ABAT HIGHER SECONDARY TEST PAPESR 2021-2022HISTORYPAGE - 96
PART - B
১। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ
(১) 'জীবনের জলসাঘরে' কার আত্মজীবনী -
(ক) দক্ষিণারঞ্জন বসু
(খ) মণিকুন্তলা সেন
(গ) নারায়ণ সান্যাল
(ঘ) মান্না দে
উত্তরঃ (ঘ) মান্না দে
(২) 'প্রতাপাদিত্য চরিত্র' এর রচয়িতা হলেন -
(ক) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
(খ) উইলিয়াম কেরি
(গ) রামরাম বসু
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ (গ) রামরাম বসু
(৩) ভারতে 'এশিয়াটিক সোসাইটি' প্রতিষ্ঠা করেন -
(ক) ওয়ারেং হেস্টিংস
(খ) জোনাথন ডানকান
(গ) উইলিয়াম জোনস
(ঘ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (গ) উইলিয়াম জোনস
(৪) পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি অবস্থিত -
(ক) ভারতে
(খ) মেসোপটেমিয়া
(গ) ব্রিটেনে
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে
উত্তরঃ (খ) মেসোপটেমিয়া
(৫) কলকাতা সুপ্রীম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন -
(ক) ক্লেভারিং
(খ) বারওয়েল
(গ) ফিলিপ ফ্রান্সিস
(ঘ) স্যার এলিজা ইম্ফে
উত্তরঃ (ঘ) স্যার এলিজা ইম্ফে
(৬) বৃটিশরা পাঞ্জাবে কোন ভূমিরাজস্ব ব্যবসা চালু করেছিল?
(ক) রায়তওয়ারি
(খ) চিরস্থায়ী
(গ) ভাইয়াচারি
(ঘ) মহলওয়ারি
উত্তরঃ (গ) ভাইয়াচারি
(৭) দস্তক কথটির অর্থ -
(ক) রাজ্য
(খ) রাজস্ব
(গ) সাম্রাজ্য
(ঘ) বাণিজ্যিক ছাড়পত্র
উত্তরঃ (ঘ) বাণিজ্যিক ছাড়পত্র
(৮) 'দক্ষিণ ভারতের বিদ্যাসাগর' বলা হয় -
(ক) বীরসালিঙ্গম পান্তুলুকে
(খ) জ্যোতিরাও ফুলেকে
(গ) আত্মারাম পান্ডুরঙ্গকে
(ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (ক) বীরসালিঙ্গম পান্তুলুকে
(৯) মেকলে মিনিট প্রকাশিত হয় -
(ক) ১৮৩৫ খ্রিঃ
(খ) ১৮৩৬ খ্রিঃ
(গ) ১৮৩৭ খ্রিঃ
(ঘ) ১৮৩৮ খ্রিঃ
উত্তরঃ (ক) ১৮৩৫ খ্রিঃ
(১০) ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশ করেন -
(ক) রামমোহন রায়
(খ) ডিরোজিও
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) কেশবচন্দ্র সেন
উত্তরঃ (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(১১) শুদ্ধি আন্দোলন শুরু করেন -
(ক) স্বামী দয়ানন্দ সরস্বতী
(খ) কেশোবচন্দ্র সেন
(গ) জ্যোতিরাও ফুলে
(ঘ) শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ (ক) স্বামী দয়ানন্দ সরস্বতী
(১২) 'প্রার্থনা সমাজ' প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৮৬৭ খ্রীঃ
(খ) ১৮৭০ খ্রীঃ
(গ) ১৮৭২ খ্রীঃ
(ঘ) ১৮৭৫ খ্রীঃ
উত্তরঃ (ক) ১৮৬৭ খ্রীঃ
(১৩) 'বর্তমান ভারত' প্রতিষ্ঠা করেন -
(ক) স্বামী বিবেকানন্দ
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) রামমোহন রায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) স্বামী বিবেকানন্দ
(১৪) 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মিলিয়ে দাও ঃ
'ক' স্তম্ভ
(1) ফারকশিয়রের ফরমান
(2) পিটের ভারত শাসন আইন
(3) রেগুলেটিং অ্যাক্ট
(4) বাংলায় কোম্পানীর দেওয়ানী লাভ
'খ' স্তম্ভ
(a) ১৭৭৩
(b) ১৭১১
(c) ১৭৬৫
(d) ১৭৮৪
(ক) 1-b,2-d, 3-a, 4-c
(খ) 1-c, 2-a, 3-d, 4-b
(গ) 1-d, 2-a, 3-b, 4-a
(ঘ) 1-a, 2-b, 3-c, 4-d
উত্তরঃ (ক) 1-b,2-d, 3-a, 4-c
(১৫) 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে' ঘোষণা করেছিলেন -
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) জোনাথান ডানকান
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) খান আবদুল গফফর খান
উত্তরঃ গান্ধীজী
(১৬) মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয় -
(ক) ১৯০৮ খ্রিঃ
(খ) ১৯১৯ খ্রিঃ
(গ) ১৯২৭ খ্রিঃ
(ঘ) ১৯৩৪ খ্রিঃ
উত্তরঃ (খ) ১৯১৯ খ্রিঃ
(১৭) ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম নয় এর বেশিও নয় - এটি কার উক্তি -
(ক) বিউরি
(খ) র্যাঙ্ক
(গ) ই এইচ কার
(ঘ) জেমস মিল
উত্তরঃ (ক) বিউরি
(১৮) ভারতে সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকারী করেন -
(ক) লর্ড ডাফরিন
(খ) লর্ড কার্জন
(গ) লর্ড লিটন
(ঘ) জন লরেন্স
উত্তরঃ (ঘ) জন লরেন্স
(১৯) দশশালা বন্দোবস্ত প্রবর্তন করেন -
(ক) লর্ড কর্ণওয়ালিশ
(খ) ওয়ারেন হেস্টিংস
(গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(ঘ) জন শোর
উত্তরঃ (ক) লর্ড কর্ণওয়ালিশ
(২০) লুভার মিউজিয়াম অবস্থিত -
(ক) জার্মানিতে
(খ) ইংল্যান্ডে
(গ) হল্যান্ডে
(ঘ) ফ্রান্সে
উত্তরঃ (ঘ) ফ্রান্সে
(২১) 'যত মত তত পথ' কে বলেছিলেন -
(ক) স্বামী বিবেকানন্দ
(খ) কেশবচন্দ্র সেন
(গ) শ্রীরামকৃষ্ণ
(ঘ) স্বামী দয়ানন্দ সরস্বতী
উত্তরঃ (গ) শ্রীরামকৃষ্ণ
(২২) ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন -
(ক) ক্লিমেন্ট এটলী
(খ) উইলিয়াম চার্চিল
(গ) মাউন্টব্যান্টেন
(ঘ) লর্ড ওয়াভেল
উত্তরঃ (ক) ক্লিমেন্ট এটলী
(২৩) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন -
(ক) জওহরলাল নেহেরু
(খ) বল্লভভাই প্যাটেল
(গ) লালবাহাদুর শাস্ত্রে
(ঘ) মৌলানা আবুল কালাম আজাদ
উত্তরঃ (ক) জওহরলাল নেহেরু
(২৪) 'নবান্ন' নাটকের রচিতা হলেন -
(ক) অমলেন্দু চক্রবর্তী
(খ) ভবানী ভট্টাচার্য
(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) বিজন ভট্টাচার্য
উত্তরঃ (ঘ) বিজন ভট্টাচার্য
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ