ন.


    Madhyamik Suggestion 2024

         মাধ্যমিক সাজেশন 2024 ইতিহাস pdf. মাধ্যমিক জীববিজ্ঞান সাজেশন 2024 chapter 4. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. 2024 সালের মাধ্যমিক সাজেশন. মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন উত্তর 2024. মাধ্যমিক ইতিহাস mcq. দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় বড় প্রশ্ন উত্তর. মাধ্যমিক প্রশ্ন উত্তর. দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর. দশম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর. মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় 2 নম্বরের প্রশ্ন. মাধ্যমিক প্রশ্ন উত্তর 2024.


    Madhyamik History Suggestion 2024 PDF Download

         মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. Madhyamik History Suggestion 2024. Madhyamik history suggestion. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. Madhyamik History Notes PDF. Madhyamik History. Question and answer PDF 2024. Madhyamik history short question and answer. মাধ্যমিক সাজেশন 2024 pdf.


    ইতিহাস class 10 chapter 1

         দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন. ইতিহাস class 10 chapter 1 assamese. দশম শ্রেণির ইতিহাসের প্রশ্ন উত্তর. দশম শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায়. ইতিহাস class 10 chapter 2. ইতিহাসের ধারণা. ইতিহাস class 10 chapter 3. ইতিহাসের ধারণা অনুশীলনী.


    WB Madhyamik History Suggestion 2024 Download PDF

         মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. Madhyamik History Suggestion 2024. Madhyamik history suggestion. Madhyamik History Notes PDF. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. Madhyamik History Question and answer PDF 2024. Madhyamik history short question and answer. History suggestion 2024 madhyamik.


    ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

          মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন. ইতিহাসের ধারণা pdf. মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর pdf. মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন. দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর. দশম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর. ইতিহাসের ধারণা কাকে বলে.


    West Bengal Madhyamik History Suggestion 2024 Download PDF

         মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. Madhyamik History Suggestion 2024. Madhyamik history suggestion. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. Madhyamik History Notes PDF. Madhyamik History Question and answer PDF 2024. Madhyamik history short question and answer. History suggestion 2024 madhyamik.

    একটি মন্তব্য পোস্ট করুন

    1 মন্তব্যসমূহ
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    LightBlog

    AdsG

    close