LightBlog
gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 27-2-2022
Type Here to Get Search Results !

gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 27-2-2022

Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs


প্রশ্নঃ ভারতের প্রাচীনতম পর্বতের নাম -

(ক) বিন্ধ্যপর্বত

(খ) আরাবল্লী

(গ) সাতপুরা

(ঘ) হিমালয়

উত্তরঃ (খ) আরাবল্লী


প্রশ্নঃ কোন পতঙ্গের দেহে ফরমিক অ্যাসিড থাকে? -

(ক) লাল পিঁপড়ে

(খ) টিকটিকি

(গ) ফড়িং

(ঘ) মাছ

উত্তরঃ (ক) লাল পিঁপড়ে


প্রশ্নঃ ভারতের কোন্‌ রাজ্যে উপজাতির সংখ্যা সর্বাধিক? -

(ক) উত্তর প্রদেশ

(খ) বিহার

(গ) মধ্য প্রদেশ

(ঘ) পশ্চিমবঙ্গ

উত্তরঃ (গ) মধ্য প্রদেশ


প্রশ্নঃ উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দুর নাম কি? -

(ক) ডেথ ভ্যালি

(খ) লেক আসাল

(গ) কাস্পিয়ান সাগর

(ঘ) মরুসাগর

উত্তরঃ (ক) ডেথ ভ্যালি


প্রশ্নঃ "পলিটিকস্‌ ইন ইন্ডিয়া" বইটি কে লিখেছিলেন? -

(ক) ডি এল শেঠ

(খ) আশিস নন্দী

(গ) এম এন শ্রীনিবাস

(ঘ) রজনী কোঠারি

উত্তরঃ (ঘ) রজনী কোঠারি


প্রশ্নঃ ব্র্যাবোর্ন স্টেডিয়াম কোথায় অবস্থিত? -

(ক) মুম্বাই

(খ) নিউ দিল্লি

(গ) জামশেদপুর

(ঘ) রাঁচি

উত্তরঃ (ক) মুম্বাই


প্রশ্নঃ বিশ্বে প্রথম ব্লাড ব্যাংক কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? -

(ক) ১৯৩৬ খ্রীঃ

(খ) ১৯৪৫ খ্রীঃ

(গ) ১৯৪৯ খ্রীঃ

(ঘ) ১৯৫৪ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৯৩৬ খ্রীঃ


প্রশ্নঃ "করেঙ্গে ইয়ে মরেঙ্গে" কোন্‌ আন্দোলনের উক্তি? -

(ক) আইন অমান্য আন্দোলন

(খ) অসহোযোগ আন্দোলন

(গ) খিলাফৎ আন্দোলন

(ঘ) ভারতছাড়ো আন্দোলন

উত্তরঃ (ঘ) ভারতছাড়ো আন্দোলন


প্রশ্নঃ নিউটনের প্রথম সূত্র থেকে কীসের ধারণা পাওয়া যায়? -

(ক) সময়

(খ) জড়তা

(গ) বেগ

(ঘ) ভর

উত্তরঃ (খ) জড়তা


প্রশ্নঃ "সত্তর বৎসর" আত্মজীবনীটি কার? -

(ক) মহাত্মা গান্ধী

(খ) বিপিনচন্দ্র পাল

(গ) সরলা দেবী চৌধুরানী

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) বিপিনচন্দ্র পাল

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close