ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 374
বিভাগ - ক
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঃ
Life Science Suggestion App : Madhyamik Life Science 2022
(১) আলোকের তীব্রতার প্রভাবে পদ্মফুলের প্রস্ফুটনকে বলে -
(ক) ফোটোট্রপিক চলন
(খ) ফোটোন্যাস্টিক চলন
(গ) ফোটোট্যাকটিক চলন
(ঘ) কেমোট্যাকটিক চলন
উত্তরঃ (খ) ফোটোন্যাস্টিক চলন
(২) 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভের মধ্যে সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ
উত্তরঃ
(ক) ক - ১, খ - ৩, গ - ২
(খ) ক - ৩, খ - ১, গ - ২
(গ) ক - ২, খ - ৩, গ - ১
(ঘ) ক - ৩, খ - ২, গ - ১
উত্তরঃ (খ) ক - ৩, খ - ১, গ - ২
(৩) কোন অন্তঃক্ষরা গ্রন্থিকে 'প্রভু গ্রন্থি' বলা হয়? -
(ক) পিটুইটারি
(খ) থাইরয়েড
(গ) অ্যাড্রিনাল
(ঘ) হাইপোথ্যালামাস
উত্তরঃ (ক) পিটুইটারি
(৪) নীচের কোন জোড়টি সঠিক নয়? -
(ক) প্রতিবর্ত ক্রিয়া - সুষুম্নাকান্ড
(খ) বুদ্ধি - সেরিব্রাম
(গ) স্মৃতিশক্তি - সেরিবেলাম
(ঘ) শ্বাসক্রিয়া - মেডোলা অবলংগাটা
উত্তরঃ (গ) স্মৃতিশক্তি - সেরিবেলাম
(৫) তুমি তোমার দুটি হাত ভাঁজ না করে দুটিকে বিস্তৃত করলে, এই কাজে যে পেশী তোমাকে সাহায্য করল সেটি হল -
(ক) ফ্লেক্সর
(খ) এক্সটেনসর
(গ) অ্যাডাকটর
(ঘ) অ্যাবডাকটর
উত্তরঃ (ঘ) অ্যাবডাকটর
(৬) ফসফেট, পাঁচ কার্বণযুক্ত শর্করা ও যে কোনো একটি ক্ষারমূলক নিয়ে তৈরি হয় -
(ক) নিউক্লিওয়েড
(খ) নিউক্লিওসাইড
(গ) নিউক্লিওটাইড
(ঘ) নিউক্লিক অ্যাসিড
উত্তরঃ (গ) নিউক্লিওটাইড
(৭) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদক কোণ প্রকার কোশ বিভাজনের তাৎপর্য? -
(ক) অ্যামাইটোসিস
(খ) মিয়োসিস
(গ) মাইটোসিস
(ঘ) দ্বিবিভাজন
উত্তরঃ (খ) মিয়োসিস
(৮) প্লাসমোডিয়ামের সাইজল্ট দশায় যেরূপ বিভাজন দেখা যায় তা হল -
(ক) পুনরুৎপাদন
(খ) বহুবিভাজন
(গ) খন্ডীভবন
(ঘ) দ্বিবিভাজন
উত্তরঃ (খ) বহুবিভাজন
(৯) একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগের ঘটনাকে বলে -
(ক) জেনোগ্যামি
(খ) গেইটোনোগ্যামি
(গ) অ্যালোগ্যামি
(ঘ) অটোগ্যামি
উত্তরঃ (খ) গেইটোনোগ্যামি
(১০) জনন অঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফূরণের যে দশায় তা হল -
(ক) শৈশব
(খ) বয়ঃসন্ধি
(গ) বার্ধক্য
(ঘ) সদ্যোজাত
উত্তরঃ (খ) বয়ঃসন্ধি
(১১) দ্বিসংকর জননের F₂ জনুতে হলুদ-গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে -
(ক) ১/১৬ ভাগ
(খ) ৩/১৬ ভাগ
(গ) ৯/১৬ ভাগ
(ঘ) ৫/১৬ ভাগ
উত্তরঃ (গ) ৯/১৬ ভাগ
(১২) একটি বিশুদ্ধ কালো গিনিপিগের (BB) সঙ্গে একটি সংকর কালো (Bb) গিনিপিগের সংকরায়ণে F₁ জনুতে শতকরা কত ভাগ সংকর কালো গিনিপিগ পাওয়া যাবে? -
(ক) ২৫%
(খ) ৫০%
(গ) ৭৫%
(ঘ) ১০০%
উত্তরঃ (খ) ৫০%
(১৩) YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে?
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
উত্তরঃ (ঘ) ৪
(১৪) বর্ণান্ধতার বাহক মাতা ও স্বাভাবিক পিতার পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না?
(ক) ২৫%
(খ) ৫০%
(গ) ৭৫%
(ঘ) ১০০%
উত্তরঃ (খ) ৫০%
(১৫) মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না? -
(ক) রোলার - জিভ
(খ) হিমোফিলিয়া
(গ) থ্যালাসেমিয়া
(ঘ) কানের যুক্ত লতি
উত্তরঃ (খ) হিমোফিলিয়া
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ