LightBlog
Higher Secondary Geography Class 12 ABTA Test Papers 2021-2022 Page 115
Type Here to Get Search Results !

Higher Secondary Geography Class 12 ABTA Test Papers 2021-2022 Page 115

HIGHER SECONDARY ABTA TEST 2021-2022
GEOGRAPHY
PAGE - AC-115


PART - B


১। সঠিক উত্তরটি নির্বাচন করো (সকল প্রশ্ন আবশ্যিক) ঃ


(১) আরোহন প্রক্রিয়া বলতে বোঝায় -

(ক) ভূ-আলোড়ন দ্বারা ভূমির উচ্চতা বৃদ্ধি

(খ) শিলাস্তর ভাঁজ প্রাপ্ত হয়ে উচ্চতা বৃদ্ধি

(গ) ক্ষয়িত বস্তু সঞ্চয়ের মাধ্যম উচ্চতা বৃদ্ধি

(ঘ) লাভা সঞ্চয় দ্বারা ভূমির উচ্চতা বৃদ্ধি

উত্তরঃ (গ) ক্ষয়িত বস্তু সঞ্চয়ের মাধ্যম উচ্চতা বৃদ্ধি


(২) ভৌমজলের ভান্ডার অব্যাহত থাকে -

(ক) ভূপৃষ্ঠে প্রবেশ্য শিলার উপস্থিতি দ্বারা

(খ) জলচক্র দ্বারা

(গ) প্রবেশ্য শিলাস্তরের নীচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান দ্বারা

(ঘ) সব কটি প্রযোজ্য

উত্তরঃ (ঘ) সব কটি প্রযোজ্য


(৩) হে-স্ট্যাক পাহাড় দেখা যায় -

(ক) যুগোস্ল্যাভিয়ার কার্স্ট অঞ্চলে

(খ) ছত্রিশগড়ের কার্স্ট অঞ্চলে

(গ) কিউবার কার্স্ট অঞ্চল

(ঘ) অস্ট্রেলিয়ার কার্স্ট অঞ্চলে

উত্তরঃ (খ) ছত্রিশগড়ের কার্স্ট অঞ্চলে


(৪) হাইড্রোমরফিক মৃত্তিকা গড়ে ওঠে যে প্রক্রিয়ায় তা হল -

(ক) পডজোলাইজেশন

(খ) ল্যাটেরাইজেশন

(গ) স্যালিনাইজেশন

(ঘ) গ্লেইজেশান

উত্তরঃ (ঘ) গ্লেইজেশান


(৫) ঢালু অঞ্চলে মাটি সংরক্ষণের ক্ষেত্রে যে পদ্ধতি উপযুক্ত নয়। - 

(ক) ধান চাষ

(খ) ফালি চাষ

(গ) সমোন্নতিরেখা চাষ

(ঘ) ঝুম চাষ

উত্তরঃ (ঘ) ঝুম চাষ


(৬) মৃত্তিকার যে গঠনে কৃষিকাজ ভালো হয় -

(ক) প্রিজম গঠন

(খ) দানাদার গঠন

(গ) ব্লক গঠন

(ঘ) পাত সমৃদ্ধ গঠন

উত্তরঃ (খ) দানাদার গঠন


(৭) 'ফেরেল কোষ' এর সঙ্গে সম্পর্কিত বায়ু হল -

(ক) আয়ন বায়ু

(খ) পশ্চিমা বায়ু

(গ) মেরু বায়ু

(ঘ) জেট বায়ু

উত্তরঃ (খ) পশ্চিমা বায়ু


(৮) 4'O' Clock rain ঘটে -

(ক) নিরক্ষীয় জলবায়ুতে

(খ) ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে

(গ) ভূমধ্যসাগরীয় জলবায়ুতে

(ঘ) ক্রান্তীয় সাভানা জলবায়ুতে

উত্তরঃ (ক) নিরক্ষীয় জলবায়ুতে


(৯) শরীর বৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায় -

(ক) হাইড্রোফাইট

(খ) জেরোফাইট

(গ) মেসোফাইট

(ঘ) হ্যালোফাইট

উত্তরঃ (ঘ) হ্যালোফাইট


(১০) বায়ুর উষ্ণতা বৃদ্ধিকারী প্রধান গ্যাস হল -

(ক) ক্লোরোফ্লুরোকার্বন

(খ) মিথেন

(গ) কার্বন-ডাই-অক্সাইড

(ঘ) জলীয় বাষ্প

উত্তরঃ (গ) কার্বন-ডাই-অক্সাইড


(১১) মেগা জীববৈচিত্রের অন্তর্গত নয় যে দেশটি তা হলো -

(ক) ভারত

(খ) মাদাগাস্কার

(গ) চিন

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তরঃ উপরের কোনোটিই হবে না


(১২) IUCN-এর প্রধান কার্যালয় হলো -

(ক) মাদ্রিন

(খ) গ্ল্যান্ড

(গ) বার্ণ

(ঘ) বার্লিন

উত্তরঃ (খ) গ্ল্যান্ড


(১৩) শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় -

(ক) নিবিড় কৃষিতে

(খ) ব্যাপক কৃষিতে

(গ) বাগিচা কৃষিতে

(ঘ) মিশ্র কৃষিতে

উত্তরঃ (ক) নিবিড় কৃষিতে


(১৪) কারুনেগালা অঞ্চলে অধিক উৎপন্ন হয় -

(ক) চা 

(খ) কফি

(গ) রবার

(ঘ) নারিকেল

উত্তরঃ (ঘ) নারিকেল


(১৫) দক্ষিণ ভারতের বাজরাকে বলে -

(ক) চোলম

(খ) মারুয়া

(গ) কুম্বু

(ঘ) কোদান

উত্তরঃ (গ) কুম্বু


(১৬) পৃথিবীর রাসায়নিক রাজধানী নামে পরিচিত -

(ক) অ্যাক্রণ

(খ) ইন্ডিয়ানা

(গ) শিকাগো

(ঘ) উইলমিংটন

উত্তরঃ (ঘ) উইলমিংটন


(১৭) ব্যাগাসি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় -

(ক) চা শিল্পে

(খ) কাগজ শিল্পে

(গ) লৌহ-ইস্পাত শিল্পে

(ঘ) কার্পাস বস্ত্র বয়ন শিল্পে

উত্তরঃ (খ) কাগজ শিল্পে


(১৮) ভারতের বৃহত্তম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হলো -

(ক) ডেয়ারি শিল্প

(খ) ফল প্রক্রিয়াকরণ শিল্প

(গ) বিস্কুট শিল্প

(ঘ) ঠান্ডা পানীয় শিল্প

উত্তরঃ (খ) ফল প্রক্রিয়াকরণ শিল্প


(১৯) ভারতের সর্বনিম্ন জনঘনত্ব পূর্ণ রাজ্য হলো -

(ক) বিহার

(খ) অরুণাচল প্রদেশ

(গ) কেরালা

(ঘ) সিকিম

উত্তরঃ (খ) অরুণাচল প্রদেশ


(২০) 'কনারবেশন' শব্দটি প্রথম ব্যবহার করেন -

(ক) মাসফোর্ড

(খ) আলফ্রেড ওয়েবার

(গ) ক্রিস্টেলার

(ঘ) প্যাট্রিক গেডেস

উত্তরঃ (ঘ) প্যাট্রিক গেডেস


(২১) উড়িষ্যার পুরী শহরটি হলো -

(ক) পর্যটন শহর

(খ) ধর্মীয় শহর

(গ) বন্দর শহর

(ঘ) প্রশাসনিক শহর

উত্তরঃ (খ) ধর্মীয় শহর


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close